ETV Bharat / state

সরকারের নির্দেশিকা অমান্য করছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, অভিযোগে বিক্ষোভ

কোরোনা পরিস্থিতিতেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের । তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের নির্দেশিকা অমান্য করেছে কর্তৃপক্ষ । ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের । এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন পড়ুয়ারা ।

malda
মালদা
author img

By

Published : Jul 16, 2020, 4:02 AM IST

মালদা, 16 জুলাই : কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজ্য সরকারের নির্দেশিকাকে অমান্য করার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মেইন গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন । এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও তুলেছেন তাঁরা।

বিক্ষোভে অংশগ্রহণকারী লাইব্রেরি সায়েন্সের পড়ুয়া শুভাঞ্জন গোস্বামী বলেন, “বর্তমানে আমরা এক মহামারির সঙ্গে লড়াই করছি । কিন্তু, এই পরিস্থিতিতেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের অবস্থানে বসতে হয়েছে । আমরা আজ আমাদের সমস্যার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে এসেছিলাম । কিন্তু, বিশ্ববিদ্যালয় চত্বরে এসে দেখি গেটে তালা মারা রয়েছে । কর্তৃপক্ষের কোনও কর্তা নেই । সিকিউরিটির কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তাঁরা গেটে আরও তালা মেরে চলে যায়। বাধ্য হয়ে আমাদের অবস্থান বিক্ষোভে সামিল হতে হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ক্রমাগত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ইতিমধ্যে রাজ্যের শিক্ষাদপ্তর থেকে নির্দেশিকা জারি করে সাফ জানানো হয়েছে, 2018-20 শিক্ষাবর্ষের চতুর্থ সেমেস্টারের ছাত্রছাত্রীদের 80-20 অনুপাতে নম্বর দিয়ে পাশ করিয়ে দিতে । কিন্তু রাজ্যের একমাত্র ব্যতিক্রম এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2018-20 শিক্ষাবর্ষ আগস্ট থেকে শুরু করে এপ্রিলের মধ্যে শেষ করার জন্য ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে । অন্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমেস্টারের ছাত্রছাত্রীরা চতুর্থ সেমেস্টারে উঠে গেলেও আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পরীক্ষা দিয়ে চতুর্থ সেমেস্টারে যেতে পারিনি । কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃতীয় সেমিস্টারের পড়ুয়াদের 80-20 অনুপাতে পাশ করিয়ে দিয়েছে। সাতদিনের মধ্যেই চতুর্থ সেমেস্টারের পড়ুয়াদের একই অনুপাতে পাশ করিয়ে দিয়েছে। অথচ রাজ্য সরকারের নির্দেশিকায় তৃতীয় সেমেস্টারের পড়ুয়াদের পাশ করানোর কথা কোথাও বলা নেই। পরবর্তীতে উচ্চশিক্ষা কিংবা চাকরির সুযোগের ক্ষেত্রে এই শংসাপত্র যদি অবৈধ বলে ঘোষণা করা হয়, তখন আমরা কার কাছে যাব? তাই আমরা সকলের কাছে সরকারি নির্দেশিকা দেখে বোঝার আবেদন করছি । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের চোখে ধুলো দিয়ে আমাদের জীবন এবং শংসাপত্র অবৈধতার পথে নিয়ে যাচ্ছে। তাই আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করছি।”

ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবস্থান বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ । তবে অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা ।

মালদা, 16 জুলাই : কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজ্য সরকারের নির্দেশিকাকে অমান্য করার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে সামিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মেইন গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন । এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিও তুলেছেন তাঁরা।

বিক্ষোভে অংশগ্রহণকারী লাইব্রেরি সায়েন্সের পড়ুয়া শুভাঞ্জন গোস্বামী বলেন, “বর্তমানে আমরা এক মহামারির সঙ্গে লড়াই করছি । কিন্তু, এই পরিস্থিতিতেও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আমাদের অবস্থানে বসতে হয়েছে । আমরা আজ আমাদের সমস্যার কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে এসেছিলাম । কিন্তু, বিশ্ববিদ্যালয় চত্বরে এসে দেখি গেটে তালা মারা রয়েছে । কর্তৃপক্ষের কোনও কর্তা নেই । সিকিউরিটির কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তাঁরা গেটে আরও তালা মেরে চলে যায়। বাধ্য হয়ে আমাদের অবস্থান বিক্ষোভে সামিল হতে হয়েছে । রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ক্রমাগত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন । ইতিমধ্যে রাজ্যের শিক্ষাদপ্তর থেকে নির্দেশিকা জারি করে সাফ জানানো হয়েছে, 2018-20 শিক্ষাবর্ষের চতুর্থ সেমেস্টারের ছাত্রছাত্রীদের 80-20 অনুপাতে নম্বর দিয়ে পাশ করিয়ে দিতে । কিন্তু রাজ্যের একমাত্র ব্যতিক্রম এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2018-20 শিক্ষাবর্ষ আগস্ট থেকে শুরু করে এপ্রিলের মধ্যে শেষ করার জন্য ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে । অন্য বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমেস্টারের ছাত্রছাত্রীরা চতুর্থ সেমেস্টারে উঠে গেলেও আমরা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পরীক্ষা দিয়ে চতুর্থ সেমেস্টারে যেতে পারিনি । কর্তৃপক্ষ রাজ্য সরকারের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃতীয় সেমিস্টারের পড়ুয়াদের 80-20 অনুপাতে পাশ করিয়ে দিয়েছে। সাতদিনের মধ্যেই চতুর্থ সেমেস্টারের পড়ুয়াদের একই অনুপাতে পাশ করিয়ে দিয়েছে। অথচ রাজ্য সরকারের নির্দেশিকায় তৃতীয় সেমেস্টারের পড়ুয়াদের পাশ করানোর কথা কোথাও বলা নেই। পরবর্তীতে উচ্চশিক্ষা কিংবা চাকরির সুযোগের ক্ষেত্রে এই শংসাপত্র যদি অবৈধ বলে ঘোষণা করা হয়, তখন আমরা কার কাছে যাব? তাই আমরা সকলের কাছে সরকারি নির্দেশিকা দেখে বোঝার আবেদন করছি । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকলের চোখে ধুলো দিয়ে আমাদের জীবন এবং শংসাপত্র অবৈধতার পথে নিয়ে যাচ্ছে। তাই আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করছি।”

ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবস্থান বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ । তবে অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পড়ুয়ারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.