ETV Bharat / state

মালদা কলেজে চুরি কয়েক লাখ টাকার সামগ্রী - মালদার খবর

আজ সকালে মালদা কলেজের জিওলজি ও বোটানি বিভাগের কর্মীরা বিভাগে এসে দেখতে পান দরজা ভেঙে কেউ বা কারা কম্পিউটার, প্রিন্টার, মাইক্রোস্কোপ-সহ বেশ কিছু সামগ্রী নিয়ে পালিয়েছে । খবর দেওয়া হয় পুলিশে ।

Malda College
মালদা কলেজ
author img

By

Published : Aug 16, 2020, 11:01 PM IST

মালদা, 16 অগাস্ট : কোরোনা সংক্রমণ রুখতে অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মতো বন্ধ মালদা কলেজও । সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই কলেজ থেকে বেশ কয়েকদিন ধরে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা । তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।

আজ সকালে মালদা কলেজের জিওলজি ও বোটানি বিভাগের কর্মীরা দেখতে পান দরজা ভেঙে কেউ বা কারা কম্পিউটার, প্রিন্টার, মাইক্রোস্কোপ-সহ কিছু সামগ্রী নিয়ে পালিয়েছে । খবর দেওয়া হয় পুলিশে ।

জিওলজি বিভাগের শিক্ষাকর্মী শ্যামল গুপ্ত বলেন, “আজ বিভাগে কিছু কাজ থাকার জন্য এক শিক্ষক ও আমি বিভাগে আসি । ভেতরে ঢুকে দেখতে পাই, ঘরের দরজা খোলা । কিছু সামগ্রী চুরি হয়েছে । সঙ্গে সঙ্গে কলেজের অধ্যক্ষকে ফোনে সমস্ত ঘটনা জানানো হয় । এই বিভাগের পাশেই বোটানি বিভাগ রয়েছে। সেই কারণে আমাদের সন্দেহ হয় ওই বিভাগেও এমন ঘটনা ঘটে থাকতে পারে । ওই বিভাগ খোলা হলে দেখা যায় সেখানেও চুরির ঘটনা ঘটেছে ।”

মালদা কলেজের অধ্যক্ষ ড. মানস কুমার বৈদ্য বলেন, “এই দু'টো বিভাগ একটি আলাদা বিল্ডিংয়ে রয়েছে । ওই বিল্ডিংয়ের চারিদিকে গাছপালা ঘেরা । আজ সকালে ওই বিভাগের কর্মীরা এসে দেখেন বিভাগের জানালা ভাঙা । দুষ্কৃতীরা জানালা ভেঙে বিভাগের কম্পিউটার, প্রোজেক্টর, মাইক্রোস্কোপ সহ নানা সামগ্রী নিয়ে পালিয়েছে । আমরা পুলিশকে সমস্ত ঘটনাটি জানিয়েছি । পুলিশ এসে তদন্ত শুরু করেছে । FIR-ও করা হয়েছে । প্রায় কয়েক লাখ টাকার সামগ্রী চুরি হয়েছে । আমার মনে হচ্ছে এটা এক দিনের কাজ নয় । কারণ মাইক্রোস্কোপের লোহার বডি থেকে মেইন পার্টগুলো খুলে নেওয়া হয়েছে । পরিস্থিতি দেখে অন্তত আমার মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে দুষ্কৃতীরা এসে বিভিন্ন অংশ নিয়ে পালিয়েছে । জেলাশাসক এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটর । তাঁকে সমস্ত ঘটনা জানানো হয়েছে । পাশাপাশি কলেজকে আরও সুরক্ষিত করা নিয়ে আলোচনা করা হবে ।”

মালদা, 16 অগাস্ট : কোরোনা সংক্রমণ রুখতে অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির মতো বন্ধ মালদা কলেজও । সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই কলেজ থেকে বেশ কয়েকদিন ধরে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করেছে দুষ্কৃতীরা । তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।

আজ সকালে মালদা কলেজের জিওলজি ও বোটানি বিভাগের কর্মীরা দেখতে পান দরজা ভেঙে কেউ বা কারা কম্পিউটার, প্রিন্টার, মাইক্রোস্কোপ-সহ কিছু সামগ্রী নিয়ে পালিয়েছে । খবর দেওয়া হয় পুলিশে ।

জিওলজি বিভাগের শিক্ষাকর্মী শ্যামল গুপ্ত বলেন, “আজ বিভাগে কিছু কাজ থাকার জন্য এক শিক্ষক ও আমি বিভাগে আসি । ভেতরে ঢুকে দেখতে পাই, ঘরের দরজা খোলা । কিছু সামগ্রী চুরি হয়েছে । সঙ্গে সঙ্গে কলেজের অধ্যক্ষকে ফোনে সমস্ত ঘটনা জানানো হয় । এই বিভাগের পাশেই বোটানি বিভাগ রয়েছে। সেই কারণে আমাদের সন্দেহ হয় ওই বিভাগেও এমন ঘটনা ঘটে থাকতে পারে । ওই বিভাগ খোলা হলে দেখা যায় সেখানেও চুরির ঘটনা ঘটেছে ।”

মালদা কলেজের অধ্যক্ষ ড. মানস কুমার বৈদ্য বলেন, “এই দু'টো বিভাগ একটি আলাদা বিল্ডিংয়ে রয়েছে । ওই বিল্ডিংয়ের চারিদিকে গাছপালা ঘেরা । আজ সকালে ওই বিভাগের কর্মীরা এসে দেখেন বিভাগের জানালা ভাঙা । দুষ্কৃতীরা জানালা ভেঙে বিভাগের কম্পিউটার, প্রোজেক্টর, মাইক্রোস্কোপ সহ নানা সামগ্রী নিয়ে পালিয়েছে । আমরা পুলিশকে সমস্ত ঘটনাটি জানিয়েছি । পুলিশ এসে তদন্ত শুরু করেছে । FIR-ও করা হয়েছে । প্রায় কয়েক লাখ টাকার সামগ্রী চুরি হয়েছে । আমার মনে হচ্ছে এটা এক দিনের কাজ নয় । কারণ মাইক্রোস্কোপের লোহার বডি থেকে মেইন পার্টগুলো খুলে নেওয়া হয়েছে । পরিস্থিতি দেখে অন্তত আমার মনে হচ্ছে বেশ কয়েকদিন ধরে দুষ্কৃতীরা এসে বিভিন্ন অংশ নিয়ে পালিয়েছে । জেলাশাসক এই কলেজের অ্যাডমিনিস্ট্রেটর । তাঁকে সমস্ত ঘটনা জানানো হয়েছে । পাশাপাশি কলেজকে আরও সুরক্ষিত করা নিয়ে আলোচনা করা হবে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.