ETV Bharat / state

মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

মালদার ইংরেজবাজারে গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ৷ ঘটনার পিছনে রাজনৈতিক অভিসন্ধি নাকি ব্যক্তিগত কারণ ? উত্তর খুঁজছে পুলিশ ৷

মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা
মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা
author img

By

Published : Jul 12, 2021, 10:11 AM IST

মালদা, 12 জুলাই : গুলিবিদ্ধ হলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি । রবিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের শোভানগর বাস স্ট্যান্ডে ৷ আহত অবস্থায় 52 বছরের নেপাল চৌধুরী নামে ওই তৃণমূল নেতাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ৷

প্রাক্তন অঞ্চল সভাপতি নেপাল চৌধুরীর বাড়ি ইংরেজবাজারের শোভানগরে । রবিবার সন্ধেয় তিনি শোভানগর বাস স্ট্যান্ডে থাকাকালীন দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটরবাইকে এসে তাঁকে গুলি করে চলে যায় । নেপালবাবুর কোমরের পাশে গুলি লাগায় চিৎকার করে ওঠেন । আওয়াজ শুনে স্থানীয় দু'জন যুবক তড়িঘড়ি তাঁকে মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেলে স্থানান্তরিত করেন । খবর পেয়ে মালদা মেডিকেলে আসেন ইংরেজবাজার থানার আইসি আশিস দাস ।

আরও পড়ুন : পুরুলিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

স্থানীয় এক বাসিন্দা আনবিক ঝা বলেন, “শোভানগর স্ট্যান্ডে একটি কালিমন্দিরের সামনে আমরা বসেছিলাম । হঠাৎ একটা শব্দ ৷ প্রথমে আমরা ভেবেছিলাম কোথাও সাইকেলের টায়ার ফেটেছে । তারপর দেখি নেপালদা কোমরে হাত দিয়ে এগিয়ে যাচ্ছে । পাশে একজন বলে ওঠে গুলি করেছে । আমাদের মধ্যে একজন দেখে গুলি করে দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে মানিকচকের দিকে পালিয়ে যায় । ওরা দুজন ছিল । নেপালবাবু তৃণমূলের সমর্থক । জমিজমার ব্যবসাও রয়েছে তাঁর ৷ তবে কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি ৷”

মালদা, 12 জুলাই : গুলিবিদ্ধ হলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি । রবিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের শোভানগর বাস স্ট্যান্ডে ৷ আহত অবস্থায় 52 বছরের নেপাল চৌধুরী নামে ওই তৃণমূল নেতাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ৷

প্রাক্তন অঞ্চল সভাপতি নেপাল চৌধুরীর বাড়ি ইংরেজবাজারের শোভানগরে । রবিবার সন্ধেয় তিনি শোভানগর বাস স্ট্যান্ডে থাকাকালীন দুজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মোটরবাইকে এসে তাঁকে গুলি করে চলে যায় । নেপালবাবুর কোমরের পাশে গুলি লাগায় চিৎকার করে ওঠেন । আওয়াজ শুনে স্থানীয় দু'জন যুবক তড়িঘড়ি তাঁকে মিলকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেলে স্থানান্তরিত করেন । খবর পেয়ে মালদা মেডিকেলে আসেন ইংরেজবাজার থানার আইসি আশিস দাস ।

আরও পড়ুন : পুরুলিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

স্থানীয় এক বাসিন্দা আনবিক ঝা বলেন, “শোভানগর স্ট্যান্ডে একটি কালিমন্দিরের সামনে আমরা বসেছিলাম । হঠাৎ একটা শব্দ ৷ প্রথমে আমরা ভেবেছিলাম কোথাও সাইকেলের টায়ার ফেটেছে । তারপর দেখি নেপালদা কোমরে হাত দিয়ে এগিয়ে যাচ্ছে । পাশে একজন বলে ওঠে গুলি করেছে । আমাদের মধ্যে একজন দেখে গুলি করে দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে মানিকচকের দিকে পালিয়ে যায় । ওরা দুজন ছিল । নেপালবাবু তৃণমূলের সমর্থক । জমিজমার ব্যবসাও রয়েছে তাঁর ৷ তবে কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.