ETV Bharat / state

Berhampore College Student Murder : মেয়েটাই সুশান্তর জীবনটা নষ্ট করে দিয়েছিল, সুতপা-খুনে সাফাই ধৃতের কাকিমার - Crime in Malda

বহরমপুরে কলেজ ছাত্রী খুনে মেয়েটির পরিবারকেই দুষছে অভিযুক্ত যুবকের পরিবার (Berhampore College Student Murder) ৷ তাঁদের দাবি, মেয়েটাই সুশান্তের জীবন নষ্ট করে দিয়েছিল ৷

Berhampore College Student Murder
সুশান্ত ও সুতপা
author img

By

Published : May 3, 2022, 5:00 PM IST

মালদা, 3 মে : বহরমপুরে প্রকাশ্যে ছাত্রীকে কুপিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় সারা রাজ্য । ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত যুবক সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ । তবে ঘটনার জন্য কার্যত সুতপা ও তাঁর পরিবারের দিকেই আঙুল তুলছে সুশান্তের পরিবার (reaction of relative of accused on Berhampore College Student Murder Case)।

এই বিষয়ে সুশান্তের কাকিমা পুতুল চৌধুরী বলেন, "আমি জানতাম দু'বছর আগে থেকে সুশান্তের সঙ্গে সুতপার প্রেমের সম্পর্ক ছিল । সুশান্ত ওকে বিয়ে করতে চেয়েছিল । কিন্তু মেয়ের বাড়ির লোকজন বিয়ে দিতে রাজি ছিল না । আমরা মেয়ের পরিবারের কাছে বিয়ের জন্য হাত-পা ধরে আবেদন করেছিলাম । সুশান্তকে ক্লাবের ছেলেদের ডেকে একাধিকবার মারধরও করেছে সুতপার বাবা ৷ ও পড়াশোনায় ভাল । সায়েন্স নিয়ে পড়াশোনা করছে । পড়াশোনার জন্যই সে পিসির বাড়িতে থাকত । পিসির বাড়ির পাশেই ওই মেয়েটার বাড়ি । ওখান থেকেই ওদের পরিচয় । সুশান্ত তিন-চারদিন আগে বাড়িতে এসেছিল । সেই সময় বাড়িতে বেশি কথা বলত না । জিজ্ঞাসা করলে বলত পরীক্ষার জন্য চাপ রয়েছে ৷ মেয়েটাই ছেলেটার জীবনটা নষ্ট করে দিল ।"

আরও পড়ুন : Berhampore College Student Murder : এখনও থমথমে বহরমপুরের গোরাবাজার, আতঙ্কে মেস ছাড়লেন বাকি ছাত্রীরা

উল্লেখ্য, মৃত ছাত্রী সুতপা চৌধুরী মালদা (Malda News) শহরের এয়ারভিউ কমপ্লেক্সের বাসিন্দা । বাবা স্বাধীন চৌধুরি গাজোলের আলাল হাইস্কুলের শিক্ষক । স্বাধীনবাবুর দুই সন্তানের মধ্য়ে সুতপা বড় ৷ পদার্থবিদ্যা নিয়ে বহরমপুর গার্লস কলেজে তৃতীয় বর্ষে পাঠরত ছিলেন তিনি । পড়াশোনার সুবিধার কারণে বহরমপুরের শহিদ সূর্য সেন রোডের একটি মেসে থাকতেন তিনি। সোমবার সন্ধেয় সেই মেসের সামনেই কুপিয়ে খুন করা হয় তাঁকে (Crime in Malda)। ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ ।


এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত সুশান্তর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় লোকজন । সুশান্ত মালদা থানার বলরামপুরের বাসিন্দা । পড়াশোনার জন্য মালদা শহরের এয়ারভিউ কমপ্লেক্সে পিসির বাড়িতে থাকত । তার পাশেই ছিল সুতপার বাড়ি ৷ সুশান্তর বাবা কনস্টেবল পদে নিউ জলপাইগুড়িতে কর্মরত । সুশান্ত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত ।

আরও পড়ুন : College Student Murder : মেস থেকে ডেকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন ! আতঙ্কে বহরমপুর

মালদা, 3 মে : বহরমপুরে প্রকাশ্যে ছাত্রীকে কুপিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় সারা রাজ্য । ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত যুবক সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ । তবে ঘটনার জন্য কার্যত সুতপা ও তাঁর পরিবারের দিকেই আঙুল তুলছে সুশান্তের পরিবার (reaction of relative of accused on Berhampore College Student Murder Case)।

এই বিষয়ে সুশান্তের কাকিমা পুতুল চৌধুরী বলেন, "আমি জানতাম দু'বছর আগে থেকে সুশান্তের সঙ্গে সুতপার প্রেমের সম্পর্ক ছিল । সুশান্ত ওকে বিয়ে করতে চেয়েছিল । কিন্তু মেয়ের বাড়ির লোকজন বিয়ে দিতে রাজি ছিল না । আমরা মেয়ের পরিবারের কাছে বিয়ের জন্য হাত-পা ধরে আবেদন করেছিলাম । সুশান্তকে ক্লাবের ছেলেদের ডেকে একাধিকবার মারধরও করেছে সুতপার বাবা ৷ ও পড়াশোনায় ভাল । সায়েন্স নিয়ে পড়াশোনা করছে । পড়াশোনার জন্যই সে পিসির বাড়িতে থাকত । পিসির বাড়ির পাশেই ওই মেয়েটার বাড়ি । ওখান থেকেই ওদের পরিচয় । সুশান্ত তিন-চারদিন আগে বাড়িতে এসেছিল । সেই সময় বাড়িতে বেশি কথা বলত না । জিজ্ঞাসা করলে বলত পরীক্ষার জন্য চাপ রয়েছে ৷ মেয়েটাই ছেলেটার জীবনটা নষ্ট করে দিল ।"

আরও পড়ুন : Berhampore College Student Murder : এখনও থমথমে বহরমপুরের গোরাবাজার, আতঙ্কে মেস ছাড়লেন বাকি ছাত্রীরা

উল্লেখ্য, মৃত ছাত্রী সুতপা চৌধুরী মালদা (Malda News) শহরের এয়ারভিউ কমপ্লেক্সের বাসিন্দা । বাবা স্বাধীন চৌধুরি গাজোলের আলাল হাইস্কুলের শিক্ষক । স্বাধীনবাবুর দুই সন্তানের মধ্য়ে সুতপা বড় ৷ পদার্থবিদ্যা নিয়ে বহরমপুর গার্লস কলেজে তৃতীয় বর্ষে পাঠরত ছিলেন তিনি । পড়াশোনার সুবিধার কারণে বহরমপুরের শহিদ সূর্য সেন রোডের একটি মেসে থাকতেন তিনি। সোমবার সন্ধেয় সেই মেসের সামনেই কুপিয়ে খুন করা হয় তাঁকে (Crime in Malda)। ঘটনায় অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ ।


এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত সুশান্তর বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় লোকজন । সুশান্ত মালদা থানার বলরামপুরের বাসিন্দা । পড়াশোনার জন্য মালদা শহরের এয়ারভিউ কমপ্লেক্সে পিসির বাড়িতে থাকত । তার পাশেই ছিল সুতপার বাড়ি ৷ সুশান্তর বাবা কনস্টেবল পদে নিউ জলপাইগুড়িতে কর্মরত । সুশান্ত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করত ।

আরও পড়ুন : College Student Murder : মেস থেকে ডেকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুন ! আতঙ্কে বহরমপুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.