মালদা, 16 ডিসেম্বর: জাল নোট-সহ এসটিএফের হাতে বৃহস্পতিবার রাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (STF Arrests a Civic Volunteer With 39 Thousand Fake Note) ৷ সঙ্গে তার কাছে থাকা 39 হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ৷ যদিও ধৃত যুবক শুভ নন্দী নিজেকে ব্যবসায়ী বলে দাবি করলেও এসটিএফ জানিয়েছে যুবক মালবাজার জিআরপি থানায় সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ৷ তবে এই নিয়ে জেলা পুলিশ কিংবা এসটিএফের পক্ষ থেকে আর কোনও বিবৃতি দেওয়া হয়নি ।
ধৃতের বাড়ি জলপাইগুড়ির মালবাজার থানার বিধানপল্লি এলাকায় । সূত্র মারফত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রথবাড়ি এলাকায় হানা দিয়ে 39 হাজার টাকার জাল নোট-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে এসটিএফ। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি 500 টাকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ধৃত যুবক তারাপীঠ থেকে মালদা হয়ে নিজের বাড়ি ফিরছিল । ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ৷
আদালতে যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ধৃত ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেয় ও তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে ।
আরও পড়ুন : উপস্থিত বুদ্ধির জোরে ছিনতাই হওয়া টাকা 1 ঘণ্টার মধ্যে ফিরে পেলেন সিভিক ভলান্টিয়ার, গ্রেফতার 1