ETV Bharat / state

Teachers Died By Suicide: শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীর, নোট লিখে অপমানে আত্মঘাতী শিক্ষক

আবাসিক স্কুলে ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত শিক্ষক ৷ তারপর স্কুল থেকে বরখাস্ত করা হয় ওই শিক্ষকে ৷ এই অপমান সহ্য করতে না-পেরে শিক্ষক আত্মঘাতী হয়েছেন বলে খবর (Teachers Died By Suicide)৷

Etv Bharat
আত্মঘাতী শিক্ষক
author img

By

Published : Oct 28, 2022, 3:39 PM IST

মালদা, 28 অক্টোবর: ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ উঠেছিল শিক্ষকের বিরুদ্ধে ৷ সেই অপবাদ মেনে নিতে না-পেরে শেষ পর্যন্ত আত্মঘাতী হয়েছেন তিনি ৷ লিখে গিয়েছেন সুইসাইড নোটও ৷ সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছেন আত্মঘাতী শিক্ষক (False Allegation of Molested by Female Student)৷ তেমনই অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের আট মাইল সংলগ্ন গুণগাঁও গ্রামে ৷ শুক্রবার মালদা মেডিক্যালে ওই শিক্ষকের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ৷

আত্মঘাতী শিক্ষকের নাম সুজিত সরকার(42)৷ নিজের এলাকাতেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি ৷ গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে স্কুলের এক আবাসিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে(Teacher Commits Suicide for False Allegation)৷ এর জেরে তাঁকে স্কুল থেকে বরখাস্তও করা হয় ৷ সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন সুজিতবাবু ৷

আরও পড়ুন : শিক্ষারত্ন পেলেও মেলেনি পেনশন, অবসাদে আত্মঘাতী হেয়ার স্কুলের প্রাক্তন শিক্ষক

শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাড়ির কাছেই একটি আলুর গোডাউন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তাঁর লেখা সুইসাইড নোট থেকে পুলিশ জানতে পেরেছে, কয়েকজন বন্ধু মিলে সুজিতবাবুরাই গ্রামে ওই আবাসিক স্কুলটি চালু করেন বেশ কয়েক বছর আগে ৷ ধীরে ধীরে স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হয় ৷ প্রতিদিন একজন শিক্ষককে রাতে স্কুলে নজরদারির দায়িত্বে থাকতে হত ৷ এর আগে সুজিতবাবু যে রাতে সেই দায়িত্বে ছিলেন, সেই রাতেই তাঁর বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ সেই রাতে এক ছাত্রী নাকি তাঁর মোবাইল ফোনটি চায় ৷ তিনি তাকে ফোন দিতে অস্বীকার করেন ৷ এর জেরেই ওই ছাত্রী পরদিন তাঁর বিরুদ্ধে স্কুলের ম্যানেজিং কমিটির কাছে শ্লীলতাহানির অভিযোগ জানায় ৷ তদন্তের স্বার্থে ওই ছাত্রীকেও জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীর, অপমানে আত্মঘাতী শিক্ষক

সুজিতবাবুর পরিবারে বয়স্ক বাবা-মা ছাড়াও রয়েছেন স্ত্রী ও একমাত্র ছেলে ৷ মা কামিনী সরকার বলেন, "আমরা ঘটনার কথা কিছুই জানি না ৷ শুনলাম, পুলিশ ওর পকেট থেকে একটা কাগজ পেয়েছে ৷ তাতে সব কিছু লেখা রয়েছে ৷ ওর সঙ্গে স্কুলে যে এমন ঘটনা ঘটেছে, তা আমাকে ও স্ত্রীকেও কিছু বলেনি ও ৷ রাতে যে কী ঘটেছিল বলতে পারব না ৷ ভোরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ৷ তারপরেই ও এই কাজ করেছে ৷ আমরা এই ঘটনায় যথাযথ পুলিশি তদন্ত দাবি করছি ৷ কেন আমার ছেলে এই রাস্তা বেছে নিল, তা জানতে চাই ৷"

এই বিষয়ে মালদা থানার পুলিশ জানায়, মৃতের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে ৷ শিক্ষকের দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

আরও পড়ুন : স্কুলের ভিতরে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মালদা, 28 অক্টোবর: ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযোগ উঠেছিল শিক্ষকের বিরুদ্ধে ৷ সেই অপবাদ মেনে নিতে না-পেরে শেষ পর্যন্ত আত্মঘাতী হয়েছেন তিনি ৷ লিখে গিয়েছেন সুইসাইড নোটও ৷ সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছেন আত্মঘাতী শিক্ষক (False Allegation of Molested by Female Student)৷ তেমনই অভিযোগ তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের আট মাইল সংলগ্ন গুণগাঁও গ্রামে ৷ শুক্রবার মালদা মেডিক্যালে ওই শিক্ষকের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে ৷

আত্মঘাতী শিক্ষকের নাম সুজিত সরকার(42)৷ নিজের এলাকাতেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি ৷ গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে স্কুলের এক আবাসিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে(Teacher Commits Suicide for False Allegation)৷ এর জেরে তাঁকে স্কুল থেকে বরখাস্তও করা হয় ৷ সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন সুজিতবাবু ৷

আরও পড়ুন : শিক্ষারত্ন পেলেও মেলেনি পেনশন, অবসাদে আত্মঘাতী হেয়ার স্কুলের প্রাক্তন শিক্ষক

শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাড়ির কাছেই একটি আলুর গোডাউন থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তাঁর লেখা সুইসাইড নোট থেকে পুলিশ জানতে পেরেছে, কয়েকজন বন্ধু মিলে সুজিতবাবুরাই গ্রামে ওই আবাসিক স্কুলটি চালু করেন বেশ কয়েক বছর আগে ৷ ধীরে ধীরে স্কুলে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হয় ৷ প্রতিদিন একজন শিক্ষককে রাতে স্কুলে নজরদারির দায়িত্বে থাকতে হত ৷ এর আগে সুজিতবাবু যে রাতে সেই দায়িত্বে ছিলেন, সেই রাতেই তাঁর বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ সেই রাতে এক ছাত্রী নাকি তাঁর মোবাইল ফোনটি চায় ৷ তিনি তাকে ফোন দিতে অস্বীকার করেন ৷ এর জেরেই ওই ছাত্রী পরদিন তাঁর বিরুদ্ধে স্কুলের ম্যানেজিং কমিটির কাছে শ্লীলতাহানির অভিযোগ জানায় ৷ তদন্তের স্বার্থে ওই ছাত্রীকেও জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীর, অপমানে আত্মঘাতী শিক্ষক

সুজিতবাবুর পরিবারে বয়স্ক বাবা-মা ছাড়াও রয়েছেন স্ত্রী ও একমাত্র ছেলে ৷ মা কামিনী সরকার বলেন, "আমরা ঘটনার কথা কিছুই জানি না ৷ শুনলাম, পুলিশ ওর পকেট থেকে একটা কাগজ পেয়েছে ৷ তাতে সব কিছু লেখা রয়েছে ৷ ওর সঙ্গে স্কুলে যে এমন ঘটনা ঘটেছে, তা আমাকে ও স্ত্রীকেও কিছু বলেনি ও ৷ রাতে যে কী ঘটেছিল বলতে পারব না ৷ ভোরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ৷ তারপরেই ও এই কাজ করেছে ৷ আমরা এই ঘটনায় যথাযথ পুলিশি তদন্ত দাবি করছি ৷ কেন আমার ছেলে এই রাস্তা বেছে নিল, তা জানতে চাই ৷"

এই বিষয়ে মালদা থানার পুলিশ জানায়, মৃতের স্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে ৷ শিক্ষকের দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷

আরও পড়ুন : স্কুলের ভিতরে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.