ETV Bharat / state

Minister on Govt Projects: সরকারি প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রীর - মুখ্যমন্ত্রী

দিদির নির্দেশেই রাজ্যে বিভিন্ন জেলায় সরকারি প্রকল্পের শিলান্যাস করেছে তৃণমূল নেতৃত্ব ৷ পঞ্চায়েতের মুখে এমনই বিতর্কিত মন্তব্য মন্ত্রীর (Minister on Govt Projects) ৷

Minister on Govt Projects ETV Bharat
সরকারি প্রকল্পের শিলান্যাস
author img

By

Published : Mar 30, 2023, 11:09 PM IST

সরকারি প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রীর

মালদা, 30 মার্চ: মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি গোটা রাজ্যে সরকারি প্রকল্পের শিলান্যাস করেছে তৃণমূল নেতৃত্ব ৷ সেই কথাই শোনা গিয়েছে মন্ত্রীর মুখে ৷ তাহলে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প কি তৃণমূলের? প্রশ্ন করতেই কার্যত থতমত খেয়েছেন মন্ত্রী ৷ তার সাক্ষী থেকেছে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব ৷ পঞ্চায়েত নির্বাচনকে নিশানা করেই যে রাজ্য সরকার সম্প্রতি পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প চালু করেছে, সেটা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই ৷ এই জেলায় সেই প্রকল্পের খুঁটিনাটি জানাতে আজ জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন ৷ তিনি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, রাজ্যের ক্ষুদ্র শিল্প তথা সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক সাবিত্রী মিত্র-সহ ব্লক তৃণমূলের সভাপতি-সভানেত্রীরা ৷

আবদুর রহিম বকসি জানান, 28 মার্চ রাজ্যের 22টি জেলায় 30 হাজার গ্রামে 12 হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস হয়েছে ৷ এর জন্য বাংলা তথা মালদার মানুষ গর্বিত ৷ এর মধ্যে মালদা জেলায় 298টি রাস্তার শিলান্যাস হয়েছে ৷ যার মোট দৈর্ঘ্য প্রায় 273 কিলোমিটার ৷ এর জন্য বরাদ্দ হয়েছে 85 কোটি টাকা ৷ যখন কেন্দ্রীয় সরকার রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে, সেই সময় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঐতিহাসিক ৷ বাংলার মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বলে তিনি দাবি করেন ৷

এরপরেই এই প্রকল্পের কথা বলতে গিয়ে সরকার ও দলকে এক করে ফেলেন মন্ত্রী তজমুল হোসেন (State Minister) ৷ তিনি বলেন, "পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে রাজ্যজুড়ে রাস্তা নির্মাণের বিষয়টি এবারের বাজেটে ধরা হয়েছিল ৷ মুখ্যমন্ত্রী সেকথা বলেছিলেন ৷ এর জন্য বরাদ্দ করা হয় 3500 কোটি টাকা ৷ গত 28 মার্চ গোটা রাজ্যে 12 হাজারের বেশি কিলোমিটার রাস্তা নির্মাণের শিলান্যাস হয়ে গিয়েছে ৷ দিদির নির্দেশ অনুযায়ী 30 হাজারেরও বেশি গ্রামে তৃণমূল নেতৃত্ব এই রাস্তাগুলির শিলান্যাস করেছেন ৷ কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে ৷ সেই টাকা পাওয়া গেলে এই রাজ্যের প্রতিটি রাস্তা ঝাঁ চকচকে হয়ে যেত ৷ রাস্তা না হওয়ায় কোনও কোনও এলাকায় মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন ৷ ভবিষ্যতে সেই রাস্তাগুলিও পাকা হয়ে যাবে ৷ দিদি থাকলে সব হবে ৷"

তজমুল প্রকাশ্যেই জানান, দিদির নির্দেশে সরকারি প্রকল্পের শিলান্যাস করেছে তৃণমূল নেতৃত্ব ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে খানিকটা যেন থতমত খেয়ে যান তিনি ৷ শুধু বলেন, "এই প্রকল্পটি সরকারি ৷ কিন্তু উদ্যোগ দিদির ৷ দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ৷"

আরও পড়ুন: সরকারি কর্মীদের দিয়ে পঞ্চায়েতের ফাইল লোপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সরকারি প্রকল্প নিয়ে বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রীর

মালদা, 30 মার্চ: মুখ্যমন্ত্রীর নির্দেশেই নাকি গোটা রাজ্যে সরকারি প্রকল্পের শিলান্যাস করেছে তৃণমূল নেতৃত্ব ৷ সেই কথাই শোনা গিয়েছে মন্ত্রীর মুখে ৷ তাহলে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প কি তৃণমূলের? প্রশ্ন করতেই কার্যত থতমত খেয়েছেন মন্ত্রী ৷ তার সাক্ষী থেকেছে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব ৷ পঞ্চায়েত নির্বাচনকে নিশানা করেই যে রাজ্য সরকার সম্প্রতি পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প চালু করেছে, সেটা বুঝতে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই ৷ এই জেলায় সেই প্রকল্পের খুঁটিনাটি জানাতে আজ জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি সাংবাদিক বৈঠকের আয়োজন করেন ৷ তিনি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায়, রাজ্যের ক্ষুদ্র শিল্প তথা সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক সাবিত্রী মিত্র-সহ ব্লক তৃণমূলের সভাপতি-সভানেত্রীরা ৷

আবদুর রহিম বকসি জানান, 28 মার্চ রাজ্যের 22টি জেলায় 30 হাজার গ্রামে 12 হাজার কিলোমিটার রাস্তার শিলান্যাস হয়েছে ৷ এর জন্য বাংলা তথা মালদার মানুষ গর্বিত ৷ এর মধ্যে মালদা জেলায় 298টি রাস্তার শিলান্যাস হয়েছে ৷ যার মোট দৈর্ঘ্য প্রায় 273 কিলোমিটার ৷ এর জন্য বরাদ্দ হয়েছে 85 কোটি টাকা ৷ যখন কেন্দ্রীয় সরকার রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে, সেই সময় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ঐতিহাসিক ৷ বাংলার মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বলে তিনি দাবি করেন ৷

এরপরেই এই প্রকল্পের কথা বলতে গিয়ে সরকার ও দলকে এক করে ফেলেন মন্ত্রী তজমুল হোসেন (State Minister) ৷ তিনি বলেন, "পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে রাজ্যজুড়ে রাস্তা নির্মাণের বিষয়টি এবারের বাজেটে ধরা হয়েছিল ৷ মুখ্যমন্ত্রী সেকথা বলেছিলেন ৷ এর জন্য বরাদ্দ করা হয় 3500 কোটি টাকা ৷ গত 28 মার্চ গোটা রাজ্যে 12 হাজারের বেশি কিলোমিটার রাস্তা নির্মাণের শিলান্যাস হয়ে গিয়েছে ৷ দিদির নির্দেশ অনুযায়ী 30 হাজারেরও বেশি গ্রামে তৃণমূল নেতৃত্ব এই রাস্তাগুলির শিলান্যাস করেছেন ৷ কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে ৷ সেই টাকা পাওয়া গেলে এই রাজ্যের প্রতিটি রাস্তা ঝাঁ চকচকে হয়ে যেত ৷ রাস্তা না হওয়ায় কোনও কোনও এলাকায় মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন ৷ ভবিষ্যতে সেই রাস্তাগুলিও পাকা হয়ে যাবে ৷ দিদি থাকলে সব হবে ৷"

তজমুল প্রকাশ্যেই জানান, দিদির নির্দেশে সরকারি প্রকল্পের শিলান্যাস করেছে তৃণমূল নেতৃত্ব ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে খানিকটা যেন থতমত খেয়ে যান তিনি ৷ শুধু বলেন, "এই প্রকল্পটি সরকারি ৷ কিন্তু উদ্যোগ দিদির ৷ দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ৷"

আরও পড়ুন: সরকারি কর্মীদের দিয়ে পঞ্চায়েতের ফাইল লোপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.