ETV Bharat / state

Cow Aadhaar Card : গরুর কানে বিশেষ ট্যাগ, আধারের আদলে গবাদি পশুর তথ্য ভান্ডার মালদায় - মালদায় পশু আধার কার্ডের কাজ

গবাদি পশুর এই বিশেষ পরিচয়পত্রের মাধ্যমে (Pashu Aadhaar for cow and goats) একদিকে যেমন সেগুলির মালিকের নাম জানা যাবে, তেমনই জানা যাবে তাদের টিকাকরণ, শারীরিক অসুস্থতার পূর্ব ইতিহাস সংক্রান্ত নানা তথ্য ।

Pashu Aadhaar card
আধারের আদলে গবাদি পশুর তথ্য ভাণ্ডার তৈরি হচ্ছে মালদায়
author img

By

Published : Apr 25, 2022, 6:06 PM IST

মালদা, ২৫ এপ্রিল : গরু, ছাগলেরও ‘আধার কার্ড’! এ দেশের নাগরিকদের আধার নম্বর এবং তার প্রয়োজনীয়তার কথা আমাদের সকলেরই জানা । এই আধার কার্ডের আদলে গরু, ছাগলের মতো গবাদি পশুদের জন্যও নির্দিষ্ট পরিচয়পত্র চালুর সিদ্ধান্ত নেয়েছে কেন্দ্র (special identity card for cow and goats) । যাকে বলা হচ্ছে পশুর আধার কার্ড । মালদা জেলাজুড়ে সেই কাজ চলছে জোরকদমে । তবে এই কার্ড গোয়ালে রাখার নিয়ম নেই । কার্ড থাকবে গবাদি পশুর কানে । 12 নম্বর বিশিষ্ট সেই এই বিশেষ পরিচয়পত্র দেখে গরু বা ছাগলের ঠিকুজি-কুষ্ঠি জানতে পারবে প্রশাসন (Pashu Aadhaar for cow and goats) । এর ফলে বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় গরু পাচারেও লাগাম পরানো যাবে বলে মনে করা হচ্ছে ।

এই প্রসঙ্গে জেলা প্রাণীসম্পদ বিকাশ দফতরের ডেপুটি ডিরেক্টর উৎপলকুমার কর্মকার বলেন, "কেন্দ্রীয় সরকারের উদ্যোগে মানুষের মতো পশুদেরও আধার কার্ড হয়েছে । 12 সংখ্যা বিশিষ্ট একটি সংখ্যার ট্যাগ কার্ড গরু ও ছাগলের কানে পরিয়ে দেওয়া হয় । আমরা চার বছর ধরে এই কাজ করে আসছি । এই বিশেষ ট্যাগের মাধ্যমে গরু ও ছাগলের বিস্তৃত বিবরণ সরকারি পোর্টালে দেওয়া থাকে । এই ট্যাগ দেখে আমরা গরু-ছাগলের প্রকৃত মালিক কে, তা জানতে পারি । মালিকের যাবতীয় তথ্যও আমরা জানতে পারি । শুধু তাই নয়, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পেতে গেলে এখন গবাদি পশুর এই পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে । গত মাসেই গবাদি পশুর টিকাকরণ হয়েছে । চার থেকে আটমাস বয়সি 37 হাজার বাছুরকে সেই টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে । সেপ্টেম্বর থেকে 70 হাজারের বেশি বাছুরকে সেই টিকা দেওয়া হয়েছে । প্রতিটি বাছুরের কানে আধার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে । প্রায় দেড় লাখ গরুকেও আমরা সেই ট্যাগ পরিয়েছি ।”

আরও পড়ুন : ডুয়ার্সের চা বাগানে জোড়া বাইসন, জঙ্গলে ফেরাতে মাঠে নামল বন দফতর

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালকরা । ইন্দো-বাংলা সীমান্তের মহদিপুরের বাসিন্দা বিক্রম মণ্ডল বলেন, “প্রাণী চিকিৎসকরা আমাদের বাড়ি এসেছেন । গরুর কানে ট্যাগ পরানোর জন্য । আমাদের গরু মাঝে মধ্যেই চড়তে চড়তে বাংলাদেশের দিকে চলে যায় । তখন গরু ফিরিয়ে আনতে আমাদেরও খুব সমস্যা হয় । কিন্তু কানে এই ট্যাগ থাকলে বিএসএফ সহজেই আমাদের গরুকে ফিরিয়ে দিতে পারবে । তাছাড়া এই ট্যাগ থাকলে সরকারিভাবে গবাদি পশুর সমস্ত ওষুধপত্র আমরা বিনামূল্যে পাব । এতে আমাদের উপকারই হবে ।”

মালদা, ২৫ এপ্রিল : গরু, ছাগলেরও ‘আধার কার্ড’! এ দেশের নাগরিকদের আধার নম্বর এবং তার প্রয়োজনীয়তার কথা আমাদের সকলেরই জানা । এই আধার কার্ডের আদলে গরু, ছাগলের মতো গবাদি পশুদের জন্যও নির্দিষ্ট পরিচয়পত্র চালুর সিদ্ধান্ত নেয়েছে কেন্দ্র (special identity card for cow and goats) । যাকে বলা হচ্ছে পশুর আধার কার্ড । মালদা জেলাজুড়ে সেই কাজ চলছে জোরকদমে । তবে এই কার্ড গোয়ালে রাখার নিয়ম নেই । কার্ড থাকবে গবাদি পশুর কানে । 12 নম্বর বিশিষ্ট সেই এই বিশেষ পরিচয়পত্র দেখে গরু বা ছাগলের ঠিকুজি-কুষ্ঠি জানতে পারবে প্রশাসন (Pashu Aadhaar for cow and goats) । এর ফলে বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় গরু পাচারেও লাগাম পরানো যাবে বলে মনে করা হচ্ছে ।

এই প্রসঙ্গে জেলা প্রাণীসম্পদ বিকাশ দফতরের ডেপুটি ডিরেক্টর উৎপলকুমার কর্মকার বলেন, "কেন্দ্রীয় সরকারের উদ্যোগে মানুষের মতো পশুদেরও আধার কার্ড হয়েছে । 12 সংখ্যা বিশিষ্ট একটি সংখ্যার ট্যাগ কার্ড গরু ও ছাগলের কানে পরিয়ে দেওয়া হয় । আমরা চার বছর ধরে এই কাজ করে আসছি । এই বিশেষ ট্যাগের মাধ্যমে গরু ও ছাগলের বিস্তৃত বিবরণ সরকারি পোর্টালে দেওয়া থাকে । এই ট্যাগ দেখে আমরা গরু-ছাগলের প্রকৃত মালিক কে, তা জানতে পারি । মালিকের যাবতীয় তথ্যও আমরা জানতে পারি । শুধু তাই নয়, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পেতে গেলে এখন গবাদি পশুর এই পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে । গত মাসেই গবাদি পশুর টিকাকরণ হয়েছে । চার থেকে আটমাস বয়সি 37 হাজার বাছুরকে সেই টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে । সেপ্টেম্বর থেকে 70 হাজারের বেশি বাছুরকে সেই টিকা দেওয়া হয়েছে । প্রতিটি বাছুরের কানে আধার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে । প্রায় দেড় লাখ গরুকেও আমরা সেই ট্যাগ পরিয়েছি ।”

আরও পড়ুন : ডুয়ার্সের চা বাগানে জোড়া বাইসন, জঙ্গলে ফেরাতে মাঠে নামল বন দফতর

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালকরা । ইন্দো-বাংলা সীমান্তের মহদিপুরের বাসিন্দা বিক্রম মণ্ডল বলেন, “প্রাণী চিকিৎসকরা আমাদের বাড়ি এসেছেন । গরুর কানে ট্যাগ পরানোর জন্য । আমাদের গরু মাঝে মধ্যেই চড়তে চড়তে বাংলাদেশের দিকে চলে যায় । তখন গরু ফিরিয়ে আনতে আমাদেরও খুব সমস্যা হয় । কিন্তু কানে এই ট্যাগ থাকলে বিএসএফ সহজেই আমাদের গরুকে ফিরিয়ে দিতে পারবে । তাছাড়া এই ট্যাগ থাকলে সরকারিভাবে গবাদি পশুর সমস্ত ওষুধপত্র আমরা বিনামূল্যে পাব । এতে আমাদের উপকারই হবে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.