ETV Bharat / state

Water Canal Controversy: বেআইনি ভাবে ক্য়ানেল ভরাটের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে - সরকারি ক্যানেল

সরকারি ক্যানেল বুজিয়ে দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ৷ ক্ষোভ গ্রামবাসী ও শাসকদলের প্রতিনিধিদের মধ্যেও ৷

Etv Bharat
ক্য়ানেল ভরাটের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
author img

By

Published : May 9, 2023, 11:09 PM IST

ক্য়ানেল ভরাটের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

মালদা, 9 মে: একদিকে যখন জেলাশাসক মালদা শহরের জলাভূমি রক্ষা করতে পদক্ষেপ করছেন, ঠিক সেই সময় সরকারি জলাভূমি ভরাট করার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামী উমর ফারুকের বিরুদ্ধে ৷ যিনি হরিশ্চন্দ্রপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার ৷ বিষয়টি নজরে আসতেই ক্ষুদ্ধ এলাকাবাসী ৷ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শাসকদলের পঞ্চায়েত সমিতির অন্য়ান্য সদস্যরাও ৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের শরণপুর গ্রামের ৷

শরণপুর গ্রামের যে জলাভূমি নিয়ে বিতর্ক, সেটি আসলে একটি ক্যানেল ৷ এই ক্যানেলই গ্রামের নিকাশি ব্যবস্থার একমাত্র ভরসা ৷ অভিযোগ, রাতের অন্ধকারে সেই ক্যানেল ভরাট করছেন হরিশ্চন্দ্রপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার উমর ফারুক ৷ তিনি আবার স্থানীয় পঞ্চায়েত সদস্যা ফারহানা রহমানের স্বামী ৷ প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে এলাকায় পরিচিত উমর ৷ তাঁর বিরুদ্ধেই ক্যানেল ভরাটের অভিযোগ এনেছেন এলাকার মানুষজন ৷ তাঁদের বক্তব্য, এই ক্যানেল ভরাট করলে যেমন গ্রামের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে, তেমনই চাষের কাজ ক্ষতিগ্রস্ত হবে ৷

এই প্রসঙ্গেই এলাকার বাসিন্দা প্রকাশচন্দ্র মণ্ডল বলেন, এই ক্যানেলটি পঞ্চায়েতের ৷ ওই ক্যানেল ভরাট করা হচ্ছে ৷ গ্রামের পঞ্চায়েত সদস্যা ফারহানা রহমানের স্বামী উমর ফারুক এই কাজ করছে ৷ ক্যানালের ধারে সে জমি কিনেছে ৷ ওই জমিকে সামনে রেখেই সে ক্যানাল ভরাট করছে ৷ ফারুক সিভিক ভলান্টিয়ার ৷ তবে ও একা এই কাজ করতে পারবে না ৷ ওর পিছনে আরও মাথা আছে ৷ তৃণমূলের নেতারা এখানে আসুন ৷ তাঁরা কী করবেন করুন ৷ নইলে আমরা অন্য ব্যবস্থা নেব ৷"

এই ইস্যুতে গ্রামবাসীদের পাশেই রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ধর্মা মণ্ডল ৷ তিনি জানান, ক্যানেলটি গ্রামের অনেক পুরনো সম্পত্তি ৷ এই জলাধার থেকেই চাষের জন্য জল পাওয়া যায় ৷ এটি গ্রামের নিকাশির একমাত্র ব্যবস্থা ৷ সেটি এখন ভরাট করছে ফারুক ৷ গ্রামবাসীরা সরকারি জমি কিছুতেই ভরাট করতে দিতে চাইছেন না ৷ এই কাজে ফারুককে কে বা কারা মদত দিচ্ছে, সেটা আমরা দেখতে চান গ্রামবাসীরা ৷ এখানে রাজনীতির কিছু নেই ৷ ফারুক যেমন তৃণমূল করে করুক ৷ এই ক্যানেল বন্ধ হয়ে গেলে এলাকার হাজার হাজার বিঘা জমির চাষ নষ্ট হয়ে যাবে ৷ পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকেও বিষয়টিও জানানো হয়েছে ৷ প্রয়োজনে প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন গ্রামবাসীরা ৷

এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে আড়াল করতে কসুর করেননি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান ৷ এমনকী তিনি গোটা ঘটনাকে মিথ্যে বলেও উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, "এমন কোনও ঘটনাই ঘটেনি ৷ পুরোটা ভিত্তিহীন ৷ এটা বিরোধীদের চক্রান্ত ৷ রাজনৈতিক জমি হারিয়ে তৃণমূলকে বদনাম করতে কংগ্রেস-সিপিএম মিলে এই কাজ করেছে ৷ আমি এই বিষয়ে ওর সঙ্গে কথাও বলছি ৷"

আরও পড়ুন: পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় জমি কেনা নিয়ে ক্রেতাদের সতর্ক করতে উদ্যোগী পরিবেশ দফতর

প্রসঙ্গত, মালদা শহরের চাতরা বিল রক্ষা করতে জেলাশাসক 5টি মৌজার জমি কেনাবেচা বন্ধের নির্দেশিকা জারি করেছেন ৷ এই বিল বাঁচাতে গ্রিন ট্রাইবুনালে মামলা করেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত ৷ সেই সময় শাসকদলের মদতে হরিশ্চন্দ্রপুরে ক্যানেল ভরাটের চেষ্টা করেন ৷ যা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে বড়সড় সমস্যায় ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ক্য়ানেল ভরাটের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

মালদা, 9 মে: একদিকে যখন জেলাশাসক মালদা শহরের জলাভূমি রক্ষা করতে পদক্ষেপ করছেন, ঠিক সেই সময় সরকারি জলাভূমি ভরাট করার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যার স্বামী উমর ফারুকের বিরুদ্ধে ৷ যিনি হরিশ্চন্দ্রপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার ৷ বিষয়টি নজরে আসতেই ক্ষুদ্ধ এলাকাবাসী ৷ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শাসকদলের পঞ্চায়েত সমিতির অন্য়ান্য সদস্যরাও ৷ ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের শরণপুর গ্রামের ৷

শরণপুর গ্রামের যে জলাভূমি নিয়ে বিতর্ক, সেটি আসলে একটি ক্যানেল ৷ এই ক্যানেলই গ্রামের নিকাশি ব্যবস্থার একমাত্র ভরসা ৷ অভিযোগ, রাতের অন্ধকারে সেই ক্যানেল ভরাট করছেন হরিশ্চন্দ্রপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার উমর ফারুক ৷ তিনি আবার স্থানীয় পঞ্চায়েত সদস্যা ফারহানা রহমানের স্বামী ৷ প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে এলাকায় পরিচিত উমর ৷ তাঁর বিরুদ্ধেই ক্যানেল ভরাটের অভিযোগ এনেছেন এলাকার মানুষজন ৷ তাঁদের বক্তব্য, এই ক্যানেল ভরাট করলে যেমন গ্রামের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে, তেমনই চাষের কাজ ক্ষতিগ্রস্ত হবে ৷

এই প্রসঙ্গেই এলাকার বাসিন্দা প্রকাশচন্দ্র মণ্ডল বলেন, এই ক্যানেলটি পঞ্চায়েতের ৷ ওই ক্যানেল ভরাট করা হচ্ছে ৷ গ্রামের পঞ্চায়েত সদস্যা ফারহানা রহমানের স্বামী উমর ফারুক এই কাজ করছে ৷ ক্যানালের ধারে সে জমি কিনেছে ৷ ওই জমিকে সামনে রেখেই সে ক্যানাল ভরাট করছে ৷ ফারুক সিভিক ভলান্টিয়ার ৷ তবে ও একা এই কাজ করতে পারবে না ৷ ওর পিছনে আরও মাথা আছে ৷ তৃণমূলের নেতারা এখানে আসুন ৷ তাঁরা কী করবেন করুন ৷ নইলে আমরা অন্য ব্যবস্থা নেব ৷"

এই ইস্যুতে গ্রামবাসীদের পাশেই রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য ধর্মা মণ্ডল ৷ তিনি জানান, ক্যানেলটি গ্রামের অনেক পুরনো সম্পত্তি ৷ এই জলাধার থেকেই চাষের জন্য জল পাওয়া যায় ৷ এটি গ্রামের নিকাশির একমাত্র ব্যবস্থা ৷ সেটি এখন ভরাট করছে ফারুক ৷ গ্রামবাসীরা সরকারি জমি কিছুতেই ভরাট করতে দিতে চাইছেন না ৷ এই কাজে ফারুককে কে বা কারা মদত দিচ্ছে, সেটা আমরা দেখতে চান গ্রামবাসীরা ৷ এখানে রাজনীতির কিছু নেই ৷ ফারুক যেমন তৃণমূল করে করুক ৷ এই ক্যানেল বন্ধ হয়ে গেলে এলাকার হাজার হাজার বিঘা জমির চাষ নষ্ট হয়ে যাবে ৷ পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানকেও বিষয়টিও জানানো হয়েছে ৷ প্রয়োজনে প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন গ্রামবাসীরা ৷

এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে আড়াল করতে কসুর করেননি তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্মু রহমান ৷ এমনকী তিনি গোটা ঘটনাকে মিথ্যে বলেও উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর বক্তব্য, "এমন কোনও ঘটনাই ঘটেনি ৷ পুরোটা ভিত্তিহীন ৷ এটা বিরোধীদের চক্রান্ত ৷ রাজনৈতিক জমি হারিয়ে তৃণমূলকে বদনাম করতে কংগ্রেস-সিপিএম মিলে এই কাজ করেছে ৷ আমি এই বিষয়ে ওর সঙ্গে কথাও বলছি ৷"

আরও পড়ুন: পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় জমি কেনা নিয়ে ক্রেতাদের সতর্ক করতে উদ্যোগী পরিবেশ দফতর

প্রসঙ্গত, মালদা শহরের চাতরা বিল রক্ষা করতে জেলাশাসক 5টি মৌজার জমি কেনাবেচা বন্ধের নির্দেশিকা জারি করেছেন ৷ এই বিল বাঁচাতে গ্রিন ট্রাইবুনালে মামলা করেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত ৷ সেই সময় শাসকদলের মদতে হরিশ্চন্দ্রপুরে ক্যানেল ভরাটের চেষ্টা করেন ৷ যা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদলকে বড়সড় সমস্যায় ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.