ETV Bharat / state

আফিম সহ মালদা থেকে গ্রেপ্তার 2 - মালদা থেকে গ্রেপ্তার 2

আগেই খবর পেয়েছিল পুলিশ । তারপর রবিবার অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । নাম আরিফ মণ্ডল ও মিঠু মন্ডল । তাদের কাছ থেকে 1 কেজি 100 গ্রাম আফিম উদ্ধার করা হয় ।

arrested
ধৃত 2
author img

By

Published : Nov 26, 2019, 4:42 AM IST

মালদা, 26 নভেম্বর : আগেই খবর পেয়েছিল পুলিশ । সেইমতো নজরদারি চালাচ্ছিল । তারপর রবিবার অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । নাম আরিফ মণ্ডল ও মিঠু মন্ডল । তাদের কাছ থেকে 1 কেজি 100 গ্রাম আফিম উদ্ধার করা হয় । গতকাল তাদের মালদা জেলা আদালতে তোলে কালিয়াচক থানার পুলিশ ।

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে গোলপাড়ার চরিঅনন্তপুরে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ । তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে । উত্তরে অসঙ্গতি থাকায় তাদের তল্লাশি চালানো হয় । তাতেই তাদের কাছ থেকে 1 কেজি 100 গ্রাম আফিম উদ্ধার হয় । গ্রেপ্তার করা হয় তাদের ।

drug
ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আফিম

মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ধৃত দুই ব্যক্তি চরিঅনন্তপুরের বাসিন্দা । তদন্ত শুরু করা হয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

মালদা, 26 নভেম্বর : আগেই খবর পেয়েছিল পুলিশ । সেইমতো নজরদারি চালাচ্ছিল । তারপর রবিবার অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ । নাম আরিফ মণ্ডল ও মিঠু মন্ডল । তাদের কাছ থেকে 1 কেজি 100 গ্রাম আফিম উদ্ধার করা হয় । গতকাল তাদের মালদা জেলা আদালতে তোলে কালিয়াচক থানার পুলিশ ।

রবিবার গোপন সূত্রে খবর পেয়ে গোলপাড়ার চরিঅনন্তপুরে অভিযান চালায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ । তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে । উত্তরে অসঙ্গতি থাকায় তাদের তল্লাশি চালানো হয় । তাতেই তাদের কাছ থেকে 1 কেজি 100 গ্রাম আফিম উদ্ধার হয় । গ্রেপ্তার করা হয় তাদের ।

drug
ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া আফিম

মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, ধৃত দুই ব্যক্তি চরিঅনন্তপুরের বাসিন্দা । তদন্ত শুরু করা হয়েছে । এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Intro:মালদা, ২৫ নভেম্বরঃ গোপন সূত্রে খবর পেয়ে ১ কেজি ১০০ গ্রাম আফিম সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ৷ ধৃত দুই ব্যক্তিকে আজ কালিয়াচক থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হবে৷Body:রবিবার বেশি রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোলপাড়ার চরিঅনন্তপুরে হানা দেয়৷ তথ্য অনুযায়ী দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে ওই দুই ব্যক্তির হেপাজত থেকে ১ কেজি ১০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়৷ গ্রেফতার করা হয় দুই যুবককে৷ ধৃতদের নাম আরিফ ওরফে মুন্না ও মিঠুন মণ্ডল৷ ধৃত দুই পাচারকারী চরিঅনন্তপুরের বাসিন্দা৷Conclusion:জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, গতকাল গভীর রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ চরিঅনন্তপুরে হানা দিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ ধৃতদের হেপাজত থেকে ১ কেজি ১০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে৷ এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 18(B)/29 NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷ ধৃত দুই ব্যক্তিকে আজ কালিয়াচক থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হবে৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.