ETV Bharat / state

চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক ইস্যু নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন সাবিনা - জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন সাবিনা ইয়াসমিন

আগামিকাল থেকে 30 মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ তার আগে জেলার করোনা পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক ইস্যু নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন রাজ্য সরকারের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷

সাবিনা ইয়াসমিন
সাবিনা ইয়াসমিন
author img

By

Published : May 15, 2021, 7:40 PM IST

মালদা, 15 মে : মন্ত্রীর দায়িত্ব পেয়েই জেলার করোনা পরিস্থিতি নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন সাবিনা ইয়াসমিন ৷ আজ বিকেলে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

আগামিকাল থেকে 30 মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ তার আগে জেলার করোনা পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক ইস্যু নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন রাজ্য সরকার প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাবিনা বলেন, “আজ জেলাশাসকের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছি ৷ পাশাপাশি জেলার করোনা পরিস্থিতি নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা হবে ৷ আমার কাছে খবর এসেছে, জেলার শ্মশানগুলিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের বদলে অন্য কেউ বেশি টাকা নিয়ে দেহ সৎকার করছে ৷ এই বিষয় নিয়েও আলোচনা হবে ৷ সরকার এই পরিস্থিতিতে মানুষের জন্য যে সমস্ত পরিষেবা দিচ্ছে, তা যেন সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছয় ৷ মালদা জেলাতেও অক্সিজেনের চাহিদা রয়েছে ৷ সেই বিষয়েও জেলাশাসকের পাশাপাশি জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলব ৷”

আরও পড়ুন: ডব্লিউটিসি ফাইনাল : বাড়িতেই তিনবার করোনা পরীক্ষা বিরাটদের

সাবিনা আরও বলেন, “আগামীকাল থেকে 30 মে পর্যন্ত রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে ৷ সেই সরকারি নির্দেশিকা পালন করার জন্য আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব ৷ আগামিতে করোনার তৃতীয় হামলায় শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ৷ বড়রা যদি এই লকডাউনে সরকারি নির্দেশিকা পালন করেন তবে অনেক শিশুকে সংক্রামিত হওয়া থেকে বাঁচানো যাবে ৷’’

মালদা, 15 মে : মন্ত্রীর দায়িত্ব পেয়েই জেলার করোনা পরিস্থিতি নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন সাবিনা ইয়াসমিন ৷ আজ বিকেলে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি ৷

আগামিকাল থেকে 30 মে পর্যন্ত কার্যত লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ তার আগে জেলার করোনা পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক ইস্যু নিয়ে জেলাশাসকের সঙ্গে বৈঠক করলেন রাজ্য সরকার প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ৷ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাবিনা বলেন, “আজ জেলাশাসকের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে এসেছি ৷ পাশাপাশি জেলার করোনা পরিস্থিতি নিয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা হবে ৷ আমার কাছে খবর এসেছে, জেলার শ্মশানগুলিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের বদলে অন্য কেউ বেশি টাকা নিয়ে দেহ সৎকার করছে ৷ এই বিষয় নিয়েও আলোচনা হবে ৷ সরকার এই পরিস্থিতিতে মানুষের জন্য যে সমস্ত পরিষেবা দিচ্ছে, তা যেন সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছয় ৷ মালদা জেলাতেও অক্সিজেনের চাহিদা রয়েছে ৷ সেই বিষয়েও জেলাশাসকের পাশাপাশি জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলব ৷”

আরও পড়ুন: ডব্লিউটিসি ফাইনাল : বাড়িতেই তিনবার করোনা পরীক্ষা বিরাটদের

সাবিনা আরও বলেন, “আগামীকাল থেকে 30 মে পর্যন্ত রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে ৷ সেই সরকারি নির্দেশিকা পালন করার জন্য আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব ৷ আগামিতে করোনার তৃতীয় হামলায় শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ৷ বড়রা যদি এই লকডাউনে সরকারি নির্দেশিকা পালন করেন তবে অনেক শিশুকে সংক্রামিত হওয়া থেকে বাঁচানো যাবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.