মালদা, 23 মার্চ : আজ মালদার চাঁচলেজনসভা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এটাই তাঁর প্রথম জনসভা।
জনসভা থেকে তিনি বলেন :
- এখানকার মানুষ যেভাবে কংগ্রেসের পাশে থাকেন আমি সারাজীবন ভুলব না
- সরকারি যত শূন্যপদ রয়েছে পূরণ করব আমরা
- আমরা গরিবের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেব
- চৌকিদার ধনীদের কোটি কোটি টাকা দেন
- কেউ কৃষকদের দিকে তাকান না
- চারদিকে বেকার। মমতার শুধু ভাষণ। কী করেছেন উনি?
- গত ৫ বছরে দেশের বেকার সংখ্যা সবচেয়ে বেড়েছে
- মালদায় ফুড প্রসেসিং কারখানা করা হবে
- বাম আমলে এই রাজ্যের কোনও উন্নতি হয়নি
- মমতার আমলেও একই হাল
- এই রাজ্যে কংগ্রেসের সরকার না এলে অবস্থার উন্নতি হবে না
- আগের ভোটে মোদি বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী নয়, চৌকিদার হতে চান
- গরিবের ঘরে চৌকিদার থাকে না
- আম্বানি, নীরব মোদি, মেহুল চোকসিদের ঘরে চৌকিদার থাকে
- মোদির সঙ্গে অনিল আম্বানি বিদেশে গিয়ে রাফাল দুর্নীতি করেছেন
- মোদি-মমতা, দুজনেই কিছু করেননি
- আমরা সরকারি শিক্ষা এবং হাসপাতালের উন্নয়নে কাজ করব
- আমরা এই গব্বর সিং ট্যাক্স ( GST) বদলে একটা সাধারণ ট্যাক্স চালু করব
- এখানে মানুষের কথা কেউ শোনে না শুধু সরকারই কথা বলে। বাংলায় একনায়কতন্ত্র চলছে
- BJP যেখানে যায় সেখানেই এক ধর্মকে অন্যের সঙ্গে লড়াই বাধায়
- নরেন্দ্র মোদি সারাদিন নিজের ভাষণে মিথ্যা বলতে থাকেন