মালদা, 14 মে : ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে স্নাতকোত্তরস্তরের এক ছাত্রের ভরতি বাতিলের দাবিতে আজ বিক্ষোভ দেখায় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ৷ পড়ুয়াদের একটি দল উপাচার্য স্বাগত সেনকে ঘেরাও করে। অন্যদিকে পড়ুয়াদের একটি দল বিক্ষোভকারীদের বিপক্ষে সরব হয় ৷ এদিকে, বিক্ষোভের জেরে উপাচার্যের ঘরে ঢুকতে না পেরে আজ অধ্যাপকরাও উপাচার্যের ঘরের সামনে কিছুক্ষণের জন্য অবস্থান করেন ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে ইংরাজবাজার থানায় খবর দেওয়া হয়।
ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগে সম্প্রতি স্নাতকোত্তরস্তরে ভরতি নেওয়া হয় মহম্মদ ফরিদ মণ্ডল নামে এক ছাত্রকে ৷ তার এই ভরতি নিয়েই প্রশ্ন ওঠে ৷ অভিযোগ, নিয়ম ভেঙে তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠক হয় ৷ সেই বৈঠকের সিদ্ধান্ত ফরিদের পক্ষে যায়।
কিন্তু ফরিদের ভরতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ ৷ 10 মে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইন্সপেক্টরকে তারা দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে ৷ এই ইশুতে স্থগিত করে দেওয়া হয় ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রথম সিমেস্টারের পরীক্ষা ৷ বিভাগের এক ছাত্রী মৌমিতা সরকার বলেন, "পরীক্ষার 7 দিন আগে কীভাবে একজনকে ভরতি নেওয়া যায়? এর উত্তর পেতেই আমরা আজ উপাচার্যের সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ বহিরাগতরা আমাদের ঢুকতে বাধা দিচ্ছিল ৷ মেয়েদের গায়ে হাতও তোলা হয় ৷ উপাচার্যের কাছে আমাদের প্রশ্ন, আমাদের জন্য ওনার গুন্ডা কেন প্রয়োজন হল? এর বিরুদ্ধেই আমাদের বিক্ষোভ ৷ যতক্ষণ না আমরা এর জবাব পাব, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ৷"
উপাচার্য স্বাগত সেন বলেন, "বিষয়টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় ৷ 4 ঘণ্টা টয়লেটে পর্যন্ত যেতে দেওয়া হয়নি ৷ এটা মানবাধিকার লঙ্ঘন ৷ যদি আইন না মেনে কোনও ভরতি নেওয়া হয়ে থাকে আমরা তাতে ব্যবস্থা নেব ৷ যে ভরতি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটা আইন মেনেই হয়েছে ৷ আমাদের কাছে প্রমাণ রয়েছে ৷