ETV Bharat / state

Malda TMC Leader Son Arrested: নাবালককে শাবলের আঘাত ! গ্রেফতার তৃণমূল নেতার ছেলে - শাবল ছুড়ে মার

ঝড়ে বাগানে বাগানে আম কুড়োচ্ছিল 3-4 জন নাবালক ৷ ঘটনাটি চোখে পড়তেই নাবালকদের দিকে বাগান মালিক শাবল ছুড়ে মারে বলে অভিযোগ ৷ গুরুতর জখম এক নাবালকের অস্ত্রোপচার হয়েছে ৷ গ্রেফতার হওয়া বাগান মালিক তৃণমূল নেতার ছেলে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
শাবলের আঘাতে জখম নাবালক
author img

By

Published : Jun 2, 2023, 1:05 PM IST

Updated : Jun 2, 2023, 1:30 PM IST

তৃণমূল নেতার শাবলেক আঘাতে আহত নাবালক

মালদা, 2 জুন: বাগানে খেলছিল 3-4 জন নাবালক ৷ সেই সময় ঝোড়ো বাতাসে পড়ে যাওয়া আম কুড়োচ্ছিল তারা ৷ ঘটনাটি বাগান মালিকের চোখে পড়তেই রাগে তাদের লক্ষ্য করে শাবল ছুড়ে মারার অভিযোগ ওঠে ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছে ছ'বছরের নাবালক সুমন মণ্ডল ৷ উল্লেখ্য, অভিযুক্ত কৃষ্ণ মণ্ডল এলাকার এক তৃণমূল নেতার ছেলে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার মেঘুটোলা গ্রামে ৷

মালদা মেডিক্যালের ট্রমা কেয়ার ইউনিটে আহত নাবালকের চিকিৎসা চলছে ৷ থানায় অভিযোগ দায়ের করেছেন, নাবালকের পরিবারের সদস্যরা ৷ এক আত্মীয় জানান, বাড়ির বাগানে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলছিল সুমন মণ্ডল ৷ সেই সময় হঠাৎ ঝোড়ো হাওয়ায় গাছ থেকে আম পড়তে শুরু করে ৷ খেলা ছেড়ে বাচ্চারা সেই আম কুড়োচ্ছিল ৷ আম কুড়োতে কুড়োতে তারা পাশের বাগানে চলে যায় ৷ ওই বাগানের মালিক কৃষ্ণ মণ্ডল বাচ্চাদের সেখান থেকে চলে যেতে বলে ৷

আরও পড়ুন: বাবা ও মেয়ের দেহ উদ্ধার, চাঞ্চল্য ইংরেজবাজারে

তৃণমূল নেতার ছেলে কৃষ্ণ মণ্ডল নাবালকদের হুমিক দেয়, বাগানের আম কুড়োলে তাদের মারবে ৷ বাচ্চারা তার কথার তোয়াক্কা না করেই বাগানে আম কুড়োতে থাকে ৷ অভিযোগ, তখনই রেগে গিয়ে কৃষ্ণ মণ্ডল একটি শাবল ছোড়েন বাচ্চাদের দিকে ৷ শাবলের ফলা সুমনের পেটে গেঁথে গিয়ে গুরুতর জখম হয় ওই নাবালক ৷ ঘটনাস্থলে উপস্থিত সুমনের বন্ধুরা তাকে সেখান থেকে পিসির বাড়িতে নিয়ে যায় ৷ তড়িঘড়ি তাকে স্থানীয় বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বৃহস্পতিবারই সুমনের পেটে অস্ত্রোপচার হয় ৷

জানা গিয়েছে, সুমনের বাবা জিতেন মণ্ডল পরিযায়ী শ্রমিক ৷ মা রীতা মণ্ডল গৃহবধূ ৷ সুমন মণ্ডল গ্রামের প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণির পড়ুয়া ৷ এই ঘটনায় নাবালকের আত্মীয়া ঊষা মণ্ডল বলেন, "বাচ্চারা আমাদের বাগানেই খেলছিল ৷ সেই সময় কৃষ্ণ মণ্ডল ওর বাগান থেকে চলে আসে ৷ বাচ্চাদের বাগান থেকে তাড়ানোর চেষ্টা করে ৷ না গেলে মারধরের হুমকি দেয় ৷ তখনই নাকি সে একটি শাবল ওদের দিকে ছুড়ে দেয় ৷ শাবলের আঘাতে আমার ভাইপো গুরুতর আহত হয় ৷"

আরও পড়ুন: প্রতিবেশীর বাড়িতে নাবালিকার লেপচাপা মৃতদেহ ! রহস্য মালদায়

ঘটনা প্রসঙ্গেই মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গ্রামে যায় ৷ আহত বাচ্চাটির চিকিৎসারও ব্যবস্থা করেন পুলিশকর্মীরা ৷ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ লিখিত অভিযোগ দায়ের হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

তৃণমূল নেতার শাবলেক আঘাতে আহত নাবালক

মালদা, 2 জুন: বাগানে খেলছিল 3-4 জন নাবালক ৷ সেই সময় ঝোড়ো বাতাসে পড়ে যাওয়া আম কুড়োচ্ছিল তারা ৷ ঘটনাটি বাগান মালিকের চোখে পড়তেই রাগে তাদের লক্ষ্য করে শাবল ছুড়ে মারার অভিযোগ ওঠে ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছে ছ'বছরের নাবালক সুমন মণ্ডল ৷ উল্লেখ্য, অভিযুক্ত কৃষ্ণ মণ্ডল এলাকার এক তৃণমূল নেতার ছেলে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার মেঘুটোলা গ্রামে ৷

মালদা মেডিক্যালের ট্রমা কেয়ার ইউনিটে আহত নাবালকের চিকিৎসা চলছে ৷ থানায় অভিযোগ দায়ের করেছেন, নাবালকের পরিবারের সদস্যরা ৷ এক আত্মীয় জানান, বাড়ির বাগানে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলছিল সুমন মণ্ডল ৷ সেই সময় হঠাৎ ঝোড়ো হাওয়ায় গাছ থেকে আম পড়তে শুরু করে ৷ খেলা ছেড়ে বাচ্চারা সেই আম কুড়োচ্ছিল ৷ আম কুড়োতে কুড়োতে তারা পাশের বাগানে চলে যায় ৷ ওই বাগানের মালিক কৃষ্ণ মণ্ডল বাচ্চাদের সেখান থেকে চলে যেতে বলে ৷

আরও পড়ুন: বাবা ও মেয়ের দেহ উদ্ধার, চাঞ্চল্য ইংরেজবাজারে

তৃণমূল নেতার ছেলে কৃষ্ণ মণ্ডল নাবালকদের হুমিক দেয়, বাগানের আম কুড়োলে তাদের মারবে ৷ বাচ্চারা তার কথার তোয়াক্কা না করেই বাগানে আম কুড়োতে থাকে ৷ অভিযোগ, তখনই রেগে গিয়ে কৃষ্ণ মণ্ডল একটি শাবল ছোড়েন বাচ্চাদের দিকে ৷ শাবলের ফলা সুমনের পেটে গেঁথে গিয়ে গুরুতর জখম হয় ওই নাবালক ৷ ঘটনাস্থলে উপস্থিত সুমনের বন্ধুরা তাকে সেখান থেকে পিসির বাড়িতে নিয়ে যায় ৷ তড়িঘড়ি তাকে স্থানীয় বাঙ্গীটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বৃহস্পতিবারই সুমনের পেটে অস্ত্রোপচার হয় ৷

জানা গিয়েছে, সুমনের বাবা জিতেন মণ্ডল পরিযায়ী শ্রমিক ৷ মা রীতা মণ্ডল গৃহবধূ ৷ সুমন মণ্ডল গ্রামের প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণির পড়ুয়া ৷ এই ঘটনায় নাবালকের আত্মীয়া ঊষা মণ্ডল বলেন, "বাচ্চারা আমাদের বাগানেই খেলছিল ৷ সেই সময় কৃষ্ণ মণ্ডল ওর বাগান থেকে চলে আসে ৷ বাচ্চাদের বাগান থেকে তাড়ানোর চেষ্টা করে ৷ না গেলে মারধরের হুমকি দেয় ৷ তখনই নাকি সে একটি শাবল ওদের দিকে ছুড়ে দেয় ৷ শাবলের আঘাতে আমার ভাইপো গুরুতর আহত হয় ৷"

আরও পড়ুন: প্রতিবেশীর বাড়িতে নাবালিকার লেপচাপা মৃতদেহ ! রহস্য মালদায়

ঘটনা প্রসঙ্গেই মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গ্রামে যায় ৷ আহত বাচ্চাটির চিকিৎসারও ব্যবস্থা করেন পুলিশকর্মীরা ৷ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ লিখিত অভিযোগ দায়ের হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Jun 2, 2023, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.