ETV Bharat / state

Panchayat Board Formation: বিরোধ ভুলে রতুয়া গ্রাম পঞ্চায়েতে 'রামধনু' বোর্ড

মালদা রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েত গঠনে যেন এক বৃন্তে দু'টি কুসুম ৷ বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের ভেদাভেদ ভুলে পঞ্চায়েতে মিলিত বোর্ড গঠন তৃণমূল ও বিজেপির ৷ সমর্থনে এগিয়ে এলেন কংগ্রেস ও সিপিএমের সদস্য়রাও ৷

Etv Bharat
রামধনু বোর্ড গ্রাম পঞ্চায়েতে
author img

By

Published : Aug 10, 2023, 9:32 PM IST

অন্যরকম গ্রাম পঞ্চায়েত গঠন আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতে

মালদা, 10 অগস্ট: রাজনৈতিক রঙের ভেদাভেদ ভুলে অন্যরকম গ্রাম পঞ্চায়েত গঠনের সাক্ষী থাকল মালদা রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েত ৷ প্রধান চার দল তৃণমূল, বিজেপি, কংগ্রেস আর সিপিআইএমের সমর্থিত ভোট পেয়ে তৈরি হল পঞ্চায়েত বোর্ড ৷ নির্বাচিত হয়েছেন তৃণমূলের প্রধান ও বিজেপির উপপ্রধান ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা মৈত্রির নজির তৈরি করেছে ৷ তবে এই মৈত্রী কতটা বৃহত্তর পরিসরে প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

নব্য নির্বাচিত প্রধান মহিতুন খাতুন বিবি বলেন, "তৃণমূলের সদস্য হিসাবে আমি প্রধান নির্বাচিত হয়েছি ৷ আমাকে 12 জন সদস্য সমর্থন করেছেন ৷ তার মধ্যে তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস, এই চার দলেরই সদস্য রয়েছেন ৷ অবশ্য আমার বিরুদ্ধে তৃণমূলেরই একজন প্রার্থী হয়েছিলেন ৷ কিন্তু তিনি হেরে গিয়েছেন ৷ এখানে উপপ্রধান হয়েছেন বিজেপির এক সদস্য ৷ কিন্তু এতে কাজ করতে কোনও অসুবিধে হবে না ৷ আমরা একসঙ্গেই থাকব ৷ প্রতিটি দলের সদস্যদের সমর্থন পেয়েছি ৷"

অন্যদিকে, নির্বাচিত উপপ্রধান ববিতা ঝা মিশ্র বলেন, "তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস, চার দলের সদস্যদের সমর্থনেই আমি উপপ্রধান নির্বাচিত হয়েছি ৷ তৃণমূলের দু’জন আমাকে সমর্থন করেছেন ৷ তৃণমূলের সঙ্গে বিজেপির কোথায় কী বিরোধ আমরা জানি না ৷ ওসব মাথা থেকে সরিয়ে মানুষের কাজ করার জন্য আমরা এখানে একজোট হয়েছি ৷ আমরা মানুষকে সুস্থ পঞ্চায়েত প্রশাসন উপহার দিতে চাই ৷ এখানে তৃণমূলের সদস্য প্রধান নির্বাচিত হয়েছেন ৷ কিন্তু তাতে কাজ করার কোনও সমস্যা হবে না ৷"

তবে ঘটনা অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল ও বিজেপি শিবিরে ৷ তৃণমূলের জেলা সহসভাপতি শুভময় বসুর বক্তব্য, "গ্রাম পঞ্চায়েত স্তরে গোটা রাজ্যে আমরা অনেক ধরনের রামধনু জোট দেখছি ৷ কংগ্রেস, সিপিআইএম আর বিজেপি অনেক জায়গায় একজোট হয়ে বোর্ড গড়ছে ৷ আড়াইডাঙায় উপপ্রধান হওয়া, বিজেপির সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন কি না, সেটা ব্লক সভাপতি জানেন ৷ তবে উপপ্রধান যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন, তবেই তাঁদের দলে মান্যতা দেওয়া হবে ৷ নচেৎ নয় ৷ আমরা খবর পাচ্ছি, বিরোধী দলগুলির কোন্দলে তাদের সদস্যরা একে ওকে সমর্থন করছেন ৷ রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় আমাদের দলের জেলা চেয়ারম্যান ৷ তাঁকে বিষয়টি দেখতে বলা হয়েছে ৷ তবে নীচুতলার রাজনীতিতে অনেক স্বার্থ কাজ করে ৷ আগেও তা দেখা গিয়েছে ৷ এ নিয়ে সমরবাবুর রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি আরও ভালো জানা যাবে ৷"

অন্যদিকে, বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি জানান, পঞ্চায়েত স্তরে বিজেপির পরিষ্কার নির্দেশ রয়েছে, বিজেপির কাছে কংগ্রেস, তৃণমূল কিংবা সিপিআইএম, সবাই এক ৷ পঞ্চায়েত ভোট এলাকার উন্নয়নের নিরিখে অনুষ্ঠিত হয় ৷ এখানে নীতিগত কোনও বিষয় থাকে না ৷ এলাকার উন্নয়নের জন্য কোথাও কোথাও স্থানীয় স্তরে কার্যকর্তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন ৷ তবুও এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, আগামিদিনে পার্টি তা চিন্তা করবে ৷"

আরও পড়ুন: কেন্দ্রে বিজেপি বিরোধী জোট, পঞ্চায়েতে বোর্ড করতে গেরুয়া শিবিরকে সমর্থন বামেদের !

এবারের নির্বাচনে 23 আসনবিশিষ্ট আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ন’টি, বিজেপি পাঁচটি, কংগ্রেস পাঁচটি ও সিপিআইএম চারটি আসনে জয়লাভ করে ৷ ফলে পঞ্চায়েতে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয় ৷ ভোটের ফল প্রকাশের পর থেকেই পঞ্চায়েতের দখল নিতে সব শিবিরে অংকের হিসাব শুরু হয়ে যায় ৷ অন্য দল ভাঙানোর তৎপরতা বাড়ে ৷ শেষ পর্যন্ত এই পঞ্চায়েতে মিলিজুলি প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়েছে ৷ প্রধান হয়েছেন ঘাসফুল শিবিরের মহিতুন খাতুন বিবি৷ উপপ্রধান হয়েছেন পদ্ম শিবিরের ববিতা ঝা মিশ্র ৷

অন্যরকম গ্রাম পঞ্চায়েত গঠন আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতে

মালদা, 10 অগস্ট: রাজনৈতিক রঙের ভেদাভেদ ভুলে অন্যরকম গ্রাম পঞ্চায়েত গঠনের সাক্ষী থাকল মালদা রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েত ৷ প্রধান চার দল তৃণমূল, বিজেপি, কংগ্রেস আর সিপিআইএমের সমর্থিত ভোট পেয়ে তৈরি হল পঞ্চায়েত বোর্ড ৷ নির্বাচিত হয়েছেন তৃণমূলের প্রধান ও বিজেপির উপপ্রধান ৷ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা মৈত্রির নজির তৈরি করেছে ৷ তবে এই মৈত্রী কতটা বৃহত্তর পরিসরে প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

নব্য নির্বাচিত প্রধান মহিতুন খাতুন বিবি বলেন, "তৃণমূলের সদস্য হিসাবে আমি প্রধান নির্বাচিত হয়েছি ৷ আমাকে 12 জন সদস্য সমর্থন করেছেন ৷ তার মধ্যে তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস, এই চার দলেরই সদস্য রয়েছেন ৷ অবশ্য আমার বিরুদ্ধে তৃণমূলেরই একজন প্রার্থী হয়েছিলেন ৷ কিন্তু তিনি হেরে গিয়েছেন ৷ এখানে উপপ্রধান হয়েছেন বিজেপির এক সদস্য ৷ কিন্তু এতে কাজ করতে কোনও অসুবিধে হবে না ৷ আমরা একসঙ্গেই থাকব ৷ প্রতিটি দলের সদস্যদের সমর্থন পেয়েছি ৷"

অন্যদিকে, নির্বাচিত উপপ্রধান ববিতা ঝা মিশ্র বলেন, "তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস, চার দলের সদস্যদের সমর্থনেই আমি উপপ্রধান নির্বাচিত হয়েছি ৷ তৃণমূলের দু’জন আমাকে সমর্থন করেছেন ৷ তৃণমূলের সঙ্গে বিজেপির কোথায় কী বিরোধ আমরা জানি না ৷ ওসব মাথা থেকে সরিয়ে মানুষের কাজ করার জন্য আমরা এখানে একজোট হয়েছি ৷ আমরা মানুষকে সুস্থ পঞ্চায়েত প্রশাসন উপহার দিতে চাই ৷ এখানে তৃণমূলের সদস্য প্রধান নির্বাচিত হয়েছেন ৷ কিন্তু তাতে কাজ করার কোনও সমস্যা হবে না ৷"

তবে ঘটনা অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল ও বিজেপি শিবিরে ৷ তৃণমূলের জেলা সহসভাপতি শুভময় বসুর বক্তব্য, "গ্রাম পঞ্চায়েত স্তরে গোটা রাজ্যে আমরা অনেক ধরনের রামধনু জোট দেখছি ৷ কংগ্রেস, সিপিআইএম আর বিজেপি অনেক জায়গায় একজোট হয়ে বোর্ড গড়ছে ৷ আড়াইডাঙায় উপপ্রধান হওয়া, বিজেপির সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন কি না, সেটা ব্লক সভাপতি জানেন ৷ তবে উপপ্রধান যদি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন, তবেই তাঁদের দলে মান্যতা দেওয়া হবে ৷ নচেৎ নয় ৷ আমরা খবর পাচ্ছি, বিরোধী দলগুলির কোন্দলে তাদের সদস্যরা একে ওকে সমর্থন করছেন ৷ রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় আমাদের দলের জেলা চেয়ারম্যান ৷ তাঁকে বিষয়টি দেখতে বলা হয়েছে ৷ তবে নীচুতলার রাজনীতিতে অনেক স্বার্থ কাজ করে ৷ আগেও তা দেখা গিয়েছে ৷ এ নিয়ে সমরবাবুর রিপোর্ট পাওয়া গেলে বিষয়টি আরও ভালো জানা যাবে ৷"

অন্যদিকে, বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি জানান, পঞ্চায়েত স্তরে বিজেপির পরিষ্কার নির্দেশ রয়েছে, বিজেপির কাছে কংগ্রেস, তৃণমূল কিংবা সিপিআইএম, সবাই এক ৷ পঞ্চায়েত ভোট এলাকার উন্নয়নের নিরিখে অনুষ্ঠিত হয় ৷ এখানে নীতিগত কোনও বিষয় থাকে না ৷ এলাকার উন্নয়নের জন্য কোথাও কোথাও স্থানীয় স্তরে কার্যকর্তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন ৷ তবুও এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, আগামিদিনে পার্টি তা চিন্তা করবে ৷"

আরও পড়ুন: কেন্দ্রে বিজেপি বিরোধী জোট, পঞ্চায়েতে বোর্ড করতে গেরুয়া শিবিরকে সমর্থন বামেদের !

এবারের নির্বাচনে 23 আসনবিশিষ্ট আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ন’টি, বিজেপি পাঁচটি, কংগ্রেস পাঁচটি ও সিপিআইএম চারটি আসনে জয়লাভ করে ৷ ফলে পঞ্চায়েতে ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হয় ৷ ভোটের ফল প্রকাশের পর থেকেই পঞ্চায়েতের দখল নিতে সব শিবিরে অংকের হিসাব শুরু হয়ে যায় ৷ অন্য দল ভাঙানোর তৎপরতা বাড়ে ৷ শেষ পর্যন্ত এই পঞ্চায়েতে মিলিজুলি প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়েছে ৷ প্রধান হয়েছেন ঘাসফুল শিবিরের মহিতুন খাতুন বিবি৷ উপপ্রধান হয়েছেন পদ্ম শিবিরের ববিতা ঝা মিশ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.