কলকাতা, 24 সেপ্টেম্বর: মধ্য কলকাতার নামজাদা পুজোগুলি মধ্যে লেবুতলার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো অন্যতম(Santosh Mitra Square Durga Puja 2022)। বহু বছর ধরেই এই ক্লাবের সার্বজনীন পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ঘোষ ৷ বর্তমানে সেই দায়িত্বে তাঁর ছেলে বিজেপি নেতা তথা 50 নম্বর ওয়ার্ডের লাইটিংয়ের সজল ঘোষ ।
এ বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো 87তম বর্ষে পদার্পণ করল(3D Lighting of Santosh Mitra Square Durga Puja)। স্বাধীনতার 75তম বছর পূর্তি উপলক্ষে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব । আর এই উপলক্ষের সঙ্গে সাযুজ্য রেখেই এই বছরের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম লালকেল্লা । বিশেষ চমক মণ্ডপে থ্রি ডি আলোকসজ্জা(Santosh Mitra Square Puja Will Show the Story of Independence in 3D Lighting)৷ এই আলোর মাধ্যমেই চোখের সামনে ভেসে উঠবে ইন্ডিয়া গেট, সংসদ ভবন, ওয়াঘা সীমান্ত-সহ স্বাধীনতা সংগ্রামের প্রাক এবং পরবর্তী খন্ডচিত্র ।
আরও পড়ুন : একডালিয়া আছে সুব্রত নেই, 50 বছরের সভাপতিকে ছাড়া কেমন চলছে পুজো প্রস্তুতি ?
এবার এই পুজোর উদ্বোধন করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তেমনই কথা হয়েছে বলে জানান এখানকার ক্লাব সম্পাদক সজল ঘোষ ৷ সব কিছু ঠিকঠাক এগোলে দুর্গাপুজোর সময় শহরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী । তবে এই বিষয় সজল ঘোষ বলেন, "পুজো কমিটির তরফে অমিতজিকে আমন্ত্রণ জানানো হয়েছে । তিনি আসতে পারবেন কী না তা এখনও চূড়ান্ত নয়।"
আরও পড়ুন : 'লোকশিল্প প্রবাহ'-র হাত ধরে বিলুপ্তপ্রায় কুটির শিল্প ফিরবে এস বি পার্কের মণ্ডপে