ETV Bharat / state

রামনবমীর মিছিল স্থগিত রাখার সিদ্ধান্ত RSS-এর

লকডাউনের জেরে এবার অন্য ছবি মালদায় । হল না রামনবমীর মিছিল ।

Ramnabami rally will not be done due to corona outbreak
কোরোনার প্রাদুর্ভাবে রামনবমীর মিছিল স্থগিত রাখার সিদ্ধান্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ
author img

By

Published : Apr 3, 2020, 12:16 AM IST

মালদা, 2 এপ্রিল : গতবছরও মালদা শহরের রাস্তায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছে কয়েকশো মানুষ ৷ কিন্তু, এবার সবকিছু পালটে গিয়েছে । পুলিশকে স্বস্তি দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এক নেতা তরুণ পণ্ডিত জানিয়েছেন, " উদ্ভুত পরিস্থিতিতে রামনবমীর মিছিল আয়োজনের কোনও প্রশ্নই নেই ৷ পুজো হয়েছে ৷ সেটাও ছিল নিষ্প্রভ ৷ "

গত কয়েক বছর ধরে রামনবমী মানেই একটা উন্মাদনা ৷ রাস্তায় সশস্ত্র মানুষের মিছিল ৷ এনিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি ৷ কিন্তু এবার কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ আটকাতে দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন ৷ এই সময় মানুষের জমায়েত যাতে না হয় তার জন্য মরিয়া পুলিশ-প্রশাসন ৷ দিন-রাত কাজ করে যাচ্ছেন পুলিশকর্মীরা ৷

এই পরিস্থিতিতে পুলিশকে স্বস্তি দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা তরুণ পণ্ডিত ৷ আজ পাতালচণ্ডী মন্দিরে রামনবমী পুজো দেন তিনি ৷ তিনি বলেন, " কোরোনা নিয়ে গোটা দেশে যা পরিস্থিতি তাতে এখন কোনও মিছিলের আয়োজন করা আত্মঘাতী সিদ্ধান্ত ৷ আমরা আজ রামনবমীর মিছিল করছি না ৷ কারণ, মানুষের প্রাণরক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ ৷ আমরা প্রত্যেককে ঘরে থাকার জন্য আবেদন জানাচ্ছি ৷ আজ কোনওরকমে পুজো হয়েছে ৷ যতটুকু না করলে নয়, ততটুকুর আয়োজন করেই পুজো হয়েছে ৷ বেশি মানুষকে এখানে আসতে দিইনি ৷ তবুও কিছু মানুষ অঞ্জলি দিতে চলে এসেছিল ৷ তাদের আর ফিরিয়ে দিতে পারিনি ৷ তবে প্রত্যেকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছে ৷ "

মালদা, 2 এপ্রিল : গতবছরও মালদা শহরের রাস্তায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছে কয়েকশো মানুষ ৷ কিন্তু, এবার সবকিছু পালটে গিয়েছে । পুলিশকে স্বস্তি দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এক নেতা তরুণ পণ্ডিত জানিয়েছেন, " উদ্ভুত পরিস্থিতিতে রামনবমীর মিছিল আয়োজনের কোনও প্রশ্নই নেই ৷ পুজো হয়েছে ৷ সেটাও ছিল নিষ্প্রভ ৷ "

গত কয়েক বছর ধরে রামনবমী মানেই একটা উন্মাদনা ৷ রাস্তায় সশস্ত্র মানুষের মিছিল ৷ এনিয়ে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি ৷ কিন্তু এবার কোরোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ আটকাতে দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন ৷ এই সময় মানুষের জমায়েত যাতে না হয় তার জন্য মরিয়া পুলিশ-প্রশাসন ৷ দিন-রাত কাজ করে যাচ্ছেন পুলিশকর্মীরা ৷

এই পরিস্থিতিতে পুলিশকে স্বস্তি দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা তরুণ পণ্ডিত ৷ আজ পাতালচণ্ডী মন্দিরে রামনবমী পুজো দেন তিনি ৷ তিনি বলেন, " কোরোনা নিয়ে গোটা দেশে যা পরিস্থিতি তাতে এখন কোনও মিছিলের আয়োজন করা আত্মঘাতী সিদ্ধান্ত ৷ আমরা আজ রামনবমীর মিছিল করছি না ৷ কারণ, মানুষের প্রাণরক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ ৷ আমরা প্রত্যেককে ঘরে থাকার জন্য আবেদন জানাচ্ছি ৷ আজ কোনওরকমে পুজো হয়েছে ৷ যতটুকু না করলে নয়, ততটুকুর আয়োজন করেই পুজো হয়েছে ৷ বেশি মানুষকে এখানে আসতে দিইনি ৷ তবুও কিছু মানুষ অঞ্জলি দিতে চলে এসেছিল ৷ তাদের আর ফিরিয়ে দিতে পারিনি ৷ তবে প্রত্যেকে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে অঞ্জলি দিয়েছে ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.