মালদা, 26 অগস্ট : দেড় বছর ধরে চলছে মালদার রথবাড়ি আন্ডারপাস তৈরির কাজ ৷ আর, তার জন্যই গত 22 অগস্ট থেকে এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আন্ডারপাসের উপরের উড়ালপুলটি ৷ সেতুর ওই অংশে কিছু জরুরি সংস্কারের কাজ করা হচ্ছে ৷ ফলে রাজ্য সড়ক দিয়ে যেসব গাড়ি যাতায়াত করত, তার সবটুকুই এখন চলাচল করছে মালঞ্চপল্লি ও কৃষ্ণপল্লি আন্ডারপাস হয়ে ৷ গাড়ির অত্যধিক চাপে নিত্যদিন তৈরি হচ্ছে যানজট ৷ নাকাল হচ্ছে আমজনতা ৷ যানজট সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও ৷ জেলার অন্যান্য ব্লক থেকে সিভিক ভলান্টিয়ার আনিয়েও পরিস্থিতি সামলানো যাচ্ছে না ৷ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন মালদাবাসী ৷
আরও পড়ুন : যানজট এড়াতে শিলিগুড়িতে ঢুকবে না ভিনরাজ্যের বাস
মালদা শহরের অন্যতম ব্যস্ত এলাকা রথবাড়ি ৷ কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার 12 নম্বর জাতীয় সড়কও রথবাড়ি হয়েই গিয়েছে ৷ রথবাড়ি এলাকায় জাতীয় সড়কের সমান্তরালেই রয়েছে রেললাইন ৷ আন্ডারপাস তৈরির জন্য গত দেড় বছর ধরে বন্ধ রেলওয়ে ক্রসিং ৷ এই পরিস্থিতিতে মানিকচক কিংবা ইংরেজবাজারের পশ্চিম সীমা থেকে শহরের ঢোকার মূল রাস্তা ছিল রথবাড়ি উড়ালপুল ৷ অথচ, সংস্কারের জন্য গত 22 অগস্ট থেকে সেই উড়ালপুলও বন্ধ করে রেখেছে প্রশাসন ৷ বিকল্প হিসেবে কৃষ্ণপল্লি ও মালঞ্চপল্লির ছোট দু’টি আন্ডারপাস দিয়ে সাইকেল, মোটরবাইক, ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ৷ এছাড়া, চারচাকার ছোট ও বড় গাড়ি কিংবা অন্যান্য ভারী গাড়ি যাতায়াত করছে ঘুরপথে সাদুল্লাপুর হয়ে ৷
এই পরিস্থিতিতে প্রতিদিনই কৃষ্ণপল্লি ও মালঞ্চপল্লির আন্ডারপাসে প্রচণ্ড যানজট হচ্ছে ৷ আধঘণ্টার রাস্তা পেরোতে দেড় থেকে দু’ঘণ্টা সময় লাগছে ৷ মালদা শহরের বাসিন্দা অনিকেত সরকার ছাত্র ৷ তিনি বলেন, “ওপারে যেতে সমস্যা হচ্ছে ৷ ফ্লাইওভার ব্যবহার করা যাচ্ছে না ৷ আমাদের বাধ্য হয়েই কৃষ্ণপল্লি আন্ডারপাস দিয়ে যেতে হচ্ছে ৷ সকাল আটটা পর্যন্ত ওই রাস্তায় যানবাহন কম থাকলেও, অফিস টাইম শুরু হতেই যানজট দেখা দিচ্ছে ৷ যেখানে আগে 30 মিনিটে কাজ সেরে বাড়ি ফিরে আসা যেত ৷ এখন সেই কাজের জন্য দেড় ঘণ্টা থেকে দু’ঘণ্টা সময় লাগছে ৷’’
আরও পড়ুন : অবাধ্য শহরবাসীকে সবক শেখাতে রাস্তায় দাবাং...
মালদা ট্র্যাফিকের ওসি বিটুল পাল বলেন, “রথবাড়ি আন্ডারপাসের কাজ এখনও শেষ হয়নি ৷ এর মধ্যে প্রশাসন সংস্কারের জন্য ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে ৷ এতে খানিকটা যানজট হচ্ছে ৷ তবে যানচলাচলের গতি কমলেও তা বন্ধ হয়নি ৷ আমরা সমস্য়া মেটানোর চেষ্টা করছি ৷ ট্র্যাফিক কন্ট্রোলের জন্য বাইরে থেকে সিভিক ভলান্টিয়ার আনা হচ্ছে ৷’’