মালদা, 28 জুলাই: তবে কি অনাবৃষ্টি ডেঙ্গি থেকে বাঁচাচ্ছে মালদাকে ? জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ির কথায় সেই ইঙ্গিত মিলেছে ৷ বর্ষা ঠিকমতো শুরু না হওয়ায় এখনও মালদা জেলায় ডেঙ্গির তেমন প্রভাব পড়েনি ৷ বরং গত বছরের তুলনায় এবার ডেঙ্গির প্রভাব অনেকটাই কম ৷ তবে শুধু প্রকৃতির দিকে তাকিয়ে থাকা নয়, ডেঙ্গি রুখতে জেলা প্রশাসন একাধিক পরিকল্পনা নিয়েছে ৷ প্রতি বুধবার জেলা জুড়ে ‘ড্রাই ডে’ পালন করা হয়েছে ৷
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি বলেন, "গত বছরের তুলনায় এবার জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক কম ৷ গত 19 তারিখ জেলাশাসক রিভিউ মিটিং করেছেন ৷ সম্প্রতি হবিবপুরের বুলবুলচণ্ডিতে ডেঙ্গি প্রতিরোধে একটি ছোট ক্লাস্টার তৈরি হয়েছে ৷ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে দু’জন পতঙ্গবিদ জেলায় এসেছিলেন ৷ তাঁদের সঙ্গে জেলার পতঙ্গবিদরা হবিবপুরের ওই এলাকায় গিয়ে গ্রামবাসী ৷ পঞ্চায়েত সদস্যরা সবাইকে সচেতন করেছেন ৷ এই মুহূর্তে সপ্তাহে এক থেকে দু’জন ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে ৷ বার সেভাবে বর্ষা না-হওয়ায় মালদায় ডেঙ্গি তেমন প্রভাব বিস্তার করতে পারেনি ৷ তবে আমাদের নজরদারি কম করা যাবে ৷ তবে আমরা তীক্ষ্ণ নজরদারি চালিয়ে যাচ্ছি ৷ ডেঙ্গি রুখতে জেলাশাসক একটি নতুন পদক্ষেপ নিয়েছেন ৷ প্রতি বুধবার গোটা জেলায় ড্রাই ডে পালিত হবে ৷ এদিন জেলার প্রতিটি জায়গার জমা জল দূর করতে বিশেষ অভিযান চালানো হবে ৷"
আরও পড়ুন: রাজ্যের ইমিগ্রেশন পয়েন্টেই হোক বাংলাদেশীদের ডেঙ্গি পরীক্ষা, প্রস্তাব কলকাতা পৌরনিগমের
পাশপাশি অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) জেলার প্রতিটি সরকারি হাসপাতালে জমা জল সরানোর ব্যবস্থা করতে বিডিওকে নির্দেশ দিয়েছেন ৷ এই প্রসঙ্গেই মালদা মেডিক্যালের সহকারী অধ্যক্ষ তথা হাসপাতাল সুপার পুরঞ্জয় সাহা বলেন, "কোনও রোগী জ্বর নিয়ে হাসপাতালে এলেই তাঁর ডেঙ্গি পরীক্ষা করা হয় ৷ গত বছরের তুলনায় এবছর ডেঙ্গির আক্রমণ অনেক কম ৷ এই মুহূর্তে মাত্র একজন ডেঙ্গি আক্রান্ত মেডিক্যালে ভর্তি রয়েছেন ৷ গত দু’সপ্তাহে কারও রক্তের নমুনায় ডেঙ্গি ধরা পড়েনি ৷ ডেঙ্গি রুখতে আমরা যাবতীয় পদক্ষেপ নিয়েছি ৷ হাসপাতাল চত্বরে কোথাও জল জমতে দেওয়া হচ্ছে না ৷ সম্ভবত বর্ষা ঠিকমতো না হওয়ার জন্যই এবার জেলায় ডেঙ্গির আক্রমণ কম ৷"
আরও পড়ুন: ডেঙ্গি-কনজাংটিভাইটিস বুঝবেন কীভাবে? রোগ নিরাময়ে কী পরামর্শ দিচ্ছেন চিকিৎসক
জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি মাসের জানুয়ারি থেকে 27 জুলাই পর্যন্ত মালদায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 74 জন ৷ প্রতি সপ্তাহেই এক- দু’জন করে ডেঙ্গি আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ভরতি হচ্ছেন ৷ তবে মালদা মেডিক্যালে ভর্তি থাকা রোগীর সংখ্যা মাত্র একজন ৷