ETV Bharat / state

মালদা শহরে ছটপুজোর প্রস্তুতিতে খুশি স্থানীয়রা - Malda

মালদায় দুর্গাপুজোর পর ছটপুজোতেই সবচেয়ে বেশি মানুষ অংশ নেয় । এই জেলায় প্রচুর অবাঙালির বাস । তাঁদের হাত ধরে এই পুজো ঢুকে পড়েছে বাঙালির অন্দরমহলেও । মালদা শহরের লাখ খানেক মানুষ এই পুজোয় সরাসরি অংশ নেয় ।

Malda
মালদায় ছটপুজো
author img

By

Published : Nov 18, 2020, 5:17 PM IST

মালদা, 18 নভেম্বর : দুর্গা কিংবা কালীপুজো নয়, এবার ছটপুজোর ব্যবস্থাপনা নিয়ে চিন্তায় ইংরেজবাজার পৌরসভা । দুর্গাপুজোর সময় মহানন্দায় প্রচুর জল থাকায় কীভাবে এই পুজোর ব্যবস্থা করা যাবে তা নিয়ে পৌরসভায় একাধিক বৈঠকও হয়েছে । যদিও শেষ পর্যন্ত আলোচনাতেই সমস্যার সমাধান উঠে আসে । ইতিমধ্যে মালদা শহরে মহানন্দার 18টি ঘাটেই পুজোর ব্যবস্থাপনা শুরু করেছে পৌর কর্তৃপক্ষ । প্রতিদিন সেই কাজ পরিদর্শনে ঘাটে যাচ্ছেন পৌরসভার প্রশাসক সহ বিদায়ি কাউন্সিলররা । পৌরসভার ব্যবস্থাপনায় খুশি ছট উপাসকরাও ।

মালদায় দুর্গাপুজোর পর ছটপুজোতেই সবচেয়ে বেশি মানুষ অংশ নেয় । এই জেলায় প্রচুর অবাঙালির বাস । তাঁদের হাত ধরে এই পুজো ঢুকে পড়েছে বাঙালির অন্দরমহলেও । মালদা শহরের লাখ খানেক মানুষ এই পুজোয় সরাসরি অংশ নেয় । প্রতি বছর সেই সংখ্যাটা আরও বাড়ছে । পুজো দেখতে দু'দিন মানুষের ঢল নামে ঘাটগুলোতে । প্রথম দিন বিকেল ও পরদিন ভোরে মহানন্দার ধারে ভিড় জমায় কয়েক লাখ মানুষ । কোরোনা আবহে এবার কীভাবে সেই ভিড় নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন । তবে, সংক্রমণ রুখতে পৌরসভার পক্ষ থেকে প্রতিটি ঘাটে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক নীহাররঞ্জন ঘোষ ।

এপ্রসঙ্গে এদিন নীহারবাবু বলেন, "ছটপুজোর জন্য আমরা মালদা শহরের 18টি নদীঘাটেই কাজ শুরু করেছি । এখানকার ছট উপাসকরা সবাই মহানন্দায় পুজো করেন । কয়েকদিন আগেও নদীতে জল বেশি ছিল । জল দ্রুত নামতে থাকায় প্রতিটি ঘাটে কাদা জমে রয়েছে । ফলে যন্ত্র দিয়ে কাজ করা যাচ্ছে না । আমরা শ্রমিক নিয়োগ করে ইটভাটার বর্জ্য সেখানে ফেলছি । এতে কাদা চাপা দেওয়া সম্ভব হচ্ছে । যাঁরা পুজো করবেন, তাঁদের পুজোর ডালা রাখতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য নদীর ধারে বাঁশের মাচা বসিয়ে দেওয়া হচ্ছে । প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলো এবং স্যানিটাইজা়রের ব্যবস্থা করা হয়েছে । মালদা শহরে প্রচুর মানুষ এই পুজোয় অংশ নেন । দিন দিন সেই সংখ্যা আরও বাড়ছে । তবে, আমরা এবার ছটপুজোর জন্য সমস্ত ধরনের আয়োজন করেছি ।"

ছট পুজোর প্রস্তুতি দেখুন ভিডিয়োতে

এক ছট উপাসক বলেন, "এবার পৌর কর্তৃপক্ষ ছটপুজোর জন্য খুব ভালো আয়োজন করেছে । ঘাটগুলোতে পর্যাপ্ত আলো দেওয়া হয়েছে । ব্যারিকেড করা হচ্ছে । ডালা রাখার জন্য ঘাটে মাচা বসানো হয়েছে । ভক্তরা সেই মাচায় পুজোর ডালার রাখতে পারবেন । কোরোনা সংক্রমণ রুখতে পৌরসভার পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজা়রেরও ব্যবস্থা করা হয়েছে । এমন ব্যবস্থাপনা আগে কখনও দেখা যায়নি । পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আমরা খুব খুশি । আগামী শুক্রবার বিকেল ও শনিবার সকালে এবার ছটপুজো অনুষ্ঠিত হতে চলেছে ।"

মালদা, 18 নভেম্বর : দুর্গা কিংবা কালীপুজো নয়, এবার ছটপুজোর ব্যবস্থাপনা নিয়ে চিন্তায় ইংরেজবাজার পৌরসভা । দুর্গাপুজোর সময় মহানন্দায় প্রচুর জল থাকায় কীভাবে এই পুজোর ব্যবস্থা করা যাবে তা নিয়ে পৌরসভায় একাধিক বৈঠকও হয়েছে । যদিও শেষ পর্যন্ত আলোচনাতেই সমস্যার সমাধান উঠে আসে । ইতিমধ্যে মালদা শহরে মহানন্দার 18টি ঘাটেই পুজোর ব্যবস্থাপনা শুরু করেছে পৌর কর্তৃপক্ষ । প্রতিদিন সেই কাজ পরিদর্শনে ঘাটে যাচ্ছেন পৌরসভার প্রশাসক সহ বিদায়ি কাউন্সিলররা । পৌরসভার ব্যবস্থাপনায় খুশি ছট উপাসকরাও ।

মালদায় দুর্গাপুজোর পর ছটপুজোতেই সবচেয়ে বেশি মানুষ অংশ নেয় । এই জেলায় প্রচুর অবাঙালির বাস । তাঁদের হাত ধরে এই পুজো ঢুকে পড়েছে বাঙালির অন্দরমহলেও । মালদা শহরের লাখ খানেক মানুষ এই পুজোয় সরাসরি অংশ নেয় । প্রতি বছর সেই সংখ্যাটা আরও বাড়ছে । পুজো দেখতে দু'দিন মানুষের ঢল নামে ঘাটগুলোতে । প্রথম দিন বিকেল ও পরদিন ভোরে মহানন্দার ধারে ভিড় জমায় কয়েক লাখ মানুষ । কোরোনা আবহে এবার কীভাবে সেই ভিড় নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে চিন্তায় রয়েছে প্রশাসন । তবে, সংক্রমণ রুখতে পৌরসভার পক্ষ থেকে প্রতিটি ঘাটে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক নীহাররঞ্জন ঘোষ ।

এপ্রসঙ্গে এদিন নীহারবাবু বলেন, "ছটপুজোর জন্য আমরা মালদা শহরের 18টি নদীঘাটেই কাজ শুরু করেছি । এখানকার ছট উপাসকরা সবাই মহানন্দায় পুজো করেন । কয়েকদিন আগেও নদীতে জল বেশি ছিল । জল দ্রুত নামতে থাকায় প্রতিটি ঘাটে কাদা জমে রয়েছে । ফলে যন্ত্র দিয়ে কাজ করা যাচ্ছে না । আমরা শ্রমিক নিয়োগ করে ইটভাটার বর্জ্য সেখানে ফেলছি । এতে কাদা চাপা দেওয়া সম্ভব হচ্ছে । যাঁরা পুজো করবেন, তাঁদের পুজোর ডালা রাখতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য নদীর ধারে বাঁশের মাচা বসিয়ে দেওয়া হচ্ছে । প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলো এবং স্যানিটাইজা়রের ব্যবস্থা করা হয়েছে । মালদা শহরে প্রচুর মানুষ এই পুজোয় অংশ নেন । দিন দিন সেই সংখ্যা আরও বাড়ছে । তবে, আমরা এবার ছটপুজোর জন্য সমস্ত ধরনের আয়োজন করেছি ।"

ছট পুজোর প্রস্তুতি দেখুন ভিডিয়োতে

এক ছট উপাসক বলেন, "এবার পৌর কর্তৃপক্ষ ছটপুজোর জন্য খুব ভালো আয়োজন করেছে । ঘাটগুলোতে পর্যাপ্ত আলো দেওয়া হয়েছে । ব্যারিকেড করা হচ্ছে । ডালা রাখার জন্য ঘাটে মাচা বসানো হয়েছে । ভক্তরা সেই মাচায় পুজোর ডালার রাখতে পারবেন । কোরোনা সংক্রমণ রুখতে পৌরসভার পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজা়রেরও ব্যবস্থা করা হয়েছে । এমন ব্যবস্থাপনা আগে কখনও দেখা যায়নি । পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আমরা খুব খুশি । আগামী শুক্রবার বিকেল ও শনিবার সকালে এবার ছটপুজো অনুষ্ঠিত হতে চলেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.