মালদা, 15 মে : কোরোনা সংক্রমণ রুখতে বারবার সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলা হচ্ছে । স্বাস্থ্য় বিভাগ থেকে শুরু করে প্রশাসনের তরফে নানা সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে । এর মাঝেই আজ কালিয়াচকে ফিতে কেটে বিনামূল্যের বাজার উদ্বোধন করলেন এক তৃণমূল নেতা ৷ কিন্তু কোনওরকম সামাজিক দূরত্ব বা প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলা হল না সেখানে । সমালোচনায় সরব হয়েছেন এলাকার বাসিন্দারা । যদিও পরে ভুল স্বীকার করে নেন সফিকুল ইসলাম নামে এই তৃণমূল নেতা ।
সম্প্রতি কালিয়াচকের এক পরিযায়ী শ্রমিকের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । তারপরই এলাকার মানুষ আরও আতঙ্কিত । এরই মধ্যে আজ মোথাবাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে বিনামূল্যের বাজার উদ্বোধন করেন কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম ৷ কিন্তু কোনওরকম সামাজিক দূরত্ব মেনে চলা হয়নি । অধিকাংশের মুখে মাস্কও ছিল না ৷ সবচেয়ে বড় বিষয় অনুষ্ঠানে উপস্থিত ছিল পুলিশকর্মীরাও । ঘটনা নিয়ে ইতিমধ্যেই ক্ষুব্ধ এলাকার একাংশ ।
কোরোনা পরিস্থিতিতে এধরনের কাজ যে ঠিক হয়নি, তা স্বীকার করে নিয়েছেন সফিকুল ইসলাম ৷ তিনি বলেন, "রমজান মাসে মানুষের ঘরে খাবার নেই ৷ কয়েকজন মানুষ কোনওরকমে চাল-আলু জোগাড় করতে পারলেও অন্য জিনিসপত্র সংগ্রহ করতে পারছেন না ৷ অনেকের আবার চাল-আলুও নেই ৷ তাই আমি মানুষের পেটে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ৷ তাড়াহুড়ো করে আয়োজন করার জন্য এই ভুল হয়েছে ৷ ভবিষ্যতে যাতে এই পরিস্থিতি তৈরি না হয়, তার দিকে নজর রাখা হবে ৷"
মৌসম নুর বলেন, "বিষয়টি আমার জানা নেই ৷ তবে এমন ঘটনা ঘটে থাকলে তা ঠিক হয়নি ৷ একজন জনপ্রতিনিধির কাছ থেকে এটা আশা করা যায় না ৷ আমি এনিয়ে সফিকুল ইসলামের সঙ্গে কথা বলব ৷" সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরি বলেন, "এখন মানুষের জীবন বাঁচানোর কাজকেই প্রাধান্য দেওয়া উচিত ৷ রাজনীতি করার সুযোগ অনেক পাওয়া যাবে ৷ কিন্তু একজন জনপ্রতিনিধি সরকারি নির্দেশিকা উড়িয়ে এভাবে রাজনীতি করলে মানুষ কী শিক্ষা নেবে? সফিকুল সাহেবকে আমি বলতে চাই, এখন রাজনীতি দূরে সরিয়ে রেখে মানুষকে বাঁচানোর জন্য যেন কাজ করেন তিনি ৷"