ETV Bharat / state

Fire in Malda: ইংরেজবাজারে অগ্নিকাণ্ড, পুড়ে খাক একই পরিবারের তিনটি বাড়ি - three houses of one family burnt into ashes

মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মীভূত তিনটি বাড়ি (Three houses burnt into ashes) ৷ কয়েকলক্ষ টাকার ক্ষতি হয়েছে ৷ তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে ৷

Fire in Malda
মালদায় ভস্মীভূত একই পরিবারের তিনটি বাড়ি
author img

By

Published : Jan 22, 2023, 4:26 PM IST

ইংরেজবাজারে পুড়ে খাক একই পরিবারের তিনটি বাড়ি

মালদা, 22 জানুয়ারি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত একই পরিবারের তিনটি বাড়ি। এই ঘটনায় হতাহতের কোনও খবর না-থাকলেও নগদ টাকা-সহ লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ওই পরিবারের (Three houses burnt into ashes) ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজারের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রবিবার সকালেও এলাকার লোকজন কাজে বেরিয়ে গিয়েছিলেন। সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা সঞ্জীব সরকারের বাড়িতে আগুন জ্বলতে দেখেন । নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে তাঁর ভাই ও মায়ের বাড়িতে । খবর দেওয়া হয় দমকলে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন । প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তারমধ্যে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বাড়ি ।

আরও পড়ুন: বাড়িতে আগুন, প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ মহিলার

দমকলকর্মীদের অনুমান বাড়িতে কোনও শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । একই অনুমান করছেন স্থানীয় বাসিন্দারাও । এই প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা অহমল সরকার বলেন, "সকালে বাড়িতে কেউ ছিল না । সকলে বাইরে কাজে গিয়েছিল । হঠাৎ সকাল সাড়ে আটটা নাগাদ ইলেকট্রিক শর্ট সার্কিট হয় বাড়িতে ৷ আগুন ধরে যায় । নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দু'টি বাড়িতেও । বিষয়টি স্থানীয় বাসিন্দাদের প্রথম নজরে আসে । খবর দেওয়া হয় দমকলে । দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে । যতদূর শুনতে পেলাম বাড়িতে নগদ কুড়ি হাজার টাকা ছিল । আড়াই-তিন ভরি সোনা ছিল । আমরা ওই পরিবারগুলির সরকারি সাহায্যের দাবি করছি । বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷ "

ইংরেজবাজারে পুড়ে খাক একই পরিবারের তিনটি বাড়ি

মালদা, 22 জানুয়ারি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত একই পরিবারের তিনটি বাড়ি। এই ঘটনায় হতাহতের কোনও খবর না-থাকলেও নগদ টাকা-সহ লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি ওই পরিবারের (Three houses burnt into ashes) ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজারের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর গ্রামে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো রবিবার সকালেও এলাকার লোকজন কাজে বেরিয়ে গিয়েছিলেন। সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয় বাসিন্দারা সঞ্জীব সরকারের বাড়িতে আগুন জ্বলতে দেখেন । নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে তাঁর ভাই ও মায়ের বাড়িতে । খবর দেওয়া হয় দমকলে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন । প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । তারমধ্যে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বাড়ি ।

আরও পড়ুন: বাড়িতে আগুন, প্রাণ বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ মহিলার

দমকলকর্মীদের অনুমান বাড়িতে কোনও শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । একই অনুমান করছেন স্থানীয় বাসিন্দারাও । এই প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা অহমল সরকার বলেন, "সকালে বাড়িতে কেউ ছিল না । সকলে বাইরে কাজে গিয়েছিল । হঠাৎ সকাল সাড়ে আটটা নাগাদ ইলেকট্রিক শর্ট সার্কিট হয় বাড়িতে ৷ আগুন ধরে যায় । নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দু'টি বাড়িতেও । বিষয়টি স্থানীয় বাসিন্দাদের প্রথম নজরে আসে । খবর দেওয়া হয় দমকলে । দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণে তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে । যতদূর শুনতে পেলাম বাড়িতে নগদ কুড়ি হাজার টাকা ছিল । আড়াই-তিন ভরি সোনা ছিল । আমরা ওই পরিবারগুলির সরকারি সাহায্যের দাবি করছি । বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.