ETV Bharat / state

English Bazar Municipality : শপথ গ্রহণের আগে পৌরভবনের সংস্কার কাজ ঘিরে প্রশ্ন ইংরেজবাজারে - Question Raised Before Taking Oath of English Bazar Municipality Renovation Work

নতুন বোর্ড তৈরি হতে চলেছে ইংরেজবাজার পৌরসভায় ৷ 30 মার্চ ইংরেজবাজার পৌরসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ৷ শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পৌরভবনে জোর কদমে প্রস্তুতি ৷ পৌরভবনে সংস্কার কাজকে ঘিরে বিরোধীদের প্রশ্নের মুখে তৃণমূল (Question Raised Before Taking Oath of English Bazar Municipality Renovation Work) ৷

http://10.10.50.85//west-bengal/22-March-2022/wb-mld-02-exclusive-municipality-renovation-chaos-7203520_22032022140726_2203f_1647938246_485.jpeg
http://10.10.50.85//west-bengal/22-March-2022/wb-mld-02-exclusive-municipality-renovation-chaos-7203520_22032022140726_2203f_1647938246_485.jpeg
author img

By

Published : Mar 22, 2022, 4:26 PM IST

মালদা, 22 মার্চ : পৌরভোটের পর নতুন বোর্ড তৈরি হতে চলেছে ইংরেজবাজার পৌরসভায় ৷ আগামী 30 মার্চ ইংরেজবাজার পৌরসভায় শপথ নেবেন কাউন্সিলররা এবং সঙ্গে নয়া চেয়ারম্যানও নির্বাচিত হবেন । 29 টির মধ্যে 25টি ওয়ার্ডে জিতে এবার এককভাবে এই পৌরসভা দখল করেছে তৃণমূল (Question Raised Before Taking Oath of English Bazar Municipality Renovation Work) ।

তৃণমূলের পক্ষে ইতিমধ্য়ে ঘোষণা করা হয়েছে আগামী পৌরবোর্ডের চেয়ারম্যান হচ্ছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সুমালা আগরওয়ালাকে। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পৌরভবনে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । চলছে ইংরেজবাজার পৌরসভায় সংস্কারের কাজ ।

একদিকে চলছে নতুন রংয়ের কাজ, অন্যদিকে দেওয়ালের প্লাস্টার খসিয়ে ফেলা হচ্ছে । তার মধ্যে রয়েছে গ্রানাইটও । শোনা যাচ্ছে, নতুন করে দেওয়ালে প্লাস্টার এবং তার উপর টাইলস লাগানো হবে। একইভাবে কাজ চলছে ভবনের মেঝের একাংশেও । শুধু তাই নয়, পৌরসভার কনফারেন্স হলের ছ’টি বাতানুকূল যন্ত্রও পালটে ফেলা হচ্ছে ।

আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুতে রাজনৈতিক যোগ নেই, দাবি ডিজির

সবই চলছে ঠিকঠাক কিন্তু প্রশ্ন উঠেছে, কার নির্দেশে পৌরভবনের এই সংস্কার কাজ চলছে ৷ প্রশ্ন উঠছে কয়েক বছর আগে দেওয়ালে বসানো হয়েছে গ্রানাইট ৷ সেগুলি ফের ভেঙে ফেলা হচ্ছে কেন ৷ কনফারেন্স হলের পুরোনো বাতানুকূল যন্ত্রগুলি ঠিক থাকলেও সেগুলিই বা কেন বদলানো হচ্ছে , প্রশ্ন তুলছে বিরোধী শিবির ৷ পৌরকর্মীরা জানাচ্ছেন, এই কাজের জন্য কোনও লিখিত নির্দেশিকা নেই । কোন ফান্ড থেকে এই কাজের বিল মেটানো হবে, কেউ জানে না । কত টাকা খরচ হচ্ছে, সেটাও কারও জানা নেই ।

সূত্রের খবর, এই কাজের জন্য পৌরসভার ফান্ড থেকে 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হতে পারে । যদিও এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ পৌরকর্মীরা (English Bazar Municipality) ।

আরও পড়ুন : Mamata to Give Widow Allowance : বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার হাত ধরে আরও 8 লক্ষকে বিধবাভাতা

এনিয়ে প্রশ্ন করা হলে পৌরসভার পাঁচ দফার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, "আসলে দু’বছর পর নির্বাচিত জনপ্রতিনিধিরা পৌরভবনে ঢুকবেন । তাই পৌরভবনে ঝাঁট দেওয়া হচ্ছে । একটু সাফসুতরো করা আর কি! পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকরাই এই কাজের নির্দেশ দিয়েছেন । এই কাজে ভবনের প্লাস্টার খসানো কিংবা বাতানুকূল যন্ত্র বদলে ফেলার ঘটনা আমার নজরে আসেনি । তবে গতকাল এক আধিকারিক আমাকে জানিয়েছেন, পৌরভবনে থাকা একটি গাছ বজ্রপাতে মারা গিয়েছে । সেই গাছটি কেটে ফেলা হবে।"

প্রসঙ্গত, ইংরেজবাজার পৌরসভায় নতুন বোর্ড গঠনের আগে অবধি সমস্ত দায়িত্ব এখন ন্য়স্ত মহকুমাশাসকের হাতে ৷

বিজেপির সদ্য নির্বাচিত কাউন্সিলর অম্লান ভাদুড়ি ফোনে বলেন, "কে, কেন এই কাজের নির্দেশ দিল, মহকুমাশাসক (সদর) তা বলতে পারবেন । কারণ, এই মুহূর্তে তিনিই পৌরসভার দায়িত্বে রয়েছেন । যখন টাকার অভাবে নাগরিকদের সবরকম পৌর পরিষেবা দেওয়া যাচ্ছে না, তখন এভাবে টাকা নয়ছয় করা মেনে নেওয়া যায় না । নতুন বোর্ড গঠনের পর আমরা এনিয়ে প্রশ্ন তুলব পৌরসভায় ।"

মালদা, 22 মার্চ : পৌরভোটের পর নতুন বোর্ড তৈরি হতে চলেছে ইংরেজবাজার পৌরসভায় ৷ আগামী 30 মার্চ ইংরেজবাজার পৌরসভায় শপথ নেবেন কাউন্সিলররা এবং সঙ্গে নয়া চেয়ারম্যানও নির্বাচিত হবেন । 29 টির মধ্যে 25টি ওয়ার্ডে জিতে এবার এককভাবে এই পৌরসভা দখল করেছে তৃণমূল (Question Raised Before Taking Oath of English Bazar Municipality Renovation Work) ।

তৃণমূলের পক্ষে ইতিমধ্য়ে ঘোষণা করা হয়েছে আগামী পৌরবোর্ডের চেয়ারম্যান হচ্ছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সুমালা আগরওয়ালাকে। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে পৌরভবনে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । চলছে ইংরেজবাজার পৌরসভায় সংস্কারের কাজ ।

একদিকে চলছে নতুন রংয়ের কাজ, অন্যদিকে দেওয়ালের প্লাস্টার খসিয়ে ফেলা হচ্ছে । তার মধ্যে রয়েছে গ্রানাইটও । শোনা যাচ্ছে, নতুন করে দেওয়ালে প্লাস্টার এবং তার উপর টাইলস লাগানো হবে। একইভাবে কাজ চলছে ভবনের মেঝের একাংশেও । শুধু তাই নয়, পৌরসভার কনফারেন্স হলের ছ’টি বাতানুকূল যন্ত্রও পালটে ফেলা হচ্ছে ।

আরও পড়ুন : Rampurhat TMC Leader Killed Update : পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুতে রাজনৈতিক যোগ নেই, দাবি ডিজির

সবই চলছে ঠিকঠাক কিন্তু প্রশ্ন উঠেছে, কার নির্দেশে পৌরভবনের এই সংস্কার কাজ চলছে ৷ প্রশ্ন উঠছে কয়েক বছর আগে দেওয়ালে বসানো হয়েছে গ্রানাইট ৷ সেগুলি ফের ভেঙে ফেলা হচ্ছে কেন ৷ কনফারেন্স হলের পুরোনো বাতানুকূল যন্ত্রগুলি ঠিক থাকলেও সেগুলিই বা কেন বদলানো হচ্ছে , প্রশ্ন তুলছে বিরোধী শিবির ৷ পৌরকর্মীরা জানাচ্ছেন, এই কাজের জন্য কোনও লিখিত নির্দেশিকা নেই । কোন ফান্ড থেকে এই কাজের বিল মেটানো হবে, কেউ জানে না । কত টাকা খরচ হচ্ছে, সেটাও কারও জানা নেই ।

সূত্রের খবর, এই কাজের জন্য পৌরসভার ফান্ড থেকে 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হতে পারে । যদিও এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ পৌরকর্মীরা (English Bazar Municipality) ।

আরও পড়ুন : Mamata to Give Widow Allowance : বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতার হাত ধরে আরও 8 লক্ষকে বিধবাভাতা

এনিয়ে প্রশ্ন করা হলে পৌরসভার পাঁচ দফার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার বলেন, "আসলে দু’বছর পর নির্বাচিত জনপ্রতিনিধিরা পৌরভবনে ঢুকবেন । তাই পৌরভবনে ঝাঁট দেওয়া হচ্ছে । একটু সাফসুতরো করা আর কি! পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসনিক আধিকারিকরাই এই কাজের নির্দেশ দিয়েছেন । এই কাজে ভবনের প্লাস্টার খসানো কিংবা বাতানুকূল যন্ত্র বদলে ফেলার ঘটনা আমার নজরে আসেনি । তবে গতকাল এক আধিকারিক আমাকে জানিয়েছেন, পৌরভবনে থাকা একটি গাছ বজ্রপাতে মারা গিয়েছে । সেই গাছটি কেটে ফেলা হবে।"

প্রসঙ্গত, ইংরেজবাজার পৌরসভায় নতুন বোর্ড গঠনের আগে অবধি সমস্ত দায়িত্ব এখন ন্য়স্ত মহকুমাশাসকের হাতে ৷

বিজেপির সদ্য নির্বাচিত কাউন্সিলর অম্লান ভাদুড়ি ফোনে বলেন, "কে, কেন এই কাজের নির্দেশ দিল, মহকুমাশাসক (সদর) তা বলতে পারবেন । কারণ, এই মুহূর্তে তিনিই পৌরসভার দায়িত্বে রয়েছেন । যখন টাকার অভাবে নাগরিকদের সবরকম পৌর পরিষেবা দেওয়া যাচ্ছে না, তখন এভাবে টাকা নয়ছয় করা মেনে নেওয়া যায় না । নতুন বোর্ড গঠনের পর আমরা এনিয়ে প্রশ্ন তুলব পৌরসভায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.