ETV Bharat / state

ডাকাতির আগেই গ্রেফতার তিন দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র - গ্রেফতার

পুলিশের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির ছক ৷ ঘটনায় গ্রেফতার তিন ৷ উদ্ধার অস্ত্র ৷ মালদার চাঁচল থানা এলাকার ঘটনা ৷

Three miscreants arrested before the robbery, weapons recovered in Malda
ডাকাতির আগেই গ্রেফতার তিন দুষ্কৃতী, উদ্ধার অস্ত্র
author img

By

Published : Jun 24, 2021, 7:27 PM IST

মালদা, 24 জুন : গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় ডাকাতির ছক বানচাল করে দিল মালদার চাঁচল থানার পুলিশ ৷ এই ঘটনায় আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র-সহ তিনজনকে গ্রেফতারও করেছে তারা ৷ ধৃতরা হল সুরজিৎ লালা (26), রুবেল শেখ (22) ও আবদুল মান্নান (40) ৷

বৃহস্পতিবার ভোররাতের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশের একটি দল চাঁচল ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হানা দেয় ৷ নির্দিষ্ট তথ্য অনুযায়ী, ওই এলাকায় কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ৷ পুলিশকে আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে তারা ৷

আরও পড়ুন : ১ লক্ষ ৪৫ হাজার টাকার জালনোট উদ্ধার মালদায়, গ্রেফতার চার

এরপর সন্দেহভাজনদের তাড়া করে তাদের মধ্যে তিনজনকে ধরে ফেলে পুলিশ ৷ অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও কয়েকজন ৷ তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি ধারাল অস্ত্র ও দুটি লোহার রড ৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি নম্বর প্লেটহীন মোটরবাইকও উদ্ধার করে পুলিশ ৷

Three miscreants arrested before the robbery, weapons recovered in Malda
উদ্ধার হওয়া অস্ত্র ৷

আরও পড়ুন : Crime in Malda : বাবার টাকা হাতাতে অপহরণের নাটক ছেলের, অপরাধের সিরিজ মালদায়

চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুরজিৎ লালা (26), রুবেল শেখ (22) ও আবদুল মান্নান (40) ৷ সুরজিৎ ও রুবেল কালিয়াচকের বাসিন্দা ৷ আবদুলের বাড়ি চাঁচলের মতিহারপুরে ৷ সুরজিৎ ও রুবেল এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত ৷

আরও পড়ুন : Kaliachak Murder Case: আরিফ মহম্মদ ও তাঁর মামাকে আদালতে পেশ, নেওয়া হবে গোপন জবানবন্দি

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই জমায়েত করেছিল। ধৃতরা তাদের সঙ্গীদের নামও পুলিশকে জানিয়েছে ৷ তাদের পাকড়াও করতে শুরু হয়েছে তল্লাশি ৷

মালদা, 24 জুন : গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় ডাকাতির ছক বানচাল করে দিল মালদার চাঁচল থানার পুলিশ ৷ এই ঘটনায় আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র-সহ তিনজনকে গ্রেফতারও করেছে তারা ৷ ধৃতরা হল সুরজিৎ লালা (26), রুবেল শেখ (22) ও আবদুল মান্নান (40) ৷

বৃহস্পতিবার ভোররাতের ঘটনা ৷ গোপন সূত্রে খবর পেয়ে চাঁচল থানার পুলিশের একটি দল চাঁচল ফুটবল স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হানা দেয় ৷ নির্দিষ্ট তথ্য অনুযায়ী, ওই এলাকায় কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ৷ পুলিশকে আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে তারা ৷

আরও পড়ুন : ১ লক্ষ ৪৫ হাজার টাকার জালনোট উদ্ধার মালদায়, গ্রেফতার চার

এরপর সন্দেহভাজনদের তাড়া করে তাদের মধ্যে তিনজনকে ধরে ফেলে পুলিশ ৷ অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও কয়েকজন ৷ তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি ধারাল অস্ত্র ও দুটি লোহার রড ৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি নম্বর প্লেটহীন মোটরবাইকও উদ্ধার করে পুলিশ ৷

Three miscreants arrested before the robbery, weapons recovered in Malda
উদ্ধার হওয়া অস্ত্র ৷

আরও পড়ুন : Crime in Malda : বাবার টাকা হাতাতে অপহরণের নাটক ছেলের, অপরাধের সিরিজ মালদায়

চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুরজিৎ লালা (26), রুবেল শেখ (22) ও আবদুল মান্নান (40) ৷ সুরজিৎ ও রুবেল কালিয়াচকের বাসিন্দা ৷ আবদুলের বাড়ি চাঁচলের মতিহারপুরে ৷ সুরজিৎ ও রুবেল এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত ৷

আরও পড়ুন : Kaliachak Murder Case: আরিফ মহম্মদ ও তাঁর মামাকে আদালতে পেশ, নেওয়া হবে গোপন জবানবন্দি

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই জমায়েত করেছিল। ধৃতরা তাদের সঙ্গীদের নামও পুলিশকে জানিয়েছে ৷ তাদের পাকড়াও করতে শুরু হয়েছে তল্লাশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.