ETV Bharat / state

মালদায় খুন তৃণমূল কর্মী, অভিযোগের তির কংগ্রেসের দিকে

মৃতের পরিবারের দাবি, জমি নিয়ে বিবাদের জেরে খুন । কিন্তু ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে তৃণমূল ও কংগ্রেসের চাপানউতর ৷ স্থানীয় তৃণমূলের অভিযোগ, কংগ্রেসই একাজ করেছে । অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 4, 2020, 1:14 PM IST

Updated : Jun 4, 2020, 1:47 PM IST

মালদা, 4 জুন : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আজ ভোরে ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর গ্রামে ৷ মৃতের নাম মোস্তাফা ৷ বয়স ৩০ বছর৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গুলি করে, বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে ছ'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ৷

মৃত মোস্তাফার আম্মা আখতারা বেওয়া বলেন, "দু’বছর আগে আমরা চার কাঠা জমি কিনেছিলাম ৷ তার মধ্যে এক কাঠা জমি বিক্রি করে দিয়েছিল ছেলে ৷ বাকি তিন কাঠা জমি নিয়ে ছেলের সঙ্গে বিরোধ দেখা দেয় গ্রামেরই হবিবুর রহমান, ইসলাম শেখ সহ বেশ কয়েকজনের সঙ্গে ৷ আজ সকালে ছেলে ঘুমিয়েই ছিল ৷ সেই সময় একটি বোমা ফাটে ৷ শব্দ পেয়ে বিষয়টি দেখতে ছেলে ঘুম থেকে উঠে দরজার কাছে যায় ৷ এরপর সে বাথরুমে যাচ্ছিল ৷ তখনই তাকে ধরে ফেলে একজন ৷ বাকি চার থেকে পাঁচ জন হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল ৷ ওরা আমার ছেলেকে টানতে টানতে রাস্তার দিকে নিয়ে যায় ৷ ভয়ে আমি বাইরে যেতে পারিনি ৷ ছাদের উপর উঠে যাই ৷ দেখি, ওরা আমার ছেলেকে হাঁসুয়া দিয়ে কোপাচ্ছে ৷ ছেলে মাটিতে পড়ে যায় ৷ তখনই বোমা ফাটার আওয়াজ পাই ৷ কিছুক্ষণ পর ওরা সেখান থেকে চলে যায় ৷ দেখি ছেলে মারা গেছে ৷ জমি নিয়ে গণ্ডগোলের জন্যই ওরা আমার ছেলেকে খুন করেছে ৷"

স্থানীয় বাসিন্দা মাসিদুর রহমান বলেন, "এই জমি নিয়েই গত দু’মাস ধরে মোস্তাফার সঙ্গে হবিবুরদের চরম বিবাদ চলছিল ৷ হবিবুররা সবাই কংগ্রেস করে ৷ মোস্তাফা তৃণমূল করত ৷ গতকাল রাতেও গ্রামের মাতব্বররা এই জমি বিবাদ দুই পক্ষের সঙ্গে কথা বলে ৷ ঝামেলার মীমাংসা করে দেওয়া হবে বলে জানিয়েছিল অনেকে ৷ কিন্তু আজ ভোরে হবিবুররা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মোস্তাফাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে, গুলি ও বোমা মেরে খুন করে ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গেছিল ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ আমরা চাই, এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হোক ৷”

দেখুন কী বলছেন স্থানীয়রা

ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে তৃণমূল ও কংগ্রেসের চাপানউতর ৷ তৃণমূলের মালদা জেলা কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন, “আমাদের কাছে খবর এসেছে, চন্দ্রপাড়া এলাকায় আমাদের এক কর্মীকে কংগ্রেস কর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে ৷ দলের জেলা সভানেত্রী মৌসম নুর বিষয়টি দেখছেন ৷ আমরা এই নিয়ে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি ৷ এই ঘটনায় যে বা যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আবেদন জানাচ্ছি ৷ দল নিহত ওই কর্মীর পরিবারের পাশে রয়েছে ৷” যদিও এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলে মন্তব্য করেছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক আলবেরুণি জুলকারনাইন ৷ তিনি বলেন, “এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে ৷ আমরা খোঁজ নিয়ে দেখেছি, নিহতের পরিবারের সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল ৷ সেই বিরোধ নিয়ে আগেও থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ স্থানীয়দের কাছ থেকে আরও জানতে পেরেছি, যে ছেলেটি মারা গেছে, সে বোমা হাতে দৌড়চ্ছিল ৷ রাস্তায় পড়ে যাওয়ায় বোমা ফেটে তার মৃত্যু হয় ৷ কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানি না ৷ সেটা তদন্তসাপেক্ষ ৷ তবে এই ঘটনায় রাজনীতির কোনও বিষয় নেই ৷ শুধুমাত্র রাজনৈতিক কারণে শাসকদল এই ঘটনার সঙ্গে কংগ্রেসের নাম জড়াচ্ছে ৷”

মালদা, 4 জুন : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ আজ ভোরে ঘটনাটি ঘটেছে চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের জানিপুর গ্রামে ৷ মৃতের নাম মোস্তাফা ৷ বয়স ৩০ বছর৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গুলি করে, বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থান থেকে মৃতদেহ উদ্ধার করেছে চাঁচল থানার পুলিশ ৷ শুরু হয়েছে তদন্ত ৷ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে ছ'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর ৷

মৃত মোস্তাফার আম্মা আখতারা বেওয়া বলেন, "দু’বছর আগে আমরা চার কাঠা জমি কিনেছিলাম ৷ তার মধ্যে এক কাঠা জমি বিক্রি করে দিয়েছিল ছেলে ৷ বাকি তিন কাঠা জমি নিয়ে ছেলের সঙ্গে বিরোধ দেখা দেয় গ্রামেরই হবিবুর রহমান, ইসলাম শেখ সহ বেশ কয়েকজনের সঙ্গে ৷ আজ সকালে ছেলে ঘুমিয়েই ছিল ৷ সেই সময় একটি বোমা ফাটে ৷ শব্দ পেয়ে বিষয়টি দেখতে ছেলে ঘুম থেকে উঠে দরজার কাছে যায় ৷ এরপর সে বাথরুমে যাচ্ছিল ৷ তখনই তাকে ধরে ফেলে একজন ৷ বাকি চার থেকে পাঁচ জন হাতে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল ৷ ওরা আমার ছেলেকে টানতে টানতে রাস্তার দিকে নিয়ে যায় ৷ ভয়ে আমি বাইরে যেতে পারিনি ৷ ছাদের উপর উঠে যাই ৷ দেখি, ওরা আমার ছেলেকে হাঁসুয়া দিয়ে কোপাচ্ছে ৷ ছেলে মাটিতে পড়ে যায় ৷ তখনই বোমা ফাটার আওয়াজ পাই ৷ কিছুক্ষণ পর ওরা সেখান থেকে চলে যায় ৷ দেখি ছেলে মারা গেছে ৷ জমি নিয়ে গণ্ডগোলের জন্যই ওরা আমার ছেলেকে খুন করেছে ৷"

স্থানীয় বাসিন্দা মাসিদুর রহমান বলেন, "এই জমি নিয়েই গত দু’মাস ধরে মোস্তাফার সঙ্গে হবিবুরদের চরম বিবাদ চলছিল ৷ হবিবুররা সবাই কংগ্রেস করে ৷ মোস্তাফা তৃণমূল করত ৷ গতকাল রাতেও গ্রামের মাতব্বররা এই জমি বিবাদ দুই পক্ষের সঙ্গে কথা বলে ৷ ঝামেলার মীমাংসা করে দেওয়া হবে বলে জানিয়েছিল অনেকে ৷ কিন্তু আজ ভোরে হবিবুররা বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মোস্তাফাকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে, গুলি ও বোমা মেরে খুন করে ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় গেছিল ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ আমরা চাই, এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হোক ৷”

দেখুন কী বলছেন স্থানীয়রা

ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে তৃণমূল ও কংগ্রেসের চাপানউতর ৷ তৃণমূলের মালদা জেলা কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন, “আমাদের কাছে খবর এসেছে, চন্দ্রপাড়া এলাকায় আমাদের এক কর্মীকে কংগ্রেস কর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করেছে ৷ দলের জেলা সভানেত্রী মৌসম নুর বিষয়টি দেখছেন ৷ আমরা এই নিয়ে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলছি ৷ এই ঘটনায় যে বা যারা দোষী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে আবেদন জানাচ্ছি ৷ দল নিহত ওই কর্মীর পরিবারের পাশে রয়েছে ৷” যদিও এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলে মন্তব্য করেছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক আলবেরুণি জুলকারনাইন ৷ তিনি বলেন, “এই ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে ৷ আমরা খোঁজ নিয়ে দেখেছি, নিহতের পরিবারের সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই পারিবারিক বিরোধ ছিল ৷ সেই বিরোধ নিয়ে আগেও থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ স্থানীয়দের কাছ থেকে আরও জানতে পেরেছি, যে ছেলেটি মারা গেছে, সে বোমা হাতে দৌড়চ্ছিল ৷ রাস্তায় পড়ে যাওয়ায় বোমা ফেটে তার মৃত্যু হয় ৷ কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানি না ৷ সেটা তদন্তসাপেক্ষ ৷ তবে এই ঘটনায় রাজনীতির কোনও বিষয় নেই ৷ শুধুমাত্র রাজনৈতিক কারণে শাসকদল এই ঘটনার সঙ্গে কংগ্রেসের নাম জড়াচ্ছে ৷”

Last Updated : Jun 4, 2020, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.