মালদা, 19 জুন: দলীয় প্রার্থীকে অপহরণের চেষ্টার অভিযোগে মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল কংগ্রেস ৷ সোমবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ওই এলাকায় শান্তি বজায় রাখতে দলের তরফে পুলিশকে ডেপুটেশনও দেয় কংগ্রেস নেতৃত্ব ৷
ঘটনাটি ঘটেছিল 17 জুন রাতে ৷ অভিযোগ, পুলিশের মদতে কংগ্রেসের দুই গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে গ্রাম থেকে অপহরণের চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ ওই দুই প্রার্থীর বাড়ি স্থানীয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলা গ্রামে ৷ তাঁদের নাম তাবজুল শেখ ও সালমা জাহান ৷ তাঁরা বালুটোলার দুটি বুথে কংগ্রেসের হয়ে মনোনয়ন দাখিল করেছেন ৷ যদিও গ্রামবাসীদের তৎপরতায় দুষ্কৃতীরা তাদের উদ্দেশ্য সফল করতে পারেনি ৷ সেই রাতে ওই দুষ্কৃতীরা ফের গ্রামে চড়াও হয় বলে অভিযোগ ৷ তারা গ্রামের সাতটি বাড়িতে ভাঙচুর চালায় ৷ রবিবার সকালে চাউর হয়ে যায়, সালমা ও তাবজুলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷
যদিও এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়, বেআইনি অস্ত্র মজুত রাখার দায়ে পুলিশ বালুটোলা গ্রাম থেকে এক ব্যক্তিকে ধরে থানায় নিয়ে আসছিল ৷ স্থানীয় লোকজন পুলিশের হাত থেকে ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয় ৷ সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে আটক করা হয় ৷ এই ঘটনার প্রেক্ষিতে আজ মানিকচক থানা ঘেরাও করে বাম-কংগ্রেস ৷ নেতৃত্বে ছিলেন এলাকার সাংসদ তথা জেলা কংগ্রেসের সভাপতি আবু হাসেম খান চৌধুরী ৷ বিক্ষোভে অংশ নেন দু’দলের একাধিক নেতা ৷ পরিস্থিতি সামাল দিতে তৈরি ছিল বিশাল পুলিশ বাহিনী ৷
আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার করার চাপ, বিজেপি প্রার্থীর ভাইকে অপহরণে অভিযুক্ত তৃণমূল
এ নিয়ে জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা মানিকচকের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম বলেন, "গত 17 জুন রাত পৌনে 10টা নাগাদ গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালুটোলার কংগ্রেস প্রার্থী তাবজুল ও সালমা জাহানকে অপহরণ করার চেষ্টা করা হচ্ছিল ৷ এলাকার মানুষ এর প্রতিবাদ করে ৷ তার কিছুক্ষণ পরেই তৃণমূলের হার্মাদরা ওই এলাকায় আমাদের প্রার্থীদের বাড়ি ভাঙচুর করে ৷ প্রতিটি বাড়িতে লুঠপাট চালানো হয় ৷ আমরা সঙ্গে সঙ্গে ঘটনাটি মানিকচক থানায় জানাই ৷ পুলিশ গ্রামে যায় ৷"
মোত্তাকিনের বক্তব্য, যারা তাঁদের প্রার্থীদের উপর হামলা করেছে, বাড়ি ভাঙচুর করেছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে ৷ এই ঘটনায় পুলিশ কংগ্রেসের এক কর্মী সাইফুদ্দিনকে গ্রেফতার করেছে ৷ তাঁকে কী কারণে গ্রেফতার করা হল, তা জানতে আজ তাঁরা থানায় এসেছিলেন বলে জানান তিনি ৷ এ নিয়ে কংগ্রেস একটি ডেপুটেশনও দিয়েছে ৷
আরও পড়ুন: প্রার্থীদের হুমকি ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদ, বিজেপির পথ অবরোধ
মোত্তাকিন বলেন, "তৃণমূলকে বলতে চাই, ভয়ের কী আছে ! হিম্মত থাকলে লড়াই হোক না ! আমরা জবাব দিতে তৈরি আছি ৷ চোরের মতো রাতে গ্রামে হামলা চালালে আমরাও ছেড়ে কথা বলব না ৷ তৃণমূল তো কথায় কথায় বলে, ওরা উন্নয়ন করেছে ৷ তাহলে মানুষকে দেখে এত ভয় কেন? আসলে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে ৷ মানুষ এদের প্রত্যাখ্যান করেছে ৷ তাই ওরা এসব করছে ৷ ওরা যদি ভাবে, এবারও ওরা আঠারোর পুনরাবৃত্তি করবে, সেটা কিন্তু এবার মানুষ হতে দেব না ৷ আজ আমরা আইসির সঙ্গে দেখা করেছি ৷ এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছি ৷"