মালদা, 23 মে: নির্ধারিত সময়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে কি ? এ নিয়ে সোমবার ইটিভি ভারতের প্রতিনিধিকে তাঁর মত জানালেন সিপিএমের প্রবীণ নেতা সুজন চক্রবর্তী ৷ তাঁর দাবি, রাজ্যে তৃণমূলের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে ৷ তাই দখল করার সময় না এলে তারা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করাবে না ৷ তবে রাজ্যে একাধিক সমবায় নির্বাচনে সিপিএম, সিপিএম-কংগ্রেস জোটের জয় নিয়ে তিনি আশাবাদী ৷
বামফ্রন্টের পুলিশ সুপার অভিযান কর্মসূচিতে যোগ দিতে এদিন মালদায় আসেন সিপিএমের এই নেতা ৷ দলের জেলা সদর দফতর মিহির দাস ভবনে ইটিভি ভারতের ক্যামেরার মুখোমুখি হন সুজন চক্রবর্তী ৷ রবিবার নদিয়ার একটি সমবায় নির্বাচনে তৃণমূলকে পরাজিত করেছে বাম-কংগ্রেস জোট ৷ এপ্রসঙ্গে বাম নেতা বলেন, "যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, মানুষ বুঝতে পেরেছে, তৃণমূল বা বিজেপি নয়, তাদের ভরসা দিতে পারে লাল ঝান্ডাধারীরাই ৷" রাজ্যে একের পর এক সমবায় নির্বাচনে তৃণমূলের হার নিয়ে সুজন আশাবাদী ৷ তিনি জানান, নদিয়া, হুগলি, মেদিনীপুরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে এবং তারা তৃণমূল-বিজেপিকে ভোট দিতে রাজি নয় সেটা প্রমাণিত হয়েছে ৷ তিনি বলেন, "আমরা ললাটের লিখন পড়ি না ৷ ওরা যেন ললাট লিখনটা পড়ে নেয় ৷" তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, "তৃণমূল মানে লুটেরার পার্টি ৷ আমজনতা বুঝতে পেরেছে বিজেপিকে সমর্থন করা মানে আদপে তৃণমূলকেই সমর্থন করা ৷"
বাম নেতা আরও জানান, সম্প্রতি স্কুল, মাদ্রাসা, সমবায়-সহ যেখানেই ভোট হচ্ছে, সেখানে তৃণমূল পরাজিত হচ্ছে ৷ এতে মানুষের রায় পরিষ্কার হয়ে যাচ্ছে ৷ সুজনের অভিযোগ, এই পরিস্থিতিতে তৃণমূল পঞ্চায়েত ভোট করানোর সাহস পাচ্ছে না ৷ সেই জন্য এখনও পর্যন্ত পঞ্চায়েত ভোটের তারিখ দেয়নি ৷ তিনি বলেন, "আসলে এখন পঞ্চায়েতের ভোট করলে ওদের হাল যে ভালো হবে না ৷ সেটা ওরা বুঝে ফেলেছে ৷ তাই এখনই ভোট করানোর সাহস পাচ্ছে না ৷"
শাসকদলের বিরুদ্ধে সুজনের অভিযোগ, পশ্চিমবঙ্গে যবে থেকে তৃণমূলের সরকার আছে, রাজ্যের এক্তিয়ারভুক্ত কোনও নির্বাচন নির্দিষ্ট সময়ে হয়নি ৷ 2013 সালের ভোট করাতে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল ৷ 2018 সালে কার্যত ভোটই হল না ৷ পৌরসভার নির্বাচন এক থেকে পাঁচ বছর পর্যন্ত পিছিয়ে গিয়েছে ৷ হাওড়ায় 2013 সালের পর পৌর নির্বাচন হয়নি ৷ তৃণমূল কংগ্রেস কখনও সময়মতো নির্বাচন করতে চায় না ৷ ওরা জবরদস্তি করে ভোট দখল করার সময় খুঁজতে থাকে ৷
আরও পড়ুন: পৌরনিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্যের, তৃণমূলকে তোপ সিপিএম-কংগ্রেসের