মালদা, 25 সেপ্টেম্বর : নেশার তাগিদে মাদকের জোগাড় করতে চোরের উপদ্রব বাড়ছে পুরাতন মালদায় ৷ প্রায় প্রতিদিনই এলাকার বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে ৷ গতকাল এক চোরকে হাতেনাতে ধরার পর ফের আজ ভোরে এক যুবক চুরি করতে গিয়ে ধরা পড়ল ৷ যদিও স্থানীয়দের মারধরের পরেও সুযোগ বুঝে পালাতে সক্ষম হয় ওই যুবক । ঘটনাটি ঘটেছে মালদার নলডুবিতে ।
স্থানীয়দের অভিযোগ, নেশার টাকা জোগাড় করতেই প্রায়শই চুরি করত ওই যুবক । বেশ কিছুদিন ধরে পুরাতন মালদায় 34 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লরি থেকে বিভিন্ন জিনিস চুরি হচ্ছিল ৷ সপ্তাহখানেক আগে সেখানে দাঁড়িয়ে থাকা উত্তরপ্রদেশের জাহানাবাদের একটি কন্টেনার থেকে চুরি যায় 11 হাজার টাকার একটি স্মার্টফোন, চার্জার, হেডফোন ইত্যাদি ৷ ওই কন্টেনারের চালক হাসান বলেন, “সেই ঘটনার পর থেকে চোর ধরার ফাঁদ পারতে আমি রোজ একই জায়গায় লরি পার্ক করতাম এবং লরির দরজাও খুলে রাখতাম । সেই ফাঁদে পা দিয়েই আজ ভোরে লরি থেকে জ্যাক চুরির চেষ্টার সময় ওই যুবককে হাতেনাতে ধরে ফেলি ।"
স্থানীয়দের অভিযোগ, এর আগেও চুরি করতে গিয়ে ধরা পড়েছিল ওই যুবক ৷ সেই সময় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল ৷ আজ ফের চুরি করতে গিয়ে ধরা পড়ে সে ৷ এলাকার মানুষজন তাকে মারধরও করে ৷ সেই সময় মালদা থানার পুলিশের একটি গাড়ি ঘটনাস্থান দিয়ে যাচ্ছিল ৷ সবাই ছেলেটিকে পুলিশের হাতে তুলে দিতে চায় ৷ কিন্তু পুলিশ তাকে না নিয়ে চলে যায় ৷ পরে সুযোগ বুঝে ছেলেটি পালিয়ে যায়৷”
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক ব্রাউন সুগারের নেশায় আশক্ত ৷ দিনে কয়েকবার সে নেশা করে ৷ নেশার টাকা জোগাড়ের জন্যই সে চুরিতে হাত পাকিয়েছে ৷ মঙ্গলবাড়ি রেলগেট থেকে নলডুবি পর্যন্ত এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ধারে পার্কিং করে রাখা লরিগুলিকেই নিশানা করে সে ৷
স্থানীয়দের অভিযোগ, পুরাতন মালদাজুড়ে মাদক ব্যবসা জমে উঠেছে ৷ শুধু ছেলেরা নয়, এই নেশার কবলে পড়ছে মেয়েরাও ৷ এর আগে একাধিকবার মাদক বিক্রেতাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ কিন্তু এলাকায় মাদক ব্যবসা বন্ধ করতে পুলিশের কোনও ভূমিকা নেই ৷ যদিও মালদা থানার পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে পুলিশি নজরদারি বজায় রয়েছে ৷ তবে পুজোর আগে কিছু চুরির ঘটনার কথা শোনা যাচ্ছে৷ এসব ছিঁচকে চোরদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷