ETV Bharat / state

Malda Flood: বন্যাত্রাণ দুর্নীতিতে ক্যাগকে তদন্ত করতে বাধা ! রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের - Panchayat Election 2023

বন্যাত্রাণ দুর্নীতির তদন্ত ক্যাগকে অসহযোগিতার অভিযোগ উঠল ৷ তৃণমূল সরকার পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের প্রতিনিধিদের জেলে যাওয়া থেকে আটকাতে সরকার ক্যাগের তদন্তে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে কংগ্রেস ৷

Malda Flood Relief Corruption Case
Malda Flood Relief Corruption Case
author img

By

Published : Jun 10, 2023, 10:11 PM IST

বন্যাত্রাণ দুর্নীতিতে ক্যাগকে তদন্ত করতে বাধা দেওয়ার অভিযোগ

মালদা, 10 জুন: পঞ্চায়েত ভোটের আগে বন্যাত্রাণ দুর্নীতির তদন্তে ক্যাগকে অসহযোগিতা করার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ নির্বাচনের আগে নিজেদের জনপ্রতিনিধিদের জেলযাত্রা আটকাতেই তৃণমূল সরকারের এই কৌশল বলে অভিযোগ তুলেছে কংগ্রেস ৷ যদিও, এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি শাসকদলের নেতারা ৷

2017 সালে মারাত্মক বন্যার কবলে পড়ে মালদার অধিকাংশ ব্লক ৷ 15টির মধ্যে 13টি ব্লক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৷ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে উত্তর মালদা ৷ গঙ্গা, ফুলহর ও কোশি নদীর দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় গ্রামের পর গ্রাম ৷ ক্ষতির সম্মুখীন হন কয়েক লক্ষ্য মানুষ ৷ প্রচুর বাড়ি বন্যার ধ্বসে যায় ৷ নদীর জলে ডুবে যা প্রায় সব চাষের জমি ৷ এসব খতিয়ে দেখে দূর্গত মানুষজনের জন্য ক্ষতিপূরণ বরাদ্দ করেছিল রাজ্য সরকার ৷ দুই দফায় জেলায় 58 কোটি টাকা পাঠানো হয় ৷ কিন্তু, অভিযোগ উঠেছে প্রকৃত দূর্গতদের বদলে সেই টাকা চলে যায় শাসকদলের নেতাদের পকেটে ৷

হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আবদুল মান্নান দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ৷ পরবর্তীতে হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মোস্তাক আলম আরও দু’টি মামলা দায়ের করেন ৷ প্রথমে নীরব থাকলেও এই তিন মামলার জেরে বড়ই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি সাহাকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ ৷ গ্রেফতার করা হয় আরও কয়েকজনকে ৷ শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনার প্রাথমিক তদন্তের জন্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে নির্দেশ দেন ৷ মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তদন্ত শুরু করেছে ক্যাগ ৷ 12 জুন তাঁদের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন: বন্যাত্রাণ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা, আইওয়াশ বলে কটাক্ষ বিরোধীদের

কিন্তু, কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূলের কেউ যাতে গ্রেফতার না হয় ৷ তার জন্য ক্যাগকে তদন্ত করতে বাধা দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ মাসুদ আলম বলেন, “2017 সালের বন্যায় উত্তর মালদায় বেশি ক্ষতি হয়েছিল ৷ আঠারোর পঞ্চায়েত ভোটের আগে জেলার অধিকাংশ পঞ্চায়েত আমাদের দখলেই ছিল ৷ সেই সময় বিডিও-রা আমাদের প্রধানদের কাছ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা নেন ৷ 2019 সালে সমস্ত পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে ৷ টাকা কামানোর এই সুযোগ তারা ছাড়েনি ৷ তাদের সঙ্গে বিডিও এবং পঞ্চায়েতের আধিকারিকরাও এই টাকার প্রতি আকৃষ্ট হন ৷ সবাই একজোট হয়ে উপভোক্তাদের একটি ভুয়ো তালিকা তৈরি করেনস ৷ লোকসভা ভোটের মুখে তাঁরা সেই ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে ছিলেন ৷ এতে নির্বাচনি বিধিও লঙ্ঘন হয়নি ৷ এভাবে বন্যাত্রাণের 58 কোটি টাকা নিয়ে দুর্নীতি হয়েছে ৷’’

আরও পড়ুন: আরটিআইয়ে মিলল মালদা বন্যায় ক্ষতিগ্রস্তদের অসম্পূর্ণ তালিকা, ফের আদালতে যাচ্ছে বাম-কংগ্রেস

মাসুদ আরও অভিযোগ করেছেন, পরিস্থিতি ঘোরালো দেখে রাজ্য সরকার 2021-2023 সাল পর্যন্ত আদালতে শুধু সময় নিয়ে গিয়েছে ৷ আর এবার পঞ্চায়েত ভোটের আগে সত্য যাতে প্রকাশিত না হয় ৷ তার জন্যই ক্যাগকে তদন্তে অসহযোগিতা করা হচ্ছে ৷ উল্লেখ্য, গত 21 এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনার প্রাথমিক তদন্তের জন্য ক্যাগকে নির্দেশ দেন ৷

উল্লেখ্য এই বন্যা দুর্নীতি আরটিআই করার পর রতুয়া 1 নম্বর ব্লক প্রশাসন তিনবার ভিন্ন উত্তর দিয়েছে ৷ চাঁচলে দেখা গিয়েছে, উপভোক্তার নাম মুসলিম, কিন্তু বাবা বা স্বামী হিন্দু ৷ আবার উলটোটাও হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ কংগ্রেস নেতার অভিযোগ, 1303 জন উপভোক্তার মাত্র দু’টি ফোন নম্বর ৷ ওই 2টি মোবাইল নম্বরেই ব্যাংকের মেসেজে অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পাওয়া যায় ৷ এসব কিছুই আদালতের সামনে তুলে ধরা হয়েছিল তথ্য সমেত ৷

আরও পড়ুন: মালদায় বন্যাত্রাণ দুর্নীতির মামলায় সিএজি অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

এই মুহূর্তে ক্যাগ এই দুর্নীতির তদন্ত করছে ৷ আদালতের নির্দেশে 12 জুনের মধ্যেই ক্যাগকে প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে ৷ তারপরেই সিবিআই কিংবা ইডি-কে দিয়ে ঘটনার তদন্ত করানোর বিষয়টি নিয়ে ভাববে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ তবে রাজ্য সরকার সেদিন ক্যাগকে আদালতে রিপোর্ট পেশ করতে দেবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই কংগ্রেস নেতা ৷ এ নিয়ে জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসির প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি সাফ জানিয়ে দেন, বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করবেন না ৷

বন্যাত্রাণ দুর্নীতিতে ক্যাগকে তদন্ত করতে বাধা দেওয়ার অভিযোগ

মালদা, 10 জুন: পঞ্চায়েত ভোটের আগে বন্যাত্রাণ দুর্নীতির তদন্তে ক্যাগকে অসহযোগিতা করার অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে ৷ নির্বাচনের আগে নিজেদের জনপ্রতিনিধিদের জেলযাত্রা আটকাতেই তৃণমূল সরকারের এই কৌশল বলে অভিযোগ তুলেছে কংগ্রেস ৷ যদিও, এ নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি শাসকদলের নেতারা ৷

2017 সালে মারাত্মক বন্যার কবলে পড়ে মালদার অধিকাংশ ব্লক ৷ 15টির মধ্যে 13টি ব্লক বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৷ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে উত্তর মালদা ৷ গঙ্গা, ফুলহর ও কোশি নদীর দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় গ্রামের পর গ্রাম ৷ ক্ষতির সম্মুখীন হন কয়েক লক্ষ্য মানুষ ৷ প্রচুর বাড়ি বন্যার ধ্বসে যায় ৷ নদীর জলে ডুবে যা প্রায় সব চাষের জমি ৷ এসব খতিয়ে দেখে দূর্গত মানুষজনের জন্য ক্ষতিপূরণ বরাদ্দ করেছিল রাজ্য সরকার ৷ দুই দফায় জেলায় 58 কোটি টাকা পাঠানো হয় ৷ কিন্তু, অভিযোগ উঠেছে প্রকৃত দূর্গতদের বদলে সেই টাকা চলে যায় শাসকদলের নেতাদের পকেটে ৷

হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আবদুল মান্নান দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ৷ পরবর্তীতে হরিশ্চন্দ্রপুরের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা মোস্তাক আলম আরও দু’টি মামলা দায়ের করেন ৷ প্রথমে নীরব থাকলেও এই তিন মামলার জেরে বড়ই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি সাহাকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ ৷ গ্রেফতার করা হয় আরও কয়েকজনকে ৷ শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনার প্রাথমিক তদন্তের জন্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়াকে নির্দেশ দেন ৷ মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তদন্ত শুরু করেছে ক্যাগ ৷ 12 জুন তাঁদের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ৷

আরও পড়ুন: বন্যাত্রাণ দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা, আইওয়াশ বলে কটাক্ষ বিরোধীদের

কিন্তু, কংগ্রেসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের মুখে তৃণমূলের কেউ যাতে গ্রেফতার না হয় ৷ তার জন্য ক্যাগকে তদন্ত করতে বাধা দেওয়া হচ্ছে ৷ এ নিয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ মাসুদ আলম বলেন, “2017 সালের বন্যায় উত্তর মালদায় বেশি ক্ষতি হয়েছিল ৷ আঠারোর পঞ্চায়েত ভোটের আগে জেলার অধিকাংশ পঞ্চায়েত আমাদের দখলেই ছিল ৷ সেই সময় বিডিও-রা আমাদের প্রধানদের কাছ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা নেন ৷ 2019 সালে সমস্ত পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে ৷ টাকা কামানোর এই সুযোগ তারা ছাড়েনি ৷ তাদের সঙ্গে বিডিও এবং পঞ্চায়েতের আধিকারিকরাও এই টাকার প্রতি আকৃষ্ট হন ৷ সবাই একজোট হয়ে উপভোক্তাদের একটি ভুয়ো তালিকা তৈরি করেনস ৷ লোকসভা ভোটের মুখে তাঁরা সেই ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে ছিলেন ৷ এতে নির্বাচনি বিধিও লঙ্ঘন হয়নি ৷ এভাবে বন্যাত্রাণের 58 কোটি টাকা নিয়ে দুর্নীতি হয়েছে ৷’’

আরও পড়ুন: আরটিআইয়ে মিলল মালদা বন্যায় ক্ষতিগ্রস্তদের অসম্পূর্ণ তালিকা, ফের আদালতে যাচ্ছে বাম-কংগ্রেস

মাসুদ আরও অভিযোগ করেছেন, পরিস্থিতি ঘোরালো দেখে রাজ্য সরকার 2021-2023 সাল পর্যন্ত আদালতে শুধু সময় নিয়ে গিয়েছে ৷ আর এবার পঞ্চায়েত ভোটের আগে সত্য যাতে প্রকাশিত না হয় ৷ তার জন্যই ক্যাগকে তদন্তে অসহযোগিতা করা হচ্ছে ৷ উল্লেখ্য, গত 21 এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই ঘটনার প্রাথমিক তদন্তের জন্য ক্যাগকে নির্দেশ দেন ৷

উল্লেখ্য এই বন্যা দুর্নীতি আরটিআই করার পর রতুয়া 1 নম্বর ব্লক প্রশাসন তিনবার ভিন্ন উত্তর দিয়েছে ৷ চাঁচলে দেখা গিয়েছে, উপভোক্তার নাম মুসলিম, কিন্তু বাবা বা স্বামী হিন্দু ৷ আবার উলটোটাও হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ কংগ্রেস নেতার অভিযোগ, 1303 জন উপভোক্তার মাত্র দু’টি ফোন নম্বর ৷ ওই 2টি মোবাইল নম্বরেই ব্যাংকের মেসেজে অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পাওয়া যায় ৷ এসব কিছুই আদালতের সামনে তুলে ধরা হয়েছিল তথ্য সমেত ৷

আরও পড়ুন: মালদায় বন্যাত্রাণ দুর্নীতির মামলায় সিএজি অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

এই মুহূর্তে ক্যাগ এই দুর্নীতির তদন্ত করছে ৷ আদালতের নির্দেশে 12 জুনের মধ্যেই ক্যাগকে প্রাথমিক রিপোর্ট আদালতে পেশ করতে হবে ৷ তারপরেই সিবিআই কিংবা ইডি-কে দিয়ে ঘটনার তদন্ত করানোর বিষয়টি নিয়ে ভাববে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ তবে রাজ্য সরকার সেদিন ক্যাগকে আদালতে রিপোর্ট পেশ করতে দেবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ওই কংগ্রেস নেতা ৷ এ নিয়ে জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসির প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি সাফ জানিয়ে দেন, বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করবেন না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.