মালদা, 2 এপ্রিল: কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউনের আজ নবম দিন ৷ যদিও মালদাকে দেখে তা বোঝার উপায় নেই । সকাল সকাল ভিড় উপচে পড়ছে বাজারগুলিতে ৷ বিশেষত, মুখ্যমন্ত্রীর নির্দেশে বিনামূল্যে রেশন দেওয়া শুরু হতেই সেই ভিড় আরও বেড়েছে । প্রতিটি রেশন দোকানের সামনে লম্বা লাইন ৷ কড়া রোদে চক-দণ্ডীতে দাঁড়াচ্ছেন না কেউ ৷ সেখানে ব্যাগ রেখে সবাই মিলে ছায়ায় বসে আরাম করছেন । অন্যদিকে দিনভর রাস্তাঘাটেও বেরিয়েছেন অনেকেই । এমনকী বিকেলে পাড়ায় পাড়ায় মহিলাদের ভিড় ৷ এর মধ্যেই মানুষকে সচেতন করার চেষ্টা করছে পুলিশ ৷ ভোর থেকে মাঝরাত পর্যন্ত এলাকায় এলাকায় টহল দিচ্ছেন পুলিশকর্মীরা ৷ সকলকে ঘরে থাকার আবেদন জানাচ্ছেন ৷ কখনও গান্ধিগিরি, কখনও বা কড়া ভাষায় বোঝাচ্ছেন ৷
এদিকে বাজারেও চক-দণ্ডী মানছেন না অনেকেই । পুলিশ সুপারের সঙ্গে রাস্তায় নেমে মানুষকে সচেতন করছেন জেলাশাসক নিজে ৷ তবু কাজের কাজ হয়নি ৷ আজও সকাল 11টা নাগাদ নেতাজি পৌর মার্কেট খালি করতে হয়েছে পুলিশকে ৷ একই কারণে শহরজুড়ে টহল দিতে হচ্ছে পুলিশিকর্মীদের ৷
তবে, সমস্যা বেড়েছে বিনামূল্যে রেশন বিলি শুরু হওয়ার পরই ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে গতকাল থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিনামূল্যে রেশন সামগ্রী বণ্টন ৷ লকডাউনের বাজারে সেই খাদ্যসামগ্রী সংগ্রহ করতে ভোর থেকেই রেশন দোকানগুলিতে ভিড় করছেন গ্রাহকরা ৷