ETV Bharat / state

কলেজের মাঠে বসেই 'অনলাইন পরীক্ষা' পড়ুয়াদের !

মালদা গৌড় কলেজের মাঠে বসে পরীক্ষা দিলেন কয়েকশো পরীক্ষার্থী ৷ কারও বাড়িতে দুর্বল মোবাইল নেটওয়ার্ক, আবার কারও বাড়িতে ইন্টারনেটের স্পিড কম ।

author img

By

Published : Jan 18, 2021, 10:52 PM IST

মালদার খবর
ছবি

মালদা, 18 জানুয়ারি : পড়ুয়ায় ভরতি কলেজের মাঠ ৷ প্রত্যেকের সামনে সাদা খাতা ৷ দূর থেকে দেখলে মনে হবে হয়তো শীতের সকালে খোলা মাঠে "বসে আঁকো" প্রতিযোগিতা হচ্ছে ৷ কাছে গেলেই ভুল ভাঙবে ৷ আঁকা প্রতিযোগিতা নয়, মাঠে চলছে পরীক্ষা ৷ যখন কোরোনার জন্য স্কুল-কলেজগুলি বন্ধ, যে কোনও পরীক্ষা চলছে অনলাইনে, তখন কলেজের মাঠে পরীক্ষার্থীদের গাদাগাদি ভিড় কেন ? এ-নিয়ে কলেজের অধ্যাপকের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জানিয়েছেন, বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যাঁদের সমস্যা রয়েছে, তাঁরা আজ কলেজে এসে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷

আজ থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে শুরু হয়েছে প্রথম বর্ষের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা ৷ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ওপেন বুক সিস্টেমে এই পরীক্ষা অনলাইনেই হওয়ার কথা ৷ অর্থাৎ পড়ুয়ারা বাড়িতে বসে বই দেখে পরীক্ষা দেবেন ৷ পরীক্ষা শুরুর সময় নির্দিষ্ট পোর্টাল থেকে তাঁদের প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে ৷ পরীক্ষার পর উত্তরপত্র অনলাইনেই আপলোড করতে হবে ৷ আজ পুরাতন মালদার গৌড় কলেজের প্রায় তিন হাজার পড়ুয়াও দ্বিতীয় সেমেস্টারের বাংলা পরীক্ষা দেন ৷

মালদা গৌড় কলেজের মাঠে বসে অনলাইন পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা

কিন্তু দেখা যায় কলেজের মাঠে বসে পরীক্ষা দিচ্ছেন কয়েকশো পরীক্ষার্থী ৷ রাজকুমার রজক নামে এক পরীক্ষার্থী বলেন, “বাড়িতে মোবাইল নেটওয়ার্কের সমস্যা রয়েছে ৷ অনলাইনে উত্তরপত্র আপলোড করতে পারব না ৷ তাই পরীক্ষা দিতে কলেজেই চলে এসেছি ৷ কারণ নির্দিষ্ট সময় পর উত্তরপত্র আপলোড করা যাবে না ৷ কলেজেও জমা দিতে পারব না ৷” একই সুর অন্য পরীক্ষার্থীদের গলাতেও ৷ কারও বাড়ি অনেক দূরে কোথাও বা নেটওয়ার্কের সমস্যা ৷ এসবের কারণে পরীক্ষার্থীরা কলেজে এসে পরীক্ষা দেওয়াকেই শ্রেয় বলে মনে করেছেন ৷

আরও পড়ুন : অনলাইনে পরীক্ষা নিতে প্রস্তুত নয় সিবিএসই : প্রাক্তন চেয়ারম্যান

নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীদের কয়েকজন এনিয়ে রাজ্য সরকারের সমালোচনাও করেছেন ৷ তাঁদের বক্তব্য, যখন সরকার সিনেমা হল, শপিং মল কিংবা অডিটোরিয়ামগুলি খুলে দিচ্ছে, যখন বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং-মিছিলে হাজার-হাজার মানুষের জমায়েত হচ্ছে, তখন শুধুমাত্র শিক্ষাকেন্দ্রগুলি কেন বন্ধ রাখা হচ্ছে ? তবে কি শুধুমাত্র স্কুল-কলেজেই কোরোনা ডেরা বেঁধে রয়েছে ?

আজ কলেজের কাজে বাইরে থাকায় যোগাযোগ করা যায়নি গৌড় কলেজের অধ্যক্ষ অসীমকুমার সরকারের সঙ্গে ৷ তবে কলেজে পরীক্ষার দায়িত্বে থাকা অধ্যাপক নিরঞ্জনকুমার মৃধা জানান, “অনলাইনে পরীক্ষার নির্দেশ থাকলেও অনেক পড়ুয়া বাড়িতে পরীক্ষা দিতে সমস্যায় পড়ছেন ৷ দুর্বল মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের স্পিড কম থাকায় তাঁদের আপলোড ও ডাউনলোডের সমস্যা হচ্ছে ৷ অনেকের বাড়ি দূরে থাকায় পরীক্ষা শেষের পর তাঁরা নির্দিষ্ট সময়ে কলেজে এসে খাতা জমা করতে পারবেন না ৷ তাই তাঁরা কলেজে এসে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাঁদের কলেজে পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়নি ৷”

মালদা, 18 জানুয়ারি : পড়ুয়ায় ভরতি কলেজের মাঠ ৷ প্রত্যেকের সামনে সাদা খাতা ৷ দূর থেকে দেখলে মনে হবে হয়তো শীতের সকালে খোলা মাঠে "বসে আঁকো" প্রতিযোগিতা হচ্ছে ৷ কাছে গেলেই ভুল ভাঙবে ৷ আঁকা প্রতিযোগিতা নয়, মাঠে চলছে পরীক্ষা ৷ যখন কোরোনার জন্য স্কুল-কলেজগুলি বন্ধ, যে কোনও পরীক্ষা চলছে অনলাইনে, তখন কলেজের মাঠে পরীক্ষার্থীদের গাদাগাদি ভিড় কেন ? এ-নিয়ে কলেজের অধ্যাপকের প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক জানিয়েছেন, বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যাঁদের সমস্যা রয়েছে, তাঁরা আজ কলেজে এসে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷

আজ থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলিতে শুরু হয়েছে প্রথম বর্ষের দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা ৷ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ওপেন বুক সিস্টেমে এই পরীক্ষা অনলাইনেই হওয়ার কথা ৷ অর্থাৎ পড়ুয়ারা বাড়িতে বসে বই দেখে পরীক্ষা দেবেন ৷ পরীক্ষা শুরুর সময় নির্দিষ্ট পোর্টাল থেকে তাঁদের প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে ৷ পরীক্ষার পর উত্তরপত্র অনলাইনেই আপলোড করতে হবে ৷ আজ পুরাতন মালদার গৌড় কলেজের প্রায় তিন হাজার পড়ুয়াও দ্বিতীয় সেমেস্টারের বাংলা পরীক্ষা দেন ৷

মালদা গৌড় কলেজের মাঠে বসে অনলাইন পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা

কিন্তু দেখা যায় কলেজের মাঠে বসে পরীক্ষা দিচ্ছেন কয়েকশো পরীক্ষার্থী ৷ রাজকুমার রজক নামে এক পরীক্ষার্থী বলেন, “বাড়িতে মোবাইল নেটওয়ার্কের সমস্যা রয়েছে ৷ অনলাইনে উত্তরপত্র আপলোড করতে পারব না ৷ তাই পরীক্ষা দিতে কলেজেই চলে এসেছি ৷ কারণ নির্দিষ্ট সময় পর উত্তরপত্র আপলোড করা যাবে না ৷ কলেজেও জমা দিতে পারব না ৷” একই সুর অন্য পরীক্ষার্থীদের গলাতেও ৷ কারও বাড়ি অনেক দূরে কোথাও বা নেটওয়ার্কের সমস্যা ৷ এসবের কারণে পরীক্ষার্থীরা কলেজে এসে পরীক্ষা দেওয়াকেই শ্রেয় বলে মনে করেছেন ৷

আরও পড়ুন : অনলাইনে পরীক্ষা নিতে প্রস্তুত নয় সিবিএসই : প্রাক্তন চেয়ারম্যান

নাম প্রকাশে অনিচ্ছুক পরীক্ষার্থীদের কয়েকজন এনিয়ে রাজ্য সরকারের সমালোচনাও করেছেন ৷ তাঁদের বক্তব্য, যখন সরকার সিনেমা হল, শপিং মল কিংবা অডিটোরিয়ামগুলি খুলে দিচ্ছে, যখন বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং-মিছিলে হাজার-হাজার মানুষের জমায়েত হচ্ছে, তখন শুধুমাত্র শিক্ষাকেন্দ্রগুলি কেন বন্ধ রাখা হচ্ছে ? তবে কি শুধুমাত্র স্কুল-কলেজেই কোরোনা ডেরা বেঁধে রয়েছে ?

আজ কলেজের কাজে বাইরে থাকায় যোগাযোগ করা যায়নি গৌড় কলেজের অধ্যক্ষ অসীমকুমার সরকারের সঙ্গে ৷ তবে কলেজে পরীক্ষার দায়িত্বে থাকা অধ্যাপক নিরঞ্জনকুমার মৃধা জানান, “অনলাইনে পরীক্ষার নির্দেশ থাকলেও অনেক পড়ুয়া বাড়িতে পরীক্ষা দিতে সমস্যায় পড়ছেন ৷ দুর্বল মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের স্পিড কম থাকায় তাঁদের আপলোড ও ডাউনলোডের সমস্যা হচ্ছে ৷ অনেকের বাড়ি দূরে থাকায় পরীক্ষা শেষের পর তাঁরা নির্দিষ্ট সময়ে কলেজে এসে খাতা জমা করতে পারবেন না ৷ তাই তাঁরা কলেজে এসে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাঁদের কলেজে পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়নি ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.