ETV Bharat / state

EVM পরীক্ষা চলার সময় স্টোররুমে গোখরো

EVM পরীক্ষা চলাকালীন স্টোররুম থেকে উদ্ধার হল একটি গোখরো সাপ। নিরাপত্তারক্ষীরা সেটা জারে ভরে ফেলে

author img

By

Published : Apr 16, 2019, 2:24 PM IST

মালদা, 16 এপ্রিল : EVM পরীক্ষা চলাকালীন EVM গ্রাউন্ড থেকে উদ্ধার হল একটি বিষধর গোখরো। এক নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে সেটিকে একটি জারে ভরে ফেলে।

23 এপ্রিল মালদায় তৃতীয় দফার লোকসভা নির্বাচন। তার আগে EVM পরীক্ষার কাজ চলছে। মালদা শহরের সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে EVM গ্রাউন্ড। আজ সেখানেই EVM পরীক্ষা চলাকালীন ঢুকে পড়ে গোখরো। এক নিরাপত্তারক্ষী সেই সাপটিকে ধরে ফেলে।

নিরাপত্তারক্ষী হৃদয়কুমার সিংহ বলেন, "EVM গ্রাউন্ডে ডিউটি করছিলাম। তখন সাপটি স্টোর রুমে ঢুকছিল। দেখতে পেয়ে আমি আর একজন মিলে সাপটিকে ধরে জারে ভরে নিই। ওটা বিষধর গোখরো। আমাদের সাপ ধরার প্রশিক্ষণও নেওয়া আছে। ওই জায়গায় এর আগেও সাপ দেখা গেছে।"

মালদা, 16 এপ্রিল : EVM পরীক্ষা চলাকালীন EVM গ্রাউন্ড থেকে উদ্ধার হল একটি বিষধর গোখরো। এক নিরাপত্তারক্ষী দেখতে পেয়ে সেটিকে একটি জারে ভরে ফেলে।

23 এপ্রিল মালদায় তৃতীয় দফার লোকসভা নির্বাচন। তার আগে EVM পরীক্ষার কাজ চলছে। মালদা শহরের সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে EVM গ্রাউন্ড। আজ সেখানেই EVM পরীক্ষা চলাকালীন ঢুকে পড়ে গোখরো। এক নিরাপত্তারক্ষী সেই সাপটিকে ধরে ফেলে।

নিরাপত্তারক্ষী হৃদয়কুমার সিংহ বলেন, "EVM গ্রাউন্ডে ডিউটি করছিলাম। তখন সাপটি স্টোর রুমে ঢুকছিল। দেখতে পেয়ে আমি আর একজন মিলে সাপটিকে ধরে জারে ভরে নিই। ওটা বিষধর গোখরো। আমাদের সাপ ধরার প্রশিক্ষণও নেওয়া আছে। ওই জায়গায় এর আগেও সাপ দেখা গেছে।"

Intro:মালদা, ১৬ এপ্রিলঃ ভোট প্রায় দোরগোড়ায়৷ এখন ইভিএম পরীক্ষার শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে৷ মালদা শহরের সত্য চৌধুরি ইনডোর স্টেডিয়ামে তৈরি করা হয়েছে ইভিএম গ্রাউন্ড৷ কঠোর নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে সেখানে যাওয়া সংবাদমাধ্যমের পক্ষে প্রায় দুঃসাধ্য৷ কিন্তু বজ্র আঁটুনিতেই যেন ফস্কা গেড়ো৷ আজ সকালে বেশ কিছুক্ষণ সেই ইভিএম গ্রাউন্ড পরিদর্শন করল একটি গোখরো৷ বিষধর পর্যবেক্ষককে দেখে তখন মাথায় হাত পড়েছে উপস্থিত নির্বাচন কর্মীদের৷ শেষ পর্যন্ত এক পুলিশকর্মী সাপটিকে জারবন্দি করলে হাঁফ ছেড়ে বাঁচেন সবাই৷Body:২৩ এপ্রিল মালদা জেলায় নির্বাচন৷ তার আগে সমস্ত ইভিএম পরীক্ষা করে দেখা ও সংরক্ষিত রাখার জন্য মালদা শহরের সত্যচৌধুরি ইনডোর স্টেডিয়ামে তৈরি হয়েছে ইভিএম গ্রাউন্ড৷ ইভিএম গ্রাউন্ডকে ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা৷ সেই নিরাপত্তা বলয় পেরিয়ে ইভিএম স্টোর রুমে যাওয়া সাধারণ মানুষ দূরের কথা, সংবাদমাধ্যমের কাছেও দুঃসাধ্য৷ সেই স্টোর রুমেই আজ ঢোকার চেষ্টা করছিল একটি বিষধর গোখরো৷ নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল সাপটি৷ তখনই সেটিকে দেখতে পান হৃদয়কুমার সিংহ নামে এক নিরাপত্তারক্ষী৷ তিনি সাপটিকে ধরে একটি জারে পুরে ফেলেন৷Conclusion:হৃদয়বাবু বলেন, "ইভিএম গ্রাউন্ডে ডিউটি করছিলাম৷ তখনই সাপটি স্টোর রুমে ঢুকছিল৷ সেটাকে দেখতে পেয়েই এক বন্ধুকে ডাকি৷ দু'জন মিলে সাপটিকে একটি জারে পুরে ফেলি৷ সাপটি বিষধর গোখরো৷ এমন সাপ সেখানে আরও থাকতে পারে৷ তবে এতে আমি ভয় পাই না৷ আমাদের সাপ ধরার প্রশিক্ষণও নেওয়া আছে৷ ওই জায়গায় এর আগেও সাপ দেখা গেছে৷"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.