ETV Bharat / state

Malda Teenager Drowned : মালদায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, 26 ঘণ্টা পর উদ্ধার দেহ - Malda News

মৃতের নাম মহম্মদ আরিফ হোসেন । শনিবার দুপুরে সে তলিয়ে যায় নদীতে (teenager drowned while bathing in the river in Malda) ৷ রবিবার উদ্ধার হল দেহ ৷

teenager-drowned-while-bathing-in-the-river-in-malda
Malda Teenager Drowned : মালদায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, 26 ঘণ্টা পর উদ্ধার দেহ
author img

By

Published : Jun 19, 2022, 9:32 PM IST

মালদা, 19 জুন : বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে নদীতে তলিয়ে গেল এক কিশোর (teenager drowned while bathing in the river in Malda) । ঘটনার 26 ঘণ্টা পরে বিপর্যয় মোকাবিলা দফতরের সহযোগিতায় উদ্ধার হল মৃতদেহ । ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার চাঁদপুর এলাকায় ।

আরও পড়ুন : Bad Condition of Hospital: গরমেও চলে না পাখা, নেই জল; অব্যবস্থার নজির মালদা হাসপাতাল

মৃত কিশোরের নাম মহম্মদ আরিফ হোসেন । বাড়ি রতুয়া থানার শ্রীপুর এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশু এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুখুরিয়ার চাঁদপুরে আসে আরিফ ও তার পরিবারের লোকজন । গতকাল দুপুরে বিয়ে বাড়িতে আসা অন্যান্য বাচ্চাদের সঙ্গে নদীতে স্নান করতে যায় আরিফ । সেই সময় কোনও কারণবশত নদীতে তলিয়ে যায় সে ।

অন্যান্য বাচ্চারা বিষয়টি বাড়ির বড়দের জানান । এরপর থেকে শুরু হয় আরিফের খোঁজ । দীর্ঘক্ষণ নদীতে খোঁজ করার পরেও আরিফের সন্ধান না মেলায় খবর দেওয়া হয় পুলিশে । গতকাল বিকেলে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ শুরু করেন । সন্ধে গড়িয়ে যাওয়ায় গতকাল আর তল্লাশি অভিযান চালানো যায়নি । আজ, রবিবার সকাল থেকে ফের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নদীতে খোঁজ শুরু করেন । অবশেষে দুপুর আড়াইটে নাগাদ আরিফের মৃতদেহ উদ্ধার হয় ।

Malda Teenager Drowned : মালদায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, 26 ঘণ্টা পর উদ্ধার দেহ

আরিফের এক আত্মীয় শেখ আমিরুল বলেন, “এক আত্মীয়ের বিয়ে ছিল। সেই বিয়ের অনু্ষ্ঠান বাড়িতে যোগ দিতে গিয়েছিল আরিফ ও তাঁর পরিবার । গতকাল দুপুর সাড়ে 12টা নাগাদ বিয়ে বাড়িতে আসা অন্যান্য বাচ্চাদের সঙ্গে নদীতে স্নান করতে যায় আরিফ । সেই সময় কোনও কারণবশত নদীতে তলিয়ে যায় সে । দীর্ঘক্ষণ খোঁজাখুজির পরও আরিফের খোঁজ মেলেনি । পরে বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন এসে আরিফের খোঁজ শুরু করে । আমিও ওদের সঙ্গে খোঁজ চালাতে থাকি । অবশেষে আজ দুপুর আড়াইটে নাগাদ ঘটনাস্থল থেকে অনেকটা দূরে আরিফের মৃতদেহ উদ্ধার হয় ।”

মালদা, 19 জুন : বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে নদীতে তলিয়ে গেল এক কিশোর (teenager drowned while bathing in the river in Malda) । ঘটনার 26 ঘণ্টা পরে বিপর্যয় মোকাবিলা দফতরের সহযোগিতায় উদ্ধার হল মৃতদেহ । ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার চাঁদপুর এলাকায় ।

আরও পড়ুন : Bad Condition of Hospital: গরমেও চলে না পাখা, নেই জল; অব্যবস্থার নজির মালদা হাসপাতাল

মৃত কিশোরের নাম মহম্মদ আরিফ হোসেন । বাড়ি রতুয়া থানার শ্রীপুর এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশু এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুখুরিয়ার চাঁদপুরে আসে আরিফ ও তার পরিবারের লোকজন । গতকাল দুপুরে বিয়ে বাড়িতে আসা অন্যান্য বাচ্চাদের সঙ্গে নদীতে স্নান করতে যায় আরিফ । সেই সময় কোনও কারণবশত নদীতে তলিয়ে যায় সে ।

অন্যান্য বাচ্চারা বিষয়টি বাড়ির বড়দের জানান । এরপর থেকে শুরু হয় আরিফের খোঁজ । দীর্ঘক্ষণ নদীতে খোঁজ করার পরেও আরিফের সন্ধান না মেলায় খবর দেওয়া হয় পুলিশে । গতকাল বিকেলে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ শুরু করেন । সন্ধে গড়িয়ে যাওয়ায় গতকাল আর তল্লাশি অভিযান চালানো যায়নি । আজ, রবিবার সকাল থেকে ফের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নদীতে খোঁজ শুরু করেন । অবশেষে দুপুর আড়াইটে নাগাদ আরিফের মৃতদেহ উদ্ধার হয় ।

Malda Teenager Drowned : মালদায় নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, 26 ঘণ্টা পর উদ্ধার দেহ

আরিফের এক আত্মীয় শেখ আমিরুল বলেন, “এক আত্মীয়ের বিয়ে ছিল। সেই বিয়ের অনু্ষ্ঠান বাড়িতে যোগ দিতে গিয়েছিল আরিফ ও তাঁর পরিবার । গতকাল দুপুর সাড়ে 12টা নাগাদ বিয়ে বাড়িতে আসা অন্যান্য বাচ্চাদের সঙ্গে নদীতে স্নান করতে যায় আরিফ । সেই সময় কোনও কারণবশত নদীতে তলিয়ে যায় সে । দীর্ঘক্ষণ খোঁজাখুজির পরও আরিফের খোঁজ মেলেনি । পরে বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন এসে আরিফের খোঁজ শুরু করে । আমিও ওদের সঙ্গে খোঁজ চালাতে থাকি । অবশেষে আজ দুপুর আড়াইটে নাগাদ ঘটনাস্থল থেকে অনেকটা দূরে আরিফের মৃতদেহ উদ্ধার হয় ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.