মালদা, 5 মে : 68 লাখ টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতদের গতকাল বৈষ্ণবনগর থানার অন্তর্গত মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷
গোপনসূত্রে খবর পেয়ে সোমবার রাতে বৈষ্ণবনগরের 18 মাইল এলাকায় তিন ব্যক্তির কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ভরতি তিনটি জার উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ওই তিনটি জার থেকে 1 লক্ষ 70 হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷ ধৃত তিনজনের নাম সাহেব শেখ, এনামুল হক ও গোলাম মুরতাজা (রাজু)। তাদের বয়স যথাক্রমে 48, 41, 38 বছর ৷ ধৃতরা সকলেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট এবং ধৃত তিনজনকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফ।
বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছেন ধৃতদের গতকাল 10 দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতরা মালদার সীমান্ত এলাকা দিয়ে উদ্ধার হওয়া 68 লাখ টাকার ট্যাবলেট বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল ৷