ETV Bharat / state

বাংলায় চলছে একনায়কতন্ত্র, কিছুই করেননি মোদি-মমতা : রাহুল - modi

মালদায় জনসভা করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।

রাহুল গান্ধি
author img

By

Published : Mar 23, 2019, 3:37 PM IST

Updated : Mar 23, 2019, 3:59 PM IST

মালদা, 23 মার্চ : আজ মালদার চাঁচলেজনসভা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এটাই তাঁর প্রথম জনসভা।

জনসভা থেকে তিনি বলেন :

  • এখানকার মানুষ যেভাবে কংগ্রেসের পাশে থাকেন আমি সারাজীবন ভুলব না
  • সরকারি যত শূন্যপদ রয়েছে পূরণ করব আমরা
  • আমরা গরিবের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেব
  • চৌকিদার ধনীদের কোটি কোটি টাকা দেন
  • কেউ কৃষকদের দিকে তাকান না
  • চারদিকে বেকার। মমতার শুধু ভাষণ। কী করেছেন উনি?
  • গত ৫ বছরে দেশের বেকার সংখ্যা সবচেয়ে বেড়েছে
  • মালদায় ফুড প্রসেসিং কারখানা করা হবে
  • বাম আমলে এই রাজ্যের কোনও উন্নতি হয়নি
  • মমতার আমলেও একই হাল
  • এই রাজ্যে কংগ্রেসের সরকার না এলে অবস্থার উন্নতি হবে না
  • আগের ভোটে মোদি বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী নয়, চৌকিদার হতে চান
  • গরিবের ঘরে চৌকিদার থাকে না
  • আম্বানি, নীরব মোদি, মেহুল চোকসিদের ঘরে চৌকিদার থাকে
  • মোদির সঙ্গে অনিল আম্বানি বিদেশে গিয়ে রাফাল দুর্নীতি করেছেন
  • মোদি-মমতা, দুজনেই কিছু করেননি
  • আমরা সরকারি শিক্ষা এবং হাসপাতালের উন্নয়নে কাজ করব
  • আমরা এই গব্বর সিং ট্যাক্স ( GST) বদলে একটা সাধারণ ট্যাক্স চালু করব
  • এখানে মানুষের কথা কেউ শোনে না শুধু সরকারই কথা বলে। বাংলায় একনায়কতন্ত্র চলছে
  • BJP যেখানে যায় সেখানেই এক ধর্মকে অন্যের সঙ্গে লড়াই বাধায়
  • নরেন্দ্র মোদি সারাদিন নিজের ভাষণে মিথ্যা বলতে থাকেন

মালদা, 23 মার্চ : আজ মালদার চাঁচলেজনসভা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এটাই তাঁর প্রথম জনসভা।

জনসভা থেকে তিনি বলেন :

  • এখানকার মানুষ যেভাবে কংগ্রেসের পাশে থাকেন আমি সারাজীবন ভুলব না
  • সরকারি যত শূন্যপদ রয়েছে পূরণ করব আমরা
  • আমরা গরিবের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেব
  • চৌকিদার ধনীদের কোটি কোটি টাকা দেন
  • কেউ কৃষকদের দিকে তাকান না
  • চারদিকে বেকার। মমতার শুধু ভাষণ। কী করেছেন উনি?
  • গত ৫ বছরে দেশের বেকার সংখ্যা সবচেয়ে বেড়েছে
  • মালদায় ফুড প্রসেসিং কারখানা করা হবে
  • বাম আমলে এই রাজ্যের কোনও উন্নতি হয়নি
  • মমতার আমলেও একই হাল
  • এই রাজ্যে কংগ্রেসের সরকার না এলে অবস্থার উন্নতি হবে না
  • আগের ভোটে মোদি বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী নয়, চৌকিদার হতে চান
  • গরিবের ঘরে চৌকিদার থাকে না
  • আম্বানি, নীরব মোদি, মেহুল চোকসিদের ঘরে চৌকিদার থাকে
  • মোদির সঙ্গে অনিল আম্বানি বিদেশে গিয়ে রাফাল দুর্নীতি করেছেন
  • মোদি-মমতা, দুজনেই কিছু করেননি
  • আমরা সরকারি শিক্ষা এবং হাসপাতালের উন্নয়নে কাজ করব
  • আমরা এই গব্বর সিং ট্যাক্স ( GST) বদলে একটা সাধারণ ট্যাক্স চালু করব
  • এখানে মানুষের কথা কেউ শোনে না শুধু সরকারই কথা বলে। বাংলায় একনায়কতন্ত্র চলছে
  • BJP যেখানে যায় সেখানেই এক ধর্মকে অন্যের সঙ্গে লড়াই বাধায়
  • নরেন্দ্র মোদি সারাদিন নিজের ভাষণে মিথ্যা বলতে থাকেন
Intro:মালদা, ১২ মার্চ : সরকারিভাবে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি৷ এখনও বামেদের সঙ্গে জোটের বিষয়টিও পর্দার বাইরে বেরিয়ে আসেনি৷ কিন্তু আর দেরি করতে রাজি নন দক্ষিণ মালদা লোকসভা আসনের কংগ্রেস কর্মীরা৷ তাঁরা আজ থেকেই আবু হাসেম খান চৌধুরির (ডালু মিঞা) সমর্থনে দেয়াল লিখনের কাজ শুরু করে দিলেন৷ শুধু তাই নয়, আবু হাসেমকে তাঁরা বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবেও উল্লেখ করেছেন৷ এপ্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদকের মন্তব্য, সমর্থনের বিষয়টি আরেকটু পরে লেখা হলেই ভালো হত৷Body:         উত্তর মালদা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় মৌসম নূরের নাম ঘোষণার পরেই সেখানে তাঁর সমর্থনে দেয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল৷ প্রচারের ক্ষেত্রে বর্তমানে শাসকদলই সেখানে আগে দৌড়োচ্ছে৷ এতে খানিকটা যেন হতাশ হয়ে পড়েছিলেন কংগ্রেসিরা৷ জবাব দিতে তাঁরা এবার বেছে নিলেন দক্ষিণ মালদা কেন্দ্রকে৷ আজ থেকেই সেখানে আবু হাসেমের সমর্থনে শুরু হল দেয়াল লিখনের কাজ৷ প্রথম লিখন হয় যদুপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার যদুপুর গ্রামে৷ সেখানে কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচার শুরু করা হয়েছে৷
         কিন্তু এখনও সরকারিভাবে বামেদের সমর্থনের বিষয় ঘোষণা না হলেও দেয়াল লিখনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী দেন? প্রশ্নের উত্তরে ইংরেজবাজার জাতীয় কংগ্রেস সেবাদলের সভাপতি সেনাউল ইসলাম বলেন, "এখনও পর্যন্ত সরকারিভাবে ঘোষণা না হলেও আমরা জানি, সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট হচ্ছেই৷ রায়গঞ্জেও সিপিএম প্রার্থী হিসাবে মহম্মদ সেলিমের সমর্থনে দেয়াল লিখনের কাজ শুরু হয়েছে৷ সাধারণ মানুষও সাম্প্রদায়িক বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূলকে সরাতে সিপিএম-কংগ্রেসের জোট চাইছে৷ গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়েছিল৷ এখানেও একই ছবি উঠে এসেছিল৷ কিন্তু লোকসভা ভোট আলাদা৷ বরকত সাহেবের নামে মালদা জেলায় এই ভোট হয়৷ তাই এই ভোটে কংগ্রেসের পক্ষে প্রচুর ভোট পড়বে৷ তাছাড়া প্রতিটি জায়গায় সিপিএমের একটা ভোট ব্যাংক রয়েছে৷ সেই ভোট কংগ্রেসের ঘরে এলে কংগ্রেসেরই লাভ৷"
Conclusion:         এপ্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, "রাজ্যের ৬টি আসনের বিষয়ে বাম চেয়ারম্যান বিমান বসু পরিষ্কার বক্তব্য রেখেছেন৷ তাঁর বক্তব্য অনুযায়ী এই জেলার দুটি আসনে কংগ্রেস প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তবে এখনও পর্যন্ত বাম ও কংগ্রেসের পক্ষে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী তালিকা ঘোষিত হয়নি৷ সেই ঘোষণা হয়ে গেলে নিশ্চয়ই জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হবে৷ আজ যদুপুরে কংগ্রেস প্রার্থী হিসাবে আবু হাসেম খান চৌধুরির সমর্থনে দেয়াল লিখনে বাম সমর্থনের যে উল্লেখ করা হয়েছে, তাতে আমি খুব একটা দোষ দেখছি না৷ তবে এক্ষেত্রে কংগ্রেস কর্মীরা একটু সবুর করলেই পারতেন৷"
Last Updated : Mar 23, 2019, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.