মালদা, 31 জুলাই : ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল একটি হিন্দি মাধ্যম স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ৷ অভিযুক্তদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিভাবক ও ছাত্রছাত্রীরা ৷ তাঁদের উদ্ধার করতে এলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা ৷ পালটা কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে লাঠিচার্জ করে পুলিশ ৷ ঘটনাটি মালদা শহরের বালুচর এলাকার ৷
অভিযুক্ত দুই শিক্ষকের নাম স্নেহাশিস সরকার ও রাজেশ সাহা ৷ স্নেহাশিসবাবু অঙ্কের ও রাজেশবাবু ইংরেজির শিক্ষক ৷ অভিভাবকদের অভিযোগ, আজ স্কুলে ছাত্রীদের গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছিল ৷ সেসময় এক ছাত্রী কেঁদে ফেলে ৷ স্কুলের শিক্ষিকা সেই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করতেই সে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলে ৷ তারপর স্কুলের অন্য ছাত্রীরাও তাঁদের বিরুদ্ধে অভিযোগ করতে থাকে ৷ এই খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকরা স্কুল ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ অভিযুক্ত দুই শিক্ষককে ঘরবন্দি করেও রাখা হয় ৷
খবর পেয়ে ঘটনাস্থানে আসে ইংরেজবাজার থানার পুলিশ ৷ দুই শিক্ষককে উদ্ধার করতে গেলে অভিভাবকদের আক্রমণের মুখে পড়ে পুলিশ ৷ অভিভাবক ও ছাত্রছাত্রীদের লাঠিচার্জ করে স্কুল থেকে বের করে গেট বন্ধ করে দেয় পুলিশ ৷ গেট ভেঙে ফের স্কুল চত্বরে ঢুকে পড়ে তারা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের লাঠিচার্জ করে পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা ৷ ইটের আঘাতে আহত হন দু'জন পুলিশকর্মী ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ৷ এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে ৷ ওই শিক্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে অভিভাবকরা ৷