ETV Bharat / state

Malda Panchayat Samiti: টস জিতে পঞ্চায়েত সমিতির সভাপতির চেয়ার দখল বিজেপির

author img

By

Published : Aug 14, 2023, 9:40 PM IST

TMC Wins in Panchayat Samiti: সিপিএম-বিজেপির সদস্য টেনেও ভাগ্যের কাছে হারল তৃণমূল ৷ টসে জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি-সহকারি সভাপতির চেয়ার গেরুয়া ৷

Malda Panchayat Samiti
পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি
সভাপতি-সহকারি সভাপতি চেয়ার বিজেপির

মালদা, 14 অগস্ট: শেষরক্ষা হল না ৷ অনেক চেষ্টা করেও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ভাগ্যের কাছে হেরে গেল তৃণমূল ৷ টসে জিতে এই পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতির চেয়ার দখল করেছে বিজেপি ৷ বোর্ড গঠনকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই চাঞ্চল্য ছিল পঞ্চায়েত সমিতি চত্বরে ৷ পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পঞ্চায়েত সমিতি চত্বর ৷ সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, পুরাতন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিজেপি-র উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত-সহ আরও অনেকে ৷

এবারের নির্বাচনে 18টি আসনের পুরাতন মালদা পঞ্চায়েত সমিতিতে বিজেপি আটটি, তৃণমূল সাতটি, কংগ্রেস দুটি ও সিপিআইএম একটি আসন পায় ৷ নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির একজন সদস্য শাসকদলের শিবিরে চলে যান ৷ সিপিআইএমের একমাত্র সদস্যও ঘাসফুলের শিবিরে নাম লেখান ৷ এদিকে কংগ্রেসের দু'জন সদস্য পদ্ম শিবিরকে সমর্থন করার কথা জানিয়ে দেন ৷ ফলে যুযুধান দুই শিবিরেরই সমর্থক সদস্য ন'জন করে দাঁড়ায় ৷ এ দিন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগের মুহূর্ত পর্যন্ত এই সংখ্যাতত্ত্বের কোনও বদল ঘটেনি ৷

এ দিন নির্দিষ্ট সময়েই দুই শিবিরের সদস্য এবং সমর্থক সদস্যরা পঞ্চায়েত সমিতির দফতরে প্রবেশ করেন ৷ ভোটাভুটিতে দু'পক্ষের সদস্য সমান হয়ে যাওয়ায় টসের মাধ্যমে সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে ৷ শেষ পর্যন্ত বাইরে থেকে একটি শিশুকে দিয়ে টস করানো হয় ৷ টসে জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হন বিজেপির রুম্পা রাজবংশী ৷ সহকারি সভাপতি নির্বাচনের টসেও জয়লাভ করে বিজেপি ৷ ওই আসনে নির্বাচিত হন বিশ্বনাথ মার্ডি ৷

আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, চাবি থাকল কংগ্রেসের হাতে; অবাক ছবি ইংরেজবাজারে

বোর্ড গঠনের পর সাংসদ খগেন মুর্মু বলেন, "বিজেপি যেভাবে গোটা রাজ্যের মানুষের আস্থা অর্জন করেছে, তাতে স্বয়ং ভারতমাতা বিজেপিকে আশির্বাদ করেছেন ৷ এই রাজ্যে বিজেপির ভোট চুরি করে তৃণমূল ক্ষমতা দখলের চেষ্টা করছে ৷ তাদের সাহায্য করছে দলদাস পুলিশ ও সাধারণ প্রশাসন ৷ পুলিশ ও প্রশাসন এই পঞ্চায়েত সমিতিও তৃণমূলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল ৷ আমাদের সদস্যদের অনেক প্রলোভন দিয়েছিল ৷ একজনকে তো গতকাল অপহরণই করে নিয়েছে ৷ তারপরেও আজ মানুষের আশীর্বাদে এখানে আমাদের সভাপতি এবং সহকারী সভাপতি নির্বাচিত হয়েছেন ৷ যাঁরা আমাদের সাহায্য করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই ৷"

বিজেপিকে সাহায্য কেন? প্রদেশ কংগ্রেসের সদস্য শিবনাথ সুকুল বলেন, "আমাদের দু'জন সদস্যকে তৃণমূল চুরি করেছে ৷ এদের চুরির কথা গোটা রাজ্যের মানুষ জানে ৷ আজ টসের মাধ্যমে বিজেপির সভাপতি ও সহকারি সভাপতি নির্বাচিত হয়েছে ৷ আগামীতে কংগ্রেস-বিজেপি একসঙ্গে মানুষের কাজ করবে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস ও বিজেপি নিজেদের মতো ভোট করবে ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত গঠন নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, গণ ইস্তফা পঞ্চায়েত সদস্যদের

বিজেপির সদস্যকে নিজেদের শিবিরে টেনেও কংগ্রেসের সঙ্গে গেরুয়া শিবিরের সম্পর্ক মানতে পারছেন না তৃণমূলের পুরাতন মালদা ব্লক সভাপতি নব্যেন্দু সেন ৷ তিনি বলেন, "পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে ধর্ম নিরপেক্ষ কংগ্রেসের সঙ্গে সাম্প্রদায়িক বিজেপির অশুভ আঁতাত হয়েছে ৷ আমরা এই অশুভ জোটকে ধিক্কার জানাই ৷ আগামিদিনে মানুষই এর জবাব দেবে ৷ গোটা বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছি ৷ উপর থেকে যা নির্দেশ আসবে, সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব ৷"

সভাপতি-সহকারি সভাপতি চেয়ার বিজেপির

মালদা, 14 অগস্ট: শেষরক্ষা হল না ৷ অনেক চেষ্টা করেও পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে ভাগ্যের কাছে হেরে গেল তৃণমূল ৷ টসে জিতে এই পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতির চেয়ার দখল করেছে বিজেপি ৷ বোর্ড গঠনকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই চাঞ্চল্য ছিল পঞ্চায়েত সমিতি চত্বরে ৷ পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পঞ্চায়েত সমিতি চত্বর ৷ সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, পুরাতন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিজেপি-র উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত-সহ আরও অনেকে ৷

এবারের নির্বাচনে 18টি আসনের পুরাতন মালদা পঞ্চায়েত সমিতিতে বিজেপি আটটি, তৃণমূল সাতটি, কংগ্রেস দুটি ও সিপিআইএম একটি আসন পায় ৷ নির্বাচন পরবর্তী সময়ে বিজেপির একজন সদস্য শাসকদলের শিবিরে চলে যান ৷ সিপিআইএমের একমাত্র সদস্যও ঘাসফুলের শিবিরে নাম লেখান ৷ এদিকে কংগ্রেসের দু'জন সদস্য পদ্ম শিবিরকে সমর্থন করার কথা জানিয়ে দেন ৷ ফলে যুযুধান দুই শিবিরেরই সমর্থক সদস্য ন'জন করে দাঁড়ায় ৷ এ দিন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগের মুহূর্ত পর্যন্ত এই সংখ্যাতত্ত্বের কোনও বদল ঘটেনি ৷

এ দিন নির্দিষ্ট সময়েই দুই শিবিরের সদস্য এবং সমর্থক সদস্যরা পঞ্চায়েত সমিতির দফতরে প্রবেশ করেন ৷ ভোটাভুটিতে দু'পক্ষের সদস্য সমান হয়ে যাওয়ায় টসের মাধ্যমে সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে ৷ শেষ পর্যন্ত বাইরে থেকে একটি শিশুকে দিয়ে টস করানো হয় ৷ টসে জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হন বিজেপির রুম্পা রাজবংশী ৷ সহকারি সভাপতি নির্বাচনের টসেও জয়লাভ করে বিজেপি ৷ ওই আসনে নির্বাচিত হন বিশ্বনাথ মার্ডি ৷

আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড তৃণমূলের, চাবি থাকল কংগ্রেসের হাতে; অবাক ছবি ইংরেজবাজারে

বোর্ড গঠনের পর সাংসদ খগেন মুর্মু বলেন, "বিজেপি যেভাবে গোটা রাজ্যের মানুষের আস্থা অর্জন করেছে, তাতে স্বয়ং ভারতমাতা বিজেপিকে আশির্বাদ করেছেন ৷ এই রাজ্যে বিজেপির ভোট চুরি করে তৃণমূল ক্ষমতা দখলের চেষ্টা করছে ৷ তাদের সাহায্য করছে দলদাস পুলিশ ও সাধারণ প্রশাসন ৷ পুলিশ ও প্রশাসন এই পঞ্চায়েত সমিতিও তৃণমূলের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছিল ৷ আমাদের সদস্যদের অনেক প্রলোভন দিয়েছিল ৷ একজনকে তো গতকাল অপহরণই করে নিয়েছে ৷ তারপরেও আজ মানুষের আশীর্বাদে এখানে আমাদের সভাপতি এবং সহকারী সভাপতি নির্বাচিত হয়েছেন ৷ যাঁরা আমাদের সাহায্য করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই ৷"

বিজেপিকে সাহায্য কেন? প্রদেশ কংগ্রেসের সদস্য শিবনাথ সুকুল বলেন, "আমাদের দু'জন সদস্যকে তৃণমূল চুরি করেছে ৷ এদের চুরির কথা গোটা রাজ্যের মানুষ জানে ৷ আজ টসের মাধ্যমে বিজেপির সভাপতি ও সহকারি সভাপতি নির্বাচিত হয়েছে ৷ আগামীতে কংগ্রেস-বিজেপি একসঙ্গে মানুষের কাজ করবে ৷ আসন্ন লোকসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস ও বিজেপি নিজেদের মতো ভোট করবে ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত গঠন নিয়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, গণ ইস্তফা পঞ্চায়েত সদস্যদের

বিজেপির সদস্যকে নিজেদের শিবিরে টেনেও কংগ্রেসের সঙ্গে গেরুয়া শিবিরের সম্পর্ক মানতে পারছেন না তৃণমূলের পুরাতন মালদা ব্লক সভাপতি নব্যেন্দু সেন ৷ তিনি বলেন, "পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে ধর্ম নিরপেক্ষ কংগ্রেসের সঙ্গে সাম্প্রদায়িক বিজেপির অশুভ আঁতাত হয়েছে ৷ আমরা এই অশুভ জোটকে ধিক্কার জানাই ৷ আগামিদিনে মানুষই এর জবাব দেবে ৷ গোটা বিষয়টি জেলা ও রাজ্য নেতৃত্বকে জানিয়েছি ৷ উপর থেকে যা নির্দেশ আসবে, সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.