ETV Bharat / state

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আলু বিতরণ নিয়ে বিতর্ক, বিক্ষোভ উপভোক্তাদের - অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কম ও পচা আলু

অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কম ওজনে ও পচা আলু বিতরণের অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে প্রধানকে মারধর ও শ্বাসরোধের অভিযোগ উঠল এক অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে । যদিও অভিযুক্ত ওই অঙ্গনওয়াড়ির কর্মী এবিষয়ে মুখ খুলতে নারাজ ।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কম ও পচা আলু
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কম ও পচা আলু
author img

By

Published : Feb 7, 2021, 5:05 PM IST

Updated : Feb 8, 2021, 4:40 PM IST

মালদা, 7 ফেব্রুয়ারি : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আলু বিতরণ নিয়ে বিতর্কের জেরে রাস্তায় আলু ফেলে অবরোধ করে বিক্ষোভ উপভোক্তাদের ৷ অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে প্রধানের শ্বাসরোধ করার চেষ্টা করেন অঙ্গনওয়াড়ি কর্মী ৷ হরিশ্চন্দ্রপুরের মোহনপুর এলাকার ঘটনা ৷

গতকাল হরিশচন্দ্রপুর 2 ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আলু বিলি করা হচ্ছিল ৷ ডিজিটাল ওয়েইং মেশিনে মেপে উপভোক্তাদের আলু দেওয়া হচ্ছিল ৷ উপভোক্তারা বাড়ি গিয়ে দেখেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ওজনে কম এবং পচা আলু দেওয়া হয়েছে ৷ উপভোক্তাদের অভিযোগ পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান পঞ্চায়েত প্রধান নীলুফার বিবি৷ অভিযোগ, সেই সময় অঙ্গনওয়াড়ি কর্মী সানোয়ারা বিবি পঞ্চায়েত প্রধানকে গালিগালাজ করেন৷ পরে প্রধানের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ওই অঙ্গনওয়াড়ি কর্মী৷ এরপরেই ওই অঙ্গনওয়াড়ি কর্মী বাড়ি চলে যান ৷ অঙ্গনওয়াড়ি কর্মী সানোয়ারা বিবি বাড়ি চলে যেতেই ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পাওয়া আলু রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷


উপভোক্তা আনোয়ারা খাতুন বলেন, “অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আলু দেওয়া হচ্ছে ৷ আমার তিনটে বাচ্চার জন্য 18 কেজি আলু পাওয়ার কথা ৷ কিন্তু আমাকে 11 কেজি আলু দেওয়া হয়েছে ৷ বিষয়টি প্রধানকে জানাই ৷ প্রধান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে বিষয়টি নিয়ে জানতে চাইলে তাঁকে গালিগালাজ করে ধাক্কাধাক্কি করে অঙ্গনওয়াড়ি কর্মী৷ সেই কারণে আমরা আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছি৷ শুধু তাই নয়, এর আগে যে খিচুড়ি দেওয়া হত তাতে কোনও তেল ব্যবহার করা হত না ৷ শুধু হলুদ দিয়েই খিচুড়ি দেওয়া হত ৷ সরকার আমাদের ভালোর জন্য খাবার দিচ্ছে, কিন্তু আমাদের সে সব পরিষেবা ঠিক করে দেওয়া হচ্ছে না৷”

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আলু বিতরণ নিয়ে বিতর্ক

আরও পড়ুন : চাল ও ডালে পোকা ! ডোমজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ


মশালদহের প্রধান নীলুফার বলেন, “আমার বাড়িতে কয়েকজন উপভোক্তা এসে জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাঁদের কম পরিমাণে আলু দেওয়া হচ্ছে৷ আমাকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করেন উপভোক্তারা৷ কেন্দ্রে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করতেই, সানোয়ারা বিবি আমাকে গালিগালাজ করে ধাক্কাধাক্কি করতে থাকে৷ এমনকী আমার শ্বাসরোধ করার চেষ্টা করে ৷ প্রাণ ভয়ে আমি ঘটনাস্থল থেকে পালিয়ে আসি ৷ বিষয়টি নিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি৷”


যদিও গোটা ঘটনা প্রসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী সানোয়ারা বিবি কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও পার্থ দাস৷

মালদা, 7 ফেব্রুয়ারি : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আলু বিতরণ নিয়ে বিতর্কের জেরে রাস্তায় আলু ফেলে অবরোধ করে বিক্ষোভ উপভোক্তাদের ৷ অভিযোগ, ঘটনাকে কেন্দ্র করে প্রধানের শ্বাসরোধ করার চেষ্টা করেন অঙ্গনওয়াড়ি কর্মী ৷ হরিশ্চন্দ্রপুরের মোহনপুর এলাকার ঘটনা ৷

গতকাল হরিশচন্দ্রপুর 2 ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহনপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আলু বিলি করা হচ্ছিল ৷ ডিজিটাল ওয়েইং মেশিনে মেপে উপভোক্তাদের আলু দেওয়া হচ্ছিল ৷ উপভোক্তারা বাড়ি গিয়ে দেখেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ওজনে কম এবং পচা আলু দেওয়া হয়েছে ৷ উপভোক্তাদের অভিযোগ পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান পঞ্চায়েত প্রধান নীলুফার বিবি৷ অভিযোগ, সেই সময় অঙ্গনওয়াড়ি কর্মী সানোয়ারা বিবি পঞ্চায়েত প্রধানকে গালিগালাজ করেন৷ পরে প্রধানের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ওই অঙ্গনওয়াড়ি কর্মী৷ এরপরেই ওই অঙ্গনওয়াড়ি কর্মী বাড়ি চলে যান ৷ অঙ্গনওয়াড়ি কর্মী সানোয়ারা বিবি বাড়ি চলে যেতেই ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পাওয়া আলু রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা৷


উপভোক্তা আনোয়ারা খাতুন বলেন, “অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে আলু দেওয়া হচ্ছে ৷ আমার তিনটে বাচ্চার জন্য 18 কেজি আলু পাওয়ার কথা ৷ কিন্তু আমাকে 11 কেজি আলু দেওয়া হয়েছে ৷ বিষয়টি প্রধানকে জানাই ৷ প্রধান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে বিষয়টি নিয়ে জানতে চাইলে তাঁকে গালিগালাজ করে ধাক্কাধাক্কি করে অঙ্গনওয়াড়ি কর্মী৷ সেই কারণে আমরা আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছি৷ শুধু তাই নয়, এর আগে যে খিচুড়ি দেওয়া হত তাতে কোনও তেল ব্যবহার করা হত না ৷ শুধু হলুদ দিয়েই খিচুড়ি দেওয়া হত ৷ সরকার আমাদের ভালোর জন্য খাবার দিচ্ছে, কিন্তু আমাদের সে সব পরিষেবা ঠিক করে দেওয়া হচ্ছে না৷”

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আলু বিতরণ নিয়ে বিতর্ক

আরও পড়ুন : চাল ও ডালে পোকা ! ডোমজুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ


মশালদহের প্রধান নীলুফার বলেন, “আমার বাড়িতে কয়েকজন উপভোক্তা এসে জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তাঁদের কম পরিমাণে আলু দেওয়া হচ্ছে৷ আমাকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করেন উপভোক্তারা৷ কেন্দ্রে গিয়ে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করতেই, সানোয়ারা বিবি আমাকে গালিগালাজ করে ধাক্কাধাক্কি করতে থাকে৷ এমনকী আমার শ্বাসরোধ করার চেষ্টা করে ৷ প্রাণ ভয়ে আমি ঘটনাস্থল থেকে পালিয়ে আসি ৷ বিষয়টি নিয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছি৷”


যদিও গোটা ঘটনা প্রসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী সানোয়ারা বিবি কোনও মন্তব্য করতে রাজি হননি ৷ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও পার্থ দাস৷

Last Updated : Feb 8, 2021, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.