মালদা, 26 নভেম্বর: প্রাণের ঝুঁকি নিয়ে সীমান্তে সতর্ক প্রহরায় থাকেন তাঁরা । তার বাস্তবচিত্র এবার মালদায় পড়ুয়াদের সামনে তুলে ধরলেন সীমান্তরক্ষী বাহিনীর (Border Security Force) জওয়ানরা । যুদ্ধের সময় সীমান্তে কী পরিস্থিতি থাকে, দেশের জন্য কীভাবে জীবন বাজি রাখেন জওয়ানরা, বোঝালেন পড়ুয়াদের । তাতে দেশের নিরাপত্তায় এগিয়ে আসার আগ্রহ দেখা গেল তরুণ তুর্কিদের মধ্যেও ।
আরও পড়ুন: Bengali Service in Post Office : পোস্ট অফিসে বাংলা ভাষায় পরিষেবার দাবিতে ডেপুটেশন বাংলা পক্ষর
১৯৭১-এর মুক্তিযুদ্ধের 50তম বিজয়দিবস উপলক্ষ্যে (50 Years of Bangladesh Liberation War) মালদার মহদিপুর চৌকিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয় । তাতে অংশ নেন সীমান্তবর্তী এলাকার বেশ কিছু স্কুলের নবম এবং দশম শ্রেণির পড়ুয়ারা । ভারতীয় সেনাবাহিনীর উপর তৈরি তথ্যচিত্র দেখানো হয় তাদের । কীভাবে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের মোকাবিলা করেন, পড়ুয়াদের চোখের সামনে তা হাতেকলমে তুলে ধরেন 70 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।
আরও পড়ুন: MLA Missing Diary : ইংরেজবাজার থানায় বিজেপি বিধায়কের নামে নিখোঁজ ডায়েরি তৃণমূলের
যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম, তার ব্যবহার শেখানো হয় পড়ুয়াদের । যুদ্ধের সময় কী কী করণীয়, তা-ও বোঝানো হয় বিশদে । হাতেকলমে এমন শিক্ষা পেয়ে খুশি আয়েশা করিমা, নার্গিস খাতুনরা । তাদের বক্তব্য, ‘‘এত দিন সিনেমার পর্দায় জওয়ানদের দেখে এসেছি ৷ আজ চোখের সামেন দেখলাম, কী লড়াই করতে হয় তাঁদের ৷’’ পড়ুয়াদের জব্য অস্ত্র প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছিল ৷