ETV Bharat / state

মালদায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা সহ 2 - কালিয়াচকে উদ্ধার ব্রাউন সুগার

তরাতে কালিয়াচক থানার পুলিশের একটি দল শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় ৷ পুলিশ জানায়, ওই মহিলা ও যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 90 গ্রাম ব্রাউন সুগার ৷

two are arrested from malda with 90 gm brown sugar
মালদায় ব্রাউন সুগারসহ গ্রেপ্তার এক মহিলাসহ দু'জন
author img

By

Published : Nov 12, 2020, 12:53 PM IST

মালদা, 12 নভেম্বর : মালদার কালিয়াচকের শ্রীরামপুর থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা ও যুবক ৷

গতরাতে SP বাপন দাসের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় ৷ পুলিশ জানায়, ওই মহিলা ও যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 90 গ্রাম ব্রাউন সুগার ৷ এরপরই তাদের গ্রেপ্তার করা হয় ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম উনজেলা বিবি ওরফে নায়েমা খাতুন এবং হায়দার আলি ৷ উনজেলা বিবির বাড়ি কালিয়াচকের জালুয়াবাথালে ও হায়দারের বাড়ি কালিয়াচকের পারদিয়াটোলায় ৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

মালদা, 12 নভেম্বর : মালদার কালিয়াচকের শ্রীরামপুর থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার মহিলা ও যুবক ৷

গতরাতে SP বাপন দাসের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল শ্রীরামপুর এলাকায় অভিযান চালায় ৷ পুলিশ জানায়, ওই মহিলা ও যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 90 গ্রাম ব্রাউন সুগার ৷ এরপরই তাদের গ্রেপ্তার করা হয় ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম উনজেলা বিবি ওরফে নায়েমা খাতুন এবং হায়দার আলি ৷ উনজেলা বিবির বাড়ি কালিয়াচকের জালুয়াবাথালে ও হায়দারের বাড়ি কালিয়াচকের পারদিয়াটোলায় ৷ ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.