মালদা, 1 মে: 30 হাজার ইয়াবা ট্যাবলেট-সহ পাঁচজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (5 arrested with Yaba tablets in Malda)। ধৃতদের মধ্যে দুজন অসমের বাসিন্দা । ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । আজ তাদের মালদা (Malda news) জেলা আদালতে পেশ করা হবে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তথ্যের ভিত্তিতে ইংরেজবাজারের সুস্থানি মোড়ে হানা দেয় এসটিএফের (Special task force) একটি দল । তথ্য অনুযায়ী, দুটি গাড়ি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 30 হাজার ইয়াবা ট্যাবলেট । দুটি গাড়ি থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে । ধৃতদের নাম মোয়াজ্জেম হোসেন (34), আইনুল শেখ (32), করিম শেখ (35), আবুল কালাম আজাদ (20) ও সহদত আলি (32)। মোয়াজ্জেম, আইনুল ও করিম মালদা জেলার কালিয়াচকের বিভিন্ন এলাকার বাসিন্দা । আবুল ও সহদতের বাড়ি অসমের বরপেটা জেলায় । ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এসটিএফ ।
আরও পড়ুন: Pistols Recovered in Kolkata : মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র সরবারহের চেষ্টা, এসটিএফের জালে 1
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসটিএফ জানতে পেরেছে, ধৃতরা উদ্ধার হওয়া ইয়াবা (Yaba seized in Malda) ট্যাবলেট অসম থেকে কালিয়াচকের মধ্যে দিয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিল । এই ঘটনার মূল পান্ডাদের খোঁজে তদন্ত চালাচ্ছে এসটিএফ ।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে তথ্যের ভিত্তিতে ইংরেজবাজারের সুস্থানি মোড় এলাকা থেকে 30 হাজার ইয়াবা ট্যাবলেট-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে এসটিএফ । উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য 30 লক্ষ টাকা । ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে (STF arrests 5 with 30000 Yaba tablets in Malda)।