ETV Bharat / state

Suvendu Slams TMC: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টির দিন ঘনিয়ে এসেছে, তৃণমূলকে তোপ শুভেন্দুর - প্রধানমন্ত্রী আবাস যোজনা

সোমবার বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) হামলার ঘটনা ঘটে ৷ পাথর ছুঁড়ে দরজা ও জানলার কাঁচ ভাঙা হয়েছে বলে অভিযোগ ৷ সেই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jan 3, 2023, 6:26 PM IST

Updated : Jan 3, 2023, 7:52 PM IST

তৃণমূলকে তোপ শুভেন্দুর

মালদা, 3 জানুয়ারি: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) হামলার ঘটনা নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মঙ্গলবার মালদার (Malda) গাজোলের বিএসএ ময়দানে সভা করেন তিনি ৷ সেখান থেকেই তিনি বলেন, “মাঠের সমস্ত জোড়া চোখ বলছে, ডবল ইঞ্জিন আসছে ৷ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টির দিন ঘনিয়ে এসেছে ৷ উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল ৷ অসম হয়ে কোচবিহার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল বলে ৷”

এরপরেই রাজনৈতিক বক্তব্যে চলে যান বিজেপির (BJP) এই নেতা ৷ বলেন, “খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এখন শুধু দেশের নেতা নন, তিনি এখন বিশ্বনেতা ৷ তিনি প্রান্তিক মানুষদের জন্য অনেক কিছু করেছেন ৷ অনেক এয়ারপোর্ট, ন্যাশনাল হাইওয়ে, গঙ্গা মিশনের কাজ, নতুন সমুদ্র বন্দর ও রেল লাইন, দেশের প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ থেকে শুরু করে একাধিক আইআইটি, এইমসের মতো প্রতিষ্ঠান বানিয়েছেন ৷ ক্ষমতায় এসে গ্রামীণ মানুষের জন্য তিনি স্বচ্ছ ভারত প্রকল্পে প্রতি পরিবারে শৌচালয় নির্মাণের কাজ শুরু করেন ৷ কিন্তু তোলামূল পার্টির লোকেরা পায়খানাও খেয়ে ফেলেছে ৷’’

Suvendu Adhikari
মালদার গাজোলে বিজেপির সভায় শুভেন্দু অধিকারী

তিনি আরও বলেন, ‘‘এরাজ্যের 34 লাখ মহিলা উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস পেয়েছেন ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) চালু হয়েছে ৷ দেশে 12 কোটির বেশি ঘর ওই যোজনায় তৈরি হয়েছে ৷ পশ্চিমবঙ্গে 40 লাখ ঘর দেওয়া হয়েছিল ৷ কিন্তু চোর তৃণমূল সব টাকা লুট করে নিয়ে গিয়েছে ৷ ঘরের জন্য গরিব মানুষের কাছে 20 থেকে 30 হাজার টাকা কাটমানি খেয়েছে ৷ তালিকা বানাল তৃণমূলের চোরেরা ৷ তারা ঝাঁটা খাবে বলে মহিলাদের এনকোয়ারি করতে পাঠাল ৷ মহিলাদের ধমক দেওয়া হল, তালিকা থেকে নাম কাটলে অবস্থা 12টা বাজিয়ে দেওয়া হবে ৷ এই কারণেই স্বরূপনগরের আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস আত্মঘাতী হতে বাধ্য হয়েছেন ৷ সন্দেশখালির এক মহিলা কর্মীর সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে ৷ তবে বিজেপি গরিব মানুষের হকের জন্য লড়ে যাবে ৷”

বিজেপির এই রাজ্য নেতা আরও বলেন, “2015 সালে কিষাণ সম্মান নিধি চালু হয়েছে ৷ দেশের প্রতিটি রাজ্যের কৃষকরা এর সুবিধে পেয়েছেন ৷ কিন্তু পিসিমনি (মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গে ওই প্রকল্প চালু করেননি ৷ কারণ, প্রধানমন্ত্রীর নাম রয়েছে ৷ 2021 সালের 5 জানুয়ারি হলদিয়ায় প্রধানমন্ত্রী পিসিমনিকে এই প্রকল্পে কৃষকদের তালিকা পাঠানোর আবেদন জানান ৷ অবশেষে এখান থেকে দু’দফায় 31 লাখ কৃষকের তালিকা পাঠাতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার ৷ সেই কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে তিন দফায় ছ’হাজার টাকা ঢুকেছে ৷ কিন্তু রাজ্যে মোট কৃষকের সংখ্যা 73 লাখ ৷ বাকি 42 লাখ কৃষকের নাম এখনও দিল্লিতে পাঠানো হল না কেন ?”

শুভেন্দু আজ আবারও বলেন, “প্রধানমন্ত্রী সিএএ আইন পাশ করিয়েছেন ৷ তিনি ওই আইন কার্যকর করবেন ৷ আমাদের দাবি, এনআরসি চাই, জন্ম নিয়ন্ত্রণ বিল চাই, ইউনিফর্ম সিভিল কোড চাই ৷ এই দেশে থাকতে হলে বন্দেমাতরম বলতে হবে ৷ সূর্যপ্রণাম করতে হবে ৷ এই দেশ সনাতনীদের একমাত্র জায়গা ৷ তাকে রক্ষা করতে হলে শক্তিশালী নেতা ও দলের হাতে রাখতে হবে ৷ গঙ্গা ভাঙন নিয়ে এখানকার মানুষ বিপর্যস্ত৷ নদী ভাঙনের কাজ নিয়ে পিসি কিছু বলেন না ৷ চাঁচল, গাজোল পৌরসভা করতে পারেননি ৷ পিসিমনি নাকি এখন দুয়ারে ভূত পাঠাবেন ৷”

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিকে এভাবেই বিদ্রূপ করলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, “দুয়ারে নাকি পিসিমনির দূত আসবে ৷ আমি বলি, দুয়ারে ভূত আসবে৷ যে ভূত সাদা খাতায় চাকরি দিয়েছে, ক্লাস ফাইভ পাসকে অঙ্কের টিচার বানিয়েছে, অপা সিন্ডিকেট তৈরি করেছে, সেই ভূতরাই দুয়ারে আসবে ৷”

আরও পড়ুন: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

তৃণমূলকে তোপ শুভেন্দুর

মালদা, 3 জানুয়ারি: বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) হামলার ঘটনা নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ মঙ্গলবার মালদার (Malda) গাজোলের বিএসএ ময়দানে সভা করেন তিনি ৷ সেখান থেকেই তিনি বলেন, “মাঠের সমস্ত জোড়া চোখ বলছে, ডবল ইঞ্জিন আসছে ৷ বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টির দিন ঘনিয়ে এসেছে ৷ উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল ৷ অসম হয়ে কোচবিহার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ল বলে ৷”

এরপরেই রাজনৈতিক বক্তব্যে চলে যান বিজেপির (BJP) এই নেতা ৷ বলেন, “খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এখন শুধু দেশের নেতা নন, তিনি এখন বিশ্বনেতা ৷ তিনি প্রান্তিক মানুষদের জন্য অনেক কিছু করেছেন ৷ অনেক এয়ারপোর্ট, ন্যাশনাল হাইওয়ে, গঙ্গা মিশনের কাজ, নতুন সমুদ্র বন্দর ও রেল লাইন, দেশের প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ থেকে শুরু করে একাধিক আইআইটি, এইমসের মতো প্রতিষ্ঠান বানিয়েছেন ৷ ক্ষমতায় এসে গ্রামীণ মানুষের জন্য তিনি স্বচ্ছ ভারত প্রকল্পে প্রতি পরিবারে শৌচালয় নির্মাণের কাজ শুরু করেন ৷ কিন্তু তোলামূল পার্টির লোকেরা পায়খানাও খেয়ে ফেলেছে ৷’’

Suvendu Adhikari
মালদার গাজোলে বিজেপির সভায় শুভেন্দু অধিকারী

তিনি আরও বলেন, ‘‘এরাজ্যের 34 লাখ মহিলা উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস পেয়েছেন ৷ প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) চালু হয়েছে ৷ দেশে 12 কোটির বেশি ঘর ওই যোজনায় তৈরি হয়েছে ৷ পশ্চিমবঙ্গে 40 লাখ ঘর দেওয়া হয়েছিল ৷ কিন্তু চোর তৃণমূল সব টাকা লুট করে নিয়ে গিয়েছে ৷ ঘরের জন্য গরিব মানুষের কাছে 20 থেকে 30 হাজার টাকা কাটমানি খেয়েছে ৷ তালিকা বানাল তৃণমূলের চোরেরা ৷ তারা ঝাঁটা খাবে বলে মহিলাদের এনকোয়ারি করতে পাঠাল ৷ মহিলাদের ধমক দেওয়া হল, তালিকা থেকে নাম কাটলে অবস্থা 12টা বাজিয়ে দেওয়া হবে ৷ এই কারণেই স্বরূপনগরের আইসিডিএস কর্মী রেবা বিশ্বাস আত্মঘাতী হতে বাধ্য হয়েছেন ৷ সন্দেশখালির এক মহিলা কর্মীর সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে ৷ তবে বিজেপি গরিব মানুষের হকের জন্য লড়ে যাবে ৷”

বিজেপির এই রাজ্য নেতা আরও বলেন, “2015 সালে কিষাণ সম্মান নিধি চালু হয়েছে ৷ দেশের প্রতিটি রাজ্যের কৃষকরা এর সুবিধে পেয়েছেন ৷ কিন্তু পিসিমনি (মমতা বন্দ্যোপাধ্যায়) পশ্চিমবঙ্গে ওই প্রকল্প চালু করেননি ৷ কারণ, প্রধানমন্ত্রীর নাম রয়েছে ৷ 2021 সালের 5 জানুয়ারি হলদিয়ায় প্রধানমন্ত্রী পিসিমনিকে এই প্রকল্পে কৃষকদের তালিকা পাঠানোর আবেদন জানান ৷ অবশেষে এখান থেকে দু’দফায় 31 লাখ কৃষকের তালিকা পাঠাতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার ৷ সেই কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে তিন দফায় ছ’হাজার টাকা ঢুকেছে ৷ কিন্তু রাজ্যে মোট কৃষকের সংখ্যা 73 লাখ ৷ বাকি 42 লাখ কৃষকের নাম এখনও দিল্লিতে পাঠানো হল না কেন ?”

শুভেন্দু আজ আবারও বলেন, “প্রধানমন্ত্রী সিএএ আইন পাশ করিয়েছেন ৷ তিনি ওই আইন কার্যকর করবেন ৷ আমাদের দাবি, এনআরসি চাই, জন্ম নিয়ন্ত্রণ বিল চাই, ইউনিফর্ম সিভিল কোড চাই ৷ এই দেশে থাকতে হলে বন্দেমাতরম বলতে হবে ৷ সূর্যপ্রণাম করতে হবে ৷ এই দেশ সনাতনীদের একমাত্র জায়গা ৷ তাকে রক্ষা করতে হলে শক্তিশালী নেতা ও দলের হাতে রাখতে হবে ৷ গঙ্গা ভাঙন নিয়ে এখানকার মানুষ বিপর্যস্ত৷ নদী ভাঙনের কাজ নিয়ে পিসি কিছু বলেন না ৷ চাঁচল, গাজোল পৌরসভা করতে পারেননি ৷ পিসিমনি নাকি এখন দুয়ারে ভূত পাঠাবেন ৷”

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিকে এভাবেই বিদ্রূপ করলেন শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, “দুয়ারে নাকি পিসিমনির দূত আসবে ৷ আমি বলি, দুয়ারে ভূত আসবে৷ যে ভূত সাদা খাতায় চাকরি দিয়েছে, ক্লাস ফাইভ পাসকে অঙ্কের টিচার বানিয়েছে, অপা সিন্ডিকেট তৈরি করেছে, সেই ভূতরাই দুয়ারে আসবে ৷”

আরও পড়ুন: বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

Last Updated : Jan 3, 2023, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.