ETV Bharat / state

Girl Body Found Beside Railtrack : বৈষ্ণবনগরে রেললাইনের পাশে ছাত্রীর গলাকাটা দেহ ! সন্দেহে প্রেমিক - body found beside railway track

গতকাল বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি মেয়ে ৷ আজ সকালে রেললাইনের কাছে গলাকাটা দেহ মিলল ৷ প্রেমে জেরেই খুন (Girl Body Found beside Railtrack) ?

Malda Crime News
বৈষ্ণবনগরে রেললাইনের ধারে স্কুলছাত্রীর মৃতদেহ
author img

By

Published : Mar 24, 2022, 11:18 AM IST

Updated : Mar 24, 2022, 12:59 PM IST

মালদা, 24 মার্চ : সাতসকালে রেললাইনের ধার থেকে নবম শ্রেণির ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর এলাকায় । মৃত কিশোরীর মায়ের দাবি, তাঁর মেয়েকে খুন করেছে মেয়েটির প্রেমিক । যদিও এনিয়ে এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে রেল পুলিশ (School girl Cutthroat body found beside railway track in Baishnabnagar Malda) ।

মৃত কিশোরীর নাম প্রিয়াঙ্কা মণ্ডল । বয়স 16 বছর । বাড়ি বৈষ্ণবনগরের বীরনগর এলাকায় । সে স্থানীয় রাজনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী । বৃহস্পতিবার সকালে বৈষ্ণবনগর থানা থেকে মাত্র 50 মিটার দূরে, মহাজনটোলা গ্রামর নতুন 16 মাইল এলাকায় রেললাইনের ধারে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ওই এলাকায় । পরে মৃতদেহ উদ্ধার করতে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । দেখা যায়, প্রিয়াঙ্কার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে । শরীরের একাধিক জায়গাতেও রয়েছে অস্ত্রের কোপ ।

আরও পড়ুন : Chandrakona Body Recover : চন্দ্রকোনায় চাষের জমি থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় গৃহশিক্ষকের কাছে পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরোয় প্রিয়াঙ্কা । তারপর থেকেই নিখোঁজ ছিল সে । বাড়ির লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি । তাঁরা ভেবেছিলেন, মেয়ে বোধহয় প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে । কিন্তু আজ সকালে তাঁদের ধারণা ভুল প্রমাণিত হয় । যে জায়গা থেকে প্রিয়াঙ্কার মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই নতুন 16 মাইল মহাজনটোলা গ্রামেরই 17 বছর বয়সী পার্থ মণ্ডল নামের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার । পার্থও রাজনগর হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ে ।

প্রিয়াঙ্কার মা শেফালি মণ্ডল বলেন, "মেয়ের সঙ্গে একমাত্র পার্থরই সম্পর্ক ছিল । অন্য কোনও ছেলের সঙ্গে সে মিশত না । পার্থ ডাকলেই সে বাড়ি থেকে বেরিয়ে যেত । আমি ওকে বলেছিলাম, ওই ছেলের সঙ্গেই ওর বিয়ে দেব ।" প্রিয়াঙ্কা রাতে বাড়ি না ফেরায় তার মা খোঁজ নিয়ে জানতে পারেন, সে গৃহশিক্ষকের কাছে যায়নি । তিনি বলেন, "ঘটনাস্থলের পাশে একটি ভুট্টার জমিতে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে । আমি নিশ্চিত, আমার মেয়ে দুর্ঘটনায় মারা যায়নি । পার্থই মেয়েকে খুন করেছে ।"

এদিকে অভিযুক্ত পার্থ বলে, "গতকাল আমি বাড়িতেই ছিলাম । ও আমাকে বলেছিল, ওর বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে । কিন্তু আমি এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি । আমার বিয়ের বয়সও হয়নি । আমি বলেছিলাম, ওকে বিয়ে করব । কিন্তু নিজের পায়ে না দাঁড়িয়ে কীভাবে ওকে বিয়ে করব ? এই ঘটনায় আমার কোনও হাত নেই ।"

আরও পড়ুন : Body Found In Mirik Lake: মিরিক লেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

মালদা, 24 মার্চ : সাতসকালে রেললাইনের ধার থেকে নবম শ্রেণির ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর এলাকায় । মৃত কিশোরীর মায়ের দাবি, তাঁর মেয়েকে খুন করেছে মেয়েটির প্রেমিক । যদিও এনিয়ে এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি । তবে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে রেল পুলিশ (School girl Cutthroat body found beside railway track in Baishnabnagar Malda) ।

মৃত কিশোরীর নাম প্রিয়াঙ্কা মণ্ডল । বয়স 16 বছর । বাড়ি বৈষ্ণবনগরের বীরনগর এলাকায় । সে স্থানীয় রাজনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী । বৃহস্পতিবার সকালে বৈষ্ণবনগর থানা থেকে মাত্র 50 মিটার দূরে, মহাজনটোলা গ্রামর নতুন 16 মাইল এলাকায় রেললাইনের ধারে তার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় । খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ওই এলাকায় । পরে মৃতদেহ উদ্ধার করতে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । দেখা যায়, প্রিয়াঙ্কার গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে । শরীরের একাধিক জায়গাতেও রয়েছে অস্ত্রের কোপ ।

আরও পড়ুন : Chandrakona Body Recover : চন্দ্রকোনায় চাষের জমি থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধেয় গৃহশিক্ষকের কাছে পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরোয় প্রিয়াঙ্কা । তারপর থেকেই নিখোঁজ ছিল সে । বাড়ির লোকজন রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি । তাঁরা ভেবেছিলেন, মেয়ে বোধহয় প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে । কিন্তু আজ সকালে তাঁদের ধারণা ভুল প্রমাণিত হয় । যে জায়গা থেকে প্রিয়াঙ্কার মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই নতুন 16 মাইল মহাজনটোলা গ্রামেরই 17 বছর বয়সী পার্থ মণ্ডল নামের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার । পার্থও রাজনগর হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ে ।

প্রিয়াঙ্কার মা শেফালি মণ্ডল বলেন, "মেয়ের সঙ্গে একমাত্র পার্থরই সম্পর্ক ছিল । অন্য কোনও ছেলের সঙ্গে সে মিশত না । পার্থ ডাকলেই সে বাড়ি থেকে বেরিয়ে যেত । আমি ওকে বলেছিলাম, ওই ছেলের সঙ্গেই ওর বিয়ে দেব ।" প্রিয়াঙ্কা রাতে বাড়ি না ফেরায় তার মা খোঁজ নিয়ে জানতে পারেন, সে গৃহশিক্ষকের কাছে যায়নি । তিনি বলেন, "ঘটনাস্থলের পাশে একটি ভুট্টার জমিতে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে । আমি নিশ্চিত, আমার মেয়ে দুর্ঘটনায় মারা যায়নি । পার্থই মেয়েকে খুন করেছে ।"

এদিকে অভিযুক্ত পার্থ বলে, "গতকাল আমি বাড়িতেই ছিলাম । ও আমাকে বলেছিল, ওর বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে । কিন্তু আমি এখনও নিজের পায়ে দাঁড়াতে পারিনি । আমার বিয়ের বয়সও হয়নি । আমি বলেছিলাম, ওকে বিয়ে করব । কিন্তু নিজের পায়ে না দাঁড়িয়ে কীভাবে ওকে বিয়ে করব ? এই ঘটনায় আমার কোনও হাত নেই ।"

আরও পড়ুন : Body Found In Mirik Lake: মিরিক লেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

Last Updated : Mar 24, 2022, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.