মালদা, 16 মার্চ : ইপিএফে সুদের হার কমানোর প্রতিবাদে আন্দোলনে নেমে পড়ল তৃণমূল । বুধবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল নেতৃত্ব (TMC Protests Against EPF Interest Rate) । শাসকদলের শ্রমিক সংগঠনের উদ্যোগেই এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গোটা পৃথিবীর অর্থনীতি ধাক্কা খেয়েছে । বিশ্ববাজারে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম । ভারতে এখনও পেট্রোপণ্যের দাম বাড়েনি বটে, কিন্তু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে । হেঁশেল সামলাতেই ঘাম ঝরছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তদের । এরই মধ্যে সম্প্রতি ইপিএফে সুদের হার কমিয়েছে কেন্দ্রীয় সরকার । তিনদিন আগেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার 8.5 শতাংশ থেকে কমিয়ে 8.1 শতাংশ করা হয়েছে, যা গত 45 বছরে সর্বনিম্ন । সম্ভবত যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি সামাল দিতেই এই সিদ্ধান্ত ।
আরও পড়ুন : বাণিজ্য সংক্রান্ত সমস্যা নিয়ে মালদায় ইন্দো-বাংলা বৈঠক
কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রথম থেকেই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি । ব্যতিক্রম নয় রাজ্যের শাসকদলও । তারই প্রেক্ষিতে আজ পুরাতন মালদার মঙ্গলবাড়িতে অবস্থান বিক্ষোভে শামিল হন তৃণমূলের নেতৃত্ব । এনিয়ে আইএনটিটিইউসির দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি বাপ্পা কর্মকার বলেন, “পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হতেই প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনব উপহার দিয়েছেন । ইপিএফে সুদের হার তিনি 8.5 শতাংশ থেকে কমিয়ে 8.1 শতাংশ করে দিয়েছেন । এতে পেনশনভোগীরা চরম সমস্যায় পড়েছেন । আমাদের দাবি, ইপিএফের সুদ অপরিবর্তিত রাখতে হবে। তার সঙ্গে পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের আর যাতে না বাড়ানো হয়, আমরা সেই দাবিও রাখছি ।”