মালদা, 5 অক্টোবর: নিজের বাড়ির নোংরা আর মুখ্যমন্ত্রী লোকের বাড়ি পরিষ্কার করতে যাচ্ছেন ৷ লখিমপুর খেরির ঘটনা নিয়ে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর মতে, উত্তরপ্রদেশের কথা সেখানকার লোকজন ভাববে ৷ কিন্তু, মালদায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে কেন? পাল্টা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন সুকান্ত মজুমদারের ৷ প্রসঙ্গত, এদিন বিজেপির একটি কর্মসূচিতে মালদা গিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ৷ সেখানেই তিনি এ কথা বলেন ৷ পাশাপাশি, বন্যা কবলিত এলাকায় ত্রাণবিলির ক্ষেত্রে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার ৷ অভিযোগ, মালদার যে সব জায়গায় বিজেপি ভাল ফল করেছে, সেখানকার দুর্গতদের ত্রাণ দেওয়া হচ্ছে না ৷
আজ সকালে বিজেপির একটি কর্মসূচিতে মালদায় যান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সেখানে তাঁকে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার ঘটনা নিয়ে প্রশ্ন করা হয় ৷ তার জবাবে পাল্টা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির সভাপতি ৷ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশ নিয়ে সেখানকার লোকজন যা বলার বলবে ৷ আপনারা বাংলা সামলান ৷ বাংলায় রোজ ধর্ষণ হয় ৷ মালদায় 6 জন ধর্ষিতা হয়েছেন ৷ সম্প্রতি দু’জনকে ধর্ষণ করা হয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, বাংলায় কেন ধর্ষণ হচ্ছে ? নিজের বাড়ি নোংরা আর আপনি লোকের বাড়ি পরিষ্কার করতে যাচ্ছেন ৷ আগে নিজের বাড়ি পরিষ্কার করুন ৷’’
আরও পড়ুন : Lakhimpur kheri : চাষিদের পিষে ফেলার ভিডিয়ো প্রকাশ কংগ্রেস নেতা ললিতেশপতি ত্রিপাঠীর
মালদা-সহ রাজ্যের অন্যান্য বন্যা কবলিত এলাকায় ত্রাণবণ্টন নিয়েও অবহেলার অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার ৷ তাঁর অভিযোগ, বিধানসভা ভোটে যেখানে বিজেপি ভাল ফল করেছে, এমনকি যাঁরা বিজেপির সভায় উপস্থিত ছিলেন, তাঁদের কোনও রকম সাহায্য করা হচ্ছে না ৷ তাঁর আরও অভিযোগ, সাধারণ মানুষের টাকায় কেনা ত্রাণসামগ্রী তৃণমূলের পার্টি অফিস থেকে বিলি করা হচ্ছে ৷ যা গণতন্ত্রের লজ্জা বলে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri violence : মানুষের কাছে জবাব দিন, লখিমপুরের ঘটনার ভিডিও টুইট করে মোদিকে তোপ প্রিয়াঙ্কার
30 অক্টোবর রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ এই উপনির্বাচন নিয়ে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই উপনির্বাচনের কেন্দ্রগুলিতে বিজেপির সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে ৷’’ তাই সেখানে গেরুয়া শিবিরের ফল ভাল হবে বলেই আশা করছেন তিনি ৷ আর এই প্রসঙ্গেই, ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মন্তব্য উঠে আসে ৷ যেখানে প্রিয়াঙ্কা বলেছিলেন, ভবানীপুর এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি একেবারেই নেই ৷ তাই তাঁকে হারতে হয়েছে ৷ যা নিয়ে এ দিন রাজ্য বিজেপির সভাপতি জানিয়েছেন, ভোটে আশানুরূপ ফল না হলে সাংগঠনিক দুর্বলতা রয়েছে বলে মনে হয় প্রার্থীদের ৷ ভবানীপুরের ক্ষেত্রেও তেমনি হয়েছে বলে মনে করেন সুকান্ত মজুমদার ৷