মালদা, 19 জুন : বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে নদীতে তলিয়ে গেল এক কিশোর (teenager drowned while bathing in the river in Malda) । ঘটনার 26 ঘণ্টা পরে বিপর্যয় মোকাবিলা দফতরের সহযোগিতায় উদ্ধার হল মৃতদেহ । ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার চাঁদপুর এলাকায় ।
আরও পড়ুন : Bad Condition of Hospital: গরমেও চলে না পাখা, নেই জল; অব্যবস্থার নজির মালদা হাসপাতাল
মৃত কিশোরের নাম মহম্মদ আরিফ হোসেন । বাড়ি রতুয়া থানার শ্রীপুর এলাকায় । পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশু এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পুখুরিয়ার চাঁদপুরে আসে আরিফ ও তার পরিবারের লোকজন । গতকাল দুপুরে বিয়ে বাড়িতে আসা অন্যান্য বাচ্চাদের সঙ্গে নদীতে স্নান করতে যায় আরিফ । সেই সময় কোনও কারণবশত নদীতে তলিয়ে যায় সে ।
অন্যান্য বাচ্চারা বিষয়টি বাড়ির বড়দের জানান । এরপর থেকে শুরু হয় আরিফের খোঁজ । দীর্ঘক্ষণ নদীতে খোঁজ করার পরেও আরিফের সন্ধান না মেলায় খবর দেওয়া হয় পুলিশে । গতকাল বিকেলে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ শুরু করেন । সন্ধে গড়িয়ে যাওয়ায় গতকাল আর তল্লাশি অভিযান চালানো যায়নি । আজ, রবিবার সকাল থেকে ফের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা নদীতে খোঁজ শুরু করেন । অবশেষে দুপুর আড়াইটে নাগাদ আরিফের মৃতদেহ উদ্ধার হয় ।
আরিফের এক আত্মীয় শেখ আমিরুল বলেন, “এক আত্মীয়ের বিয়ে ছিল। সেই বিয়ের অনু্ষ্ঠান বাড়িতে যোগ দিতে গিয়েছিল আরিফ ও তাঁর পরিবার । গতকাল দুপুর সাড়ে 12টা নাগাদ বিয়ে বাড়িতে আসা অন্যান্য বাচ্চাদের সঙ্গে নদীতে স্নান করতে যায় আরিফ । সেই সময় কোনও কারণবশত নদীতে তলিয়ে যায় সে । দীর্ঘক্ষণ খোঁজাখুজির পরও আরিফের খোঁজ মেলেনি । পরে বিপর্যয় মোকাবিলা দফতরের লোকজন এসে আরিফের খোঁজ শুরু করে । আমিও ওদের সঙ্গে খোঁজ চালাতে থাকি । অবশেষে আজ দুপুর আড়াইটে নাগাদ ঘটনাস্থল থেকে অনেকটা দূরে আরিফের মৃতদেহ উদ্ধার হয় ।”