ETV Bharat / state

TMC leader files fir over selfie with pistol contro : পিস্তল হাতে ছবি, দলীয় নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল নেত্রীর

পিস্তল হাতে ছবি হঠাৎ ভাইরাল (TMC leader's selfie with Pistol goes viral on social media) হওয়াতেই বিপাকে পড়েন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি ৷ তবে তাঁর দাবি, ছবিটি এক বছর পুরোনো ৷ আর তাতেই পিস্তলটি যার ও ছবিটি যিনি তুলেছিলেন সেই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল নেত্রী ৷

malda viral incident
পিস্তল হাতে ছবি ভাইরাল হওয়ার ঘটনায় দলীয় নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সভানেত্রী
author img

By

Published : Dec 8, 2021, 7:48 AM IST

মালদা, 8 ডিসেম্বর : সরকারি দফতরে পিস্তল হাতে ছবি ভাইরাল হওয়ার ঘটনায় (TMC leader selfie with Pistol goes viral on social media) পুলিশে অভিযোগ দায়ের করলেন পুরাতন মালদা (malda news) পঞ্চায়েত সমিতির সভানেত্রী এবং জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি । এই ঘটনায় দলেরই নেতা মুকলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ মুকলেসুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী । এনিয়ে সাইবার ক্রাইমেও অভিযোগ জানাতে চলেছেন তৃণমূল নেত্রী ।

এই বিষয়ে মৃণালিনীদেবী বলেন, "ছবিটি এক বছরের পুরোনো । একদিন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী মুকলেসুর রহমান ওই লাইটার পিস্তলটি আমার দফতরে নিয়ে আসেন । সেখানে তখন আরও অনেকে ছিলেন । এটা কোনও আগ্নেয়াস্ত্র নয় । এটা একটা খেলনা লাইটার । 600-700 টাকায় বাজারে পাওয়া যায় । তিনি এই লাইটার প্রতিদিনই ব্লকে নিয়ে আসতেন । আমার চেম্বারে জিনিসটা দেখানোর পর আমি হাতে নিই । সেদিন তিনিই ছবি তোলেন । এখন কেন তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন তা জানি না । সম্ভবত ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য তিনি এই কাজ করেছেন । আমি মুকলেসুর রহমানের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছি । এ নিয়ে আমি সাইবার ক্রাইমেও অভিযোগ জানাব । যেহেতু আমি তফশিলি জাতিভুক্ত হয়ে ভাল জায়গায় রয়েছি, তাই দলের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই তিনি এই কাজ করেছেন ।"

পিস্তল হাতে ছবি ভাইরাল হওয়ার ঘটনায় দলীয় নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সভানেত্রী

এই ঘটনায় মৃণালিনীদেবীর পাশেই রয়েছেন পুরাতন মালদা ব্লক তৃণমূলের সহ-সভাপতি বিদ্যুৎ ঘোষাল । তিনি বলেন, "এটা একটা বিদেশি লাইটার । মুকলেসুর রহমান সেটা নিয়ে এসেছিলেন । কৌতূহলবশত পঞ্চায়েত সমিতির সভানেত্রী লাইটারটি হাতে নেওয়ার পর সেই ছবি তোলেন মুকলেসুর । আজ হঠাৎ দেখতে পাচ্ছি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে । কিন্তু এই ঘটনাটা এক বছর আগের । এটা বিজেপির ষড়যন্ত্র । বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমাদের দখলে থাকা পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে বদনাম করতেই এই কাজ করা হয়েছে । সেকারণেই মুখ্যমন্ত্রী যে সময় মালদায় রয়েছেন, ঠিক সেই সময় ছবিটি ভাইরাল করা হল । এ নিয়ে পুলিশের পাশাপাশি দলীয়ভাবেও আমরা তদন্ত করছি । দল এক্ষেত্রে নিশ্চয় সঠিক সিদ্ধান্ত নেবে ।"

তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই মুকলেসুর রহমান অবশ্য এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ৷ এদিকে, এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর আজ মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে না-যাওয়ার জন্য মৃণালিনীকে দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : TMC leader‘s selfie with Pistol : সরকারি চেয়ারে বসে পিস্তল হাতে সেলফি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল নেত্রী

মালদা, 8 ডিসেম্বর : সরকারি দফতরে পিস্তল হাতে ছবি ভাইরাল হওয়ার ঘটনায় (TMC leader selfie with Pistol goes viral on social media) পুলিশে অভিযোগ দায়ের করলেন পুরাতন মালদা (malda news) পঞ্চায়েত সমিতির সভানেত্রী এবং জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি । এই ঘটনায় দলেরই নেতা মুকলেসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ মুকলেসুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী । এনিয়ে সাইবার ক্রাইমেও অভিযোগ জানাতে চলেছেন তৃণমূল নেত্রী ।

এই বিষয়ে মৃণালিনীদেবী বলেন, "ছবিটি এক বছরের পুরোনো । একদিন পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষের স্বামী মুকলেসুর রহমান ওই লাইটার পিস্তলটি আমার দফতরে নিয়ে আসেন । সেখানে তখন আরও অনেকে ছিলেন । এটা কোনও আগ্নেয়াস্ত্র নয় । এটা একটা খেলনা লাইটার । 600-700 টাকায় বাজারে পাওয়া যায় । তিনি এই লাইটার প্রতিদিনই ব্লকে নিয়ে আসতেন । আমার চেম্বারে জিনিসটা দেখানোর পর আমি হাতে নিই । সেদিন তিনিই ছবি তোলেন । এখন কেন তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন তা জানি না । সম্ভবত ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য তিনি এই কাজ করেছেন । আমি মুকলেসুর রহমানের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করেছি । এ নিয়ে আমি সাইবার ক্রাইমেও অভিযোগ জানাব । যেহেতু আমি তফশিলি জাতিভুক্ত হয়ে ভাল জায়গায় রয়েছি, তাই দলের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই তিনি এই কাজ করেছেন ।"

পিস্তল হাতে ছবি ভাইরাল হওয়ার ঘটনায় দলীয় নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সভানেত্রী

এই ঘটনায় মৃণালিনীদেবীর পাশেই রয়েছেন পুরাতন মালদা ব্লক তৃণমূলের সহ-সভাপতি বিদ্যুৎ ঘোষাল । তিনি বলেন, "এটা একটা বিদেশি লাইটার । মুকলেসুর রহমান সেটা নিয়ে এসেছিলেন । কৌতূহলবশত পঞ্চায়েত সমিতির সভানেত্রী লাইটারটি হাতে নেওয়ার পর সেই ছবি তোলেন মুকলেসুর । আজ হঠাৎ দেখতে পাচ্ছি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে । কিন্তু এই ঘটনাটা এক বছর আগের । এটা বিজেপির ষড়যন্ত্র । বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমাদের দখলে থাকা পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে বদনাম করতেই এই কাজ করা হয়েছে । সেকারণেই মুখ্যমন্ত্রী যে সময় মালদায় রয়েছেন, ঠিক সেই সময় ছবিটি ভাইরাল করা হল । এ নিয়ে পুলিশের পাশাপাশি দলীয়ভাবেও আমরা তদন্ত করছি । দল এক্ষেত্রে নিশ্চয় সঠিক সিদ্ধান্ত নেবে ।"

তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই মুকলেসুর রহমান অবশ্য এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি ৷ এদিকে, এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর আজ মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে না-যাওয়ার জন্য মৃণালিনীকে দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : TMC leader‘s selfie with Pistol : সরকারি চেয়ারে বসে পিস্তল হাতে সেলফি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূল নেত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.