মালদা, 16 জুন : প্রায় দেড় বছর ধরে প্রাণের ঝুঁকি নিয়ে চলছিল রেললাইন পারাপার । অবশেষে শহরবাসীকে খুশির খবর দিলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার । বুধবার তিনি জানিয়ে দেন, পুজোর আগেই চালু হবে শহরের ব্যস্ততম এলাকা রথবাড়ি আন্ডারপাস ।
মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় । এই রথবাড়ি মোড়ের এক দিক দিয়ে চলে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক । অন্য দুই দিক দিয়ে গিয়েছে মালদা টাউন স্টেশন ও মালদা জেলা আদালত যাওয়ার রাস্তা । শহরের ব্যস্ততম এলাকার পাশেই পাশেই রয়েছে রেলওয়ে ক্রসিং । রেলওয়ে ক্রসিং বন্ধ থাকায়, যানজটের ঘটনা ছিল নিত্যদিনের । শুধু তাই নয়, রেললাইন ক্রসিং পারাপার করতে গিয়ে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে । কয়েকদিন আগেও রেলালাইন পারাপার করতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির ।
দীর্ঘদিন ধরে রথবাড়ি রেললাইন ক্রসিংয়ে আন্ডারপাসের দাবি উঠছিল । অবশেষে বছর দেড়েক আগে রথবাড়িতে আন্ডারপাসের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ । ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের জন্য যাতায়াত বন্ধ করে দেওয়া হয় । তারপরেও প্রাণের ঝুঁকি নিয়ে চলছে রেললাইন পারাপার । এদিকে, ছয় থেকে আট মাসের মধ্যেই আন্ডারপাস নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল । কিন্তু বাধা হয়ে দাঁড়াল প্রকৃতি । একদিকে বর্ষা, অন্যদিকে করোনা । এরপর করোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি হওয়ায় থমকে যায় আন্ডারপাস নির্মাণে কাজ ৷
এরই মধ্যে বর্ষার আগমণে, আন্ডারপাস নির্মাণের জন্য খোড়া জায়গায় জল জমে যায় । লকডাউন শিথিল হতেই কাজে নামল রেল কর্তৃপক্ষ । কিন্তু তাতেও কাজের গতি আনা যায়নি । অবশেষে আন্ডারপাস নির্মাণের কাজ শেষ হতে চলেছে । পুজোর আগেই চালু হয়ে যাবে রথবাড়ি আন্ডারপাস । আজ একথা জানিয়ে দিলেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার ।
আরও পড়ুন : বুধবার মালদা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনছে তৃণমূল
যতীন্দ্র কুমার তিনি বলেন, “রথবাড়ি আন্ডারপাসের কাজ চলছে । পঞ্চাশ শতাংশ কাজ হয়ে গিয়েছে । আশা করা যাচ্ছে জুলাইয়ের মধ্যে আন্ডারপাসের কাজ শেষ হয়ে যাবে । সমস্ত রাস্তার সঙ্গে যোগ করে অক্টোবর-নভেম্বরে আন্ডারপাস সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ।”