ETV Bharat / state

TMC Inner Clash: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ! বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত 2, আহত 4 - মালদা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মানিকচকের গোপালপুর । বোমা বানাতে গিয়ে তা ফেটে মৃত্যু হল দু'জনের ৷ আহত হয়েছে চারজন (TMC Inner Clash Two Dead in Bomb Blast) ৷

TMC Inner Clash
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
author img

By

Published : Jul 17, 2022, 9:48 AM IST

Updated : Jul 17, 2022, 1:17 PM IST

মানিকচক (মালদা), 17 জুলাই: তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলায় ফের উত্তপ্ত মানিকচকের গোপালপুর । এলাকার একটি আমবাগানে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির (TMC Inner Clash Two Dead in Bomb Blast)। আহত হয়েছে চারজন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে গিয়েছে বিশাল পুলিশবাহিনী । বেশ কিছুদিন ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ছিল গোপালপুর । এর আগেও একাধিকবার সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলেরই একটি গোষ্ঠী বোমা বাঁধছিল । রবিবার ভোরে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় মানিকচক থানার পুলিশ । ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন । মৃতদের নাম সফিকুল ইসলাম (32) ও ফরজান শেখ (37) । আহত চারজনের মধ্যে একজন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন : জগদ্দলে শুটআউটের ঘটনায় আটক 1

মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ব্যক্তির স্ত্রী আজমিরা বিবি বলেন, "সইফুদ্দিন প্রধান গতকাল রাতে আমার স্বামীকে বোমা বানাতে নিয়ে গিয়েছিল । আমি ওকে বারণ করেছিলাম । কিন্তু আমার কথা না শুনেই ও বোমা বানাতে চলে যায় । খোট্টাটোলার মাঠে ওরা 4-5 জন বোমা বানাচ্ছিল । আজ ভোরে হঠাৎ সেখানে বিস্ফোরণ হয় । তাতে দু’জন মারা গিয়েছে । আমার স্বামীর হাত উড়ে গিয়েছে ।"

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

এই ঘটনা নিয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে । একই এলাকায় বারবার সংঘর্ষের ঘটনা ঘটলেও পুলিশ কেন সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেনি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা । মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও সেখানে কীভাবে বোমা বানানো কিংবা মজুত রাখা হচ্ছে, প্রশ্ন রয়েছে তা নিয়েও । তবে কী তৃণমূলের চাপেই পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারছে না ? এনিয়ে অবশ্য এখনও পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এলাকায় গিয়েছে পুলিশের বম্ব স্কোয়াড ।

মানিকচক (মালদা), 17 জুলাই: তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলায় ফের উত্তপ্ত মানিকচকের গোপালপুর । এলাকার একটি আমবাগানে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির (TMC Inner Clash Two Dead in Bomb Blast)। আহত হয়েছে চারজন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে গিয়েছে বিশাল পুলিশবাহিনী । বেশ কিছুদিন ধরেই এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ছিল গোপালপুর । এর আগেও একাধিকবার সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলেরই একটি গোষ্ঠী বোমা বাঁধছিল । রবিবার ভোরে হঠাৎ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় মানিকচক থানার পুলিশ । ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন । মৃতদের নাম সফিকুল ইসলাম (32) ও ফরজান শেখ (37) । আহত চারজনের মধ্যে একজন মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ।

আরও পড়ুন : জগদ্দলে শুটআউটের ঘটনায় আটক 1

মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ব্যক্তির স্ত্রী আজমিরা বিবি বলেন, "সইফুদ্দিন প্রধান গতকাল রাতে আমার স্বামীকে বোমা বানাতে নিয়ে গিয়েছিল । আমি ওকে বারণ করেছিলাম । কিন্তু আমার কথা না শুনেই ও বোমা বানাতে চলে যায় । খোট্টাটোলার মাঠে ওরা 4-5 জন বোমা বানাচ্ছিল । আজ ভোরে হঠাৎ সেখানে বিস্ফোরণ হয় । তাতে দু’জন মারা গিয়েছে । আমার স্বামীর হাত উড়ে গিয়েছে ।"

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

এই ঘটনা নিয়ে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে । একই এলাকায় বারবার সংঘর্ষের ঘটনা ঘটলেও পুলিশ কেন সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেনি তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা । মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও সেখানে কীভাবে বোমা বানানো কিংবা মজুত রাখা হচ্ছে, প্রশ্ন রয়েছে তা নিয়েও । তবে কী তৃণমূলের চাপেই পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারছে না ? এনিয়ে অবশ্য এখনও পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এলাকায় গিয়েছে পুলিশের বম্ব স্কোয়াড ।

Last Updated : Jul 17, 2022, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.