ETV Bharat / state

মালদায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত 2, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের - মালদা

হবিবপুরের বুলবুলচণ্ডি থেকে একটি অ্যাম্বুলেন্স মালদা শহরের দিকে আসছিল ৷ সেই সময় মুচিয়া সংলগ্ন এলাকায় একটি অটোকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ৷ মৃত্যু হয় দু'জনের ।

অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত দুই
অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত দুই
author img

By

Published : Dec 2, 2020, 1:02 PM IST

মালদা, 2 ডিসেম্বর: মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাজ্য সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির ৷ আহত হয়েছে আরও পাঁচ জন ৷ প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ ৷

গতরাতে হবিবপুরের বুলবুলচণ্ডি থেকে একটি অ্যাম্বুলেন্স যাত্রী নিয়ে মালদা শহরের দিকে আসছিল ৷ ওই অ্যাম্বুলেন্সের চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ ৷ সেই সময় মুচিয়া সংলগ্ন এলাকায় একটি অটোকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ৷ দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় সাইদুল শেখ ও রুপন সাহা নামে দু'জনের ৷ অভিযোগ, এর আগে ওই অ্যাম্বুলেন্সটি এক সাইকেল আরোহী ও এক পথচারীকেও ধাক্কা মারে ৷ ঘটনার পর থেকেই অ্যাম্বুলেন্স চালক পলাতক ৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্র ও মালদা মেডিকেলে ভরতি করেন ৷ এখনও আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন দুই ৷ ঘটনার পর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাস্থানে পুলিশ এসে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ৷

অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত দুই

সাইদুলের দাদা আবু তালাহা বলেন, “বুলবুলচণ্ডি থেকে একটি অ্যাম্বুলেন্স যাত্রী নিয়ে আসছিল ৷ অ্যাম্বুলেন্সে রোগী ছিল না ৷ ওই অ্যাম্বুলেন্সের চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ৷ ওই অ্যাম্বুলেন্সটি প্রথমে মহদিপুরে ও ডোমরতলায় কয়েকজনকে ধাক্কা মারে ৷ পরে মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় আরও কয়েকজনকে ধাক্কা মারে ৷ তারমধ্যে একজন আমার ভাই সাইদুল ৷ সেখানেই ভাইয়ের মৃত্যু হয় ৷ মদ্যপান করে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ ৷ সেখানে একজন অ্যাম্বুলেন্স চালক কীভাবে মদ্যপান করে গাড়ি চালাতে পারে ? আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই ৷ এখন আমরা পথ অবরোধ করেছি ৷”

মালদা থানার IC শান্তিনাথ পাঁজা বলেন, দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছে পাঁচ জন ৷ দুর্ঘটনার পর থেকেই ওই অ্যাম্বুলেন্সের চালক পলাতক ৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

মালদা, 2 ডিসেম্বর: মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাজ্য সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল দুই ব্যক্তির ৷ আহত হয়েছে আরও পাঁচ জন ৷ প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে যানচলাচল স্বাভাবিক করে পুলিশ ৷

গতরাতে হবিবপুরের বুলবুলচণ্ডি থেকে একটি অ্যাম্বুলেন্স যাত্রী নিয়ে মালদা শহরের দিকে আসছিল ৷ ওই অ্যাম্বুলেন্সের চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ ৷ সেই সময় মুচিয়া সংলগ্ন এলাকায় একটি অটোকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি ৷ দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় সাইদুল শেখ ও রুপন সাহা নামে দু'জনের ৷ অভিযোগ, এর আগে ওই অ্যাম্বুলেন্সটি এক সাইকেল আরোহী ও এক পথচারীকেও ধাক্কা মারে ৷ ঘটনার পর থেকেই অ্যাম্বুলেন্স চালক পলাতক ৷ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্র ও মালদা মেডিকেলে ভরতি করেন ৷ এখনও আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন দুই ৷ ঘটনার পর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনাস্থানে পুলিশ এসে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ৷

অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত দুই

সাইদুলের দাদা আবু তালাহা বলেন, “বুলবুলচণ্ডি থেকে একটি অ্যাম্বুলেন্স যাত্রী নিয়ে আসছিল ৷ অ্যাম্বুলেন্সে রোগী ছিল না ৷ ওই অ্যাম্বুলেন্সের চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ৷ ওই অ্যাম্বুলেন্সটি প্রথমে মহদিপুরে ও ডোমরতলায় কয়েকজনকে ধাক্কা মারে ৷ পরে মহামায়া মন্দির সংলগ্ন এলাকায় আরও কয়েকজনকে ধাক্কা মারে ৷ তারমধ্যে একজন আমার ভাই সাইদুল ৷ সেখানেই ভাইয়ের মৃত্যু হয় ৷ মদ্যপান করে গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ ৷ সেখানে একজন অ্যাম্বুলেন্স চালক কীভাবে মদ্যপান করে গাড়ি চালাতে পারে ? আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই ৷ এখন আমরা পথ অবরোধ করেছি ৷”

মালদা থানার IC শান্তিনাথ পাঁজা বলেন, দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছে পাঁচ জন ৷ দুর্ঘটনার পর থেকেই ওই অ্যাম্বুলেন্সের চালক পলাতক ৷ তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.