ETV Bharat / state

Suvendu Adhikari: মানিকচকের জনসভায় বোমা বিস্ফোরণ ইস্যুতে মমতাকে তোপ শুভেন্দুর - বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে

মমতাকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ৷ সেই সঙ্গে, কার্যত পঞ্চায়েত ভোটের ঘণ্টা বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
মমতাকে তোপ শুভেন্দুর
author img

By

Published : May 27, 2023, 11:04 PM IST

মালদা, 27 মে: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে কার্যত পঞ্চায়েত ভোটের ঘণ্টা বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার বিকালে মানিকচকের মথুরাপুরে আয়োজিত জনসভায় তিনি মমতা-সহ তৃণমূলের উদ্দেশে একের পর এক তোপ দাগেন ৷ বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এগরা সফর নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ বিরোধী দলনেতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায় নাকি আড়াই লক্ষ টাকার চেক আর একটা করে কনট্র্যাকচুয়াল, অর্থাৎ হোমগার্ডের চাকরি দিতে এগরা গিয়েছেন ! আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্য়ায় চেক দিতে আর সমবেদনা জানাতে ওখানে যাননি ৷ তাঁর যেমন একজন বীর কেষ্ট আছে, তিনি এখন তিহাড়ে, ওখানেও তাঁর একটা সম্পদ ছিল ৷ নাম ভানু বাগ ৷ তিনি ভানুর বাড়িতে শ্রাদ্ধ খেতে গিয়েছিলেন ৷"

ভানু বাগ তৃণমূলের অ্যাসেট ছিল বলেও কটাক্ষ করেন শুভেন্দু ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন অ্যাসেট গোটা রাজ্যে তৈরি করে রেখেছেন ৷ শুভেন্দুর বক্তব্য, "গত 10 দিনে রাজ্যে তিনটি বড় বিস্ফোরণ ঘটেছে ৷ ইংরেজবাজারে বিস্ফোরণে দু’জন গরিব মানুষ মারা গেলেন ৷ বজবজে নাবালিকা-সহ তিনজন মহিলার মৃত্যু হল ৷ এগরার বিস্ফোরণে 12 জন মারা গেলেন ৷ এসব বাজির কারখানা নয় ৷ পঞ্চায়েত নির্বাচন আসছে ৷ তোলামূলকে চুরির লাইসেন্স রিনিউয়াল করতে হবে ৷ তাই তোলামূল এখন বোমামূল হয়েছে ৷ চারদিকে বোমা বিস্ফোরণ করছে ৷" গত এক মাসে রাজ্যে রাজবংশী, নমশুদ্র, হিন্দু ওবিসিরা খুন হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু ৷ সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, 33 বছরের তরতাজা মৃত্যুঞ্জয় বর্মনকে রাত দু'টোর সময় বুকে গুলি করে খুন করা হয়েছে ৷ রাজ্য সরকার এই পরিবারগুলির পাশে দাঁড়াননি বলেও দাবি করেন বিরোধী দলনেতা ৷

জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়েও আজ মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "মানিকচকের হাজার হাজার লোক পেটের টানে বাইরে যায় ৷ 2011 সালে বামেরা যখন চলে যায়, এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল পাঁচ লক্ষ ৷ সেই সংখ্যা করেছেন 45 লক্ষ ৷ উত্তরপ্রদেশে অগ্নিকাণ্ডে 10 জন মারা গেল ৷ মুম্বইয়ে বহুতল নির্মাণ করার সময় উপর থেকে নীচে পড়ে 12 জন মারা গেল ৷ ছ’জনের বাড়ি উত্তর দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদে ৷ সবাই মূলত সংখ্যালঘু পরিবারের৷ শুধু এনআরসির ভয় দেখিয়ে এরা ভোট নিয়েছে ৷ যাঁরা ভারতে জন্মেছেন, তাঁদের সঙ্গে বিজেপির কোনও বিরোধ নেই ৷ নরেন্দ্র মোদির কোনও প্রকল্পে সংখ্যালঘুরা ব্রাত্য থাকেন না, তবে যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ, তাকে কাঁটাতারের ওপারে যেতে হবে ৷ সে হিন্দু হোক কিংবা মুসলমান ৷"

আরও পড়ুন: শালবনিতে জিন্দালদের জমিতে নয়া শিল্প গড়ছে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুভেন্দুর তোপ, “একদিকে 500 টাকা দিচ্ছে, অন্যদিকে সেই টাকা বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে৷ মাধ্যমিকে চার লক্ষ ছাত্রছাত্রী কমেছে ৷ উচ্চমাধ্যমিকে দু’লক্ষ ছাত্রছাত্রী কমেছে ৷ আর মমতা ব্যানার্জি 21 হাজার মদের দোকান বাড়িয়েছেন ৷ মদ খাও আর মা বা স্ত্রীর কাছ থেকে 500 টাকা কেড়ে আন ৷ আর পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে একটা টুল, টেবিল আর ডিয়ার এই লটারির এক কোটি টাকা গরিব মানুষ পায় না ৷ পায় অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল, নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের মতো লোক ৷ এই লটারি কোম্পানি বৈধভাবে তৃণমূলকে 300 কোটি টাকা দিয়েছে ৷”

মালদা, 27 মে: তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে কার্যত পঞ্চায়েত ভোটের ঘণ্টা বাজিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার বিকালে মানিকচকের মথুরাপুরে আয়োজিত জনসভায় তিনি মমতা-সহ তৃণমূলের উদ্দেশে একের পর এক তোপ দাগেন ৷ বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এগরা সফর নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ বিরোধী দলনেতা বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায় নাকি আড়াই লক্ষ টাকার চেক আর একটা করে কনট্র্যাকচুয়াল, অর্থাৎ হোমগার্ডের চাকরি দিতে এগরা গিয়েছেন ! আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্য়ায় চেক দিতে আর সমবেদনা জানাতে ওখানে যাননি ৷ তাঁর যেমন একজন বীর কেষ্ট আছে, তিনি এখন তিহাড়ে, ওখানেও তাঁর একটা সম্পদ ছিল ৷ নাম ভানু বাগ ৷ তিনি ভানুর বাড়িতে শ্রাদ্ধ খেতে গিয়েছিলেন ৷"

ভানু বাগ তৃণমূলের অ্যাসেট ছিল বলেও কটাক্ষ করেন শুভেন্দু ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন অ্যাসেট গোটা রাজ্যে তৈরি করে রেখেছেন ৷ শুভেন্দুর বক্তব্য, "গত 10 দিনে রাজ্যে তিনটি বড় বিস্ফোরণ ঘটেছে ৷ ইংরেজবাজারে বিস্ফোরণে দু’জন গরিব মানুষ মারা গেলেন ৷ বজবজে নাবালিকা-সহ তিনজন মহিলার মৃত্যু হল ৷ এগরার বিস্ফোরণে 12 জন মারা গেলেন ৷ এসব বাজির কারখানা নয় ৷ পঞ্চায়েত নির্বাচন আসছে ৷ তোলামূলকে চুরির লাইসেন্স রিনিউয়াল করতে হবে ৷ তাই তোলামূল এখন বোমামূল হয়েছে ৷ চারদিকে বোমা বিস্ফোরণ করছে ৷" গত এক মাসে রাজ্যে রাজবংশী, নমশুদ্র, হিন্দু ওবিসিরা খুন হচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু ৷ সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, 33 বছরের তরতাজা মৃত্যুঞ্জয় বর্মনকে রাত দু'টোর সময় বুকে গুলি করে খুন করা হয়েছে ৷ রাজ্য সরকার এই পরিবারগুলির পাশে দাঁড়াননি বলেও দাবি করেন বিরোধী দলনেতা ৷

জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়েও আজ মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "মানিকচকের হাজার হাজার লোক পেটের টানে বাইরে যায় ৷ 2011 সালে বামেরা যখন চলে যায়, এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ছিল পাঁচ লক্ষ ৷ সেই সংখ্যা করেছেন 45 লক্ষ ৷ উত্তরপ্রদেশে অগ্নিকাণ্ডে 10 জন মারা গেল ৷ মুম্বইয়ে বহুতল নির্মাণ করার সময় উপর থেকে নীচে পড়ে 12 জন মারা গেল ৷ ছ’জনের বাড়ি উত্তর দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদে ৷ সবাই মূলত সংখ্যালঘু পরিবারের৷ শুধু এনআরসির ভয় দেখিয়ে এরা ভোট নিয়েছে ৷ যাঁরা ভারতে জন্মেছেন, তাঁদের সঙ্গে বিজেপির কোনও বিরোধ নেই ৷ নরেন্দ্র মোদির কোনও প্রকল্পে সংখ্যালঘুরা ব্রাত্য থাকেন না, তবে যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ, তাকে কাঁটাতারের ওপারে যেতে হবে ৷ সে হিন্দু হোক কিংবা মুসলমান ৷"

আরও পড়ুন: শালবনিতে জিন্দালদের জমিতে নয়া শিল্প গড়ছে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শুভেন্দুর তোপ, “একদিকে 500 টাকা দিচ্ছে, অন্যদিকে সেই টাকা বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে৷ মাধ্যমিকে চার লক্ষ ছাত্রছাত্রী কমেছে ৷ উচ্চমাধ্যমিকে দু’লক্ষ ছাত্রছাত্রী কমেছে ৷ আর মমতা ব্যানার্জি 21 হাজার মদের দোকান বাড়িয়েছেন ৷ মদ খাও আর মা বা স্ত্রীর কাছ থেকে 500 টাকা কেড়ে আন ৷ আর পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে একটা টুল, টেবিল আর ডিয়ার এই লটারির এক কোটি টাকা গরিব মানুষ পায় না ৷ পায় অনুব্রত মণ্ডল, তার মেয়ে সুকন্যা মণ্ডল, নলহাটির তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের মতো লোক ৷ এই লটারি কোম্পানি বৈধভাবে তৃণমূলকে 300 কোটি টাকা দিয়েছে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.