ETV Bharat / state

প্রতিবেশীদের মধ্যে বিবাদ, বিধবার কান ছিড়ে নেওয়ার অভিযোগ - quarrel between neighbors

রাজকুমার প্রথমে নিজের মেয়েকে মারধর করে ৷ পরে পরিবারের লোকজন নিয়ে চুমকিদেবীর বাড়িতে চড়াও হন ৷ এরপর রাজকুমার সহ পরিবারের লোকজন সুমি ও রূপাকে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ ৷ দুই মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন চুমকিদেবী ও দিদা মন্দাধরি চৌধুরি ৷

বিধবা মহিলার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ
বিধবা মহিলার কান ছিঁড়ে নেওয়ার অভিযোগ
author img

By

Published : Jun 5, 2021, 3:38 PM IST

মালদা, 5 জুন : মোবাইলে কথা বলা নিয়ে কিশোর-কিশোরীর বিবাদের জেরে বিধবা মহিলার কান ছিড়ে নেওয়ার ও মেয়েদের মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকির খাসখোল এলাকায় ৷ আহতদের নাম মন্দাধরি চৌধুরি, চুমকি চৌধুরি, সুমি চৌধুরি ও রূপা চৌধুরি ৷

জানা গিয়েছে, মোবাইলে কথা বলা নিয়ে চুমকিদেবীর মেয়ে সুমির সঙ্গে বিবাদ বাধে রাজকুমার চৌধুরির ছোটো মেয়ের ৷ অভিযোগ, বিষয়টি জানতে পেরে রাজকুমার প্রথমে নিজের মেয়েকে মারধর করে ৷ পরে পরিবারের লোকজন নিয়ে চুমকিদেবীর বাড়িতে চড়াও হন ৷ এরপর রাজকুমার সহ পরিবারের লোকজন সুমি ও রূপাকে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ ৷ দুই মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন চুমকিদেবী ও দিদা মন্দাধরি চৌধুরি ৷ মন্দাধরিদেবীর কান ছিড়ে নেওয়া হয় বলে অভিযোগ ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের ইংরেজবাজারের মহিলা থানায় পাঠান ৷ পুলিশকর্মীরা তাঁদের প্রথমে চিকিৎসার পরামর্শ দেন ৷

প্রতিবেশীদের মধ্যে বিবাদ

আরও পডু়ন : আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্ক কর্মীর টাকা ছিনতাই, দু‘জনকে গণধোলাই

এবিষয়ে আক্রান্ত চুমকিদেবী বলেন, “বাচ্চাদের মোবাইলে কথা বলা নিয়ে বিবাদ ৷ রাজকুমারের স্ত্রী ঝুমা বিষয়টি জানতে পেরে প্রথমে নিজের মেয়েকে মারধর করে ৷ পরে স্বামী ও ছেলেকে ফোন করে ডেকে আমার মেয়েদের মাটিতে ফেলে মারধর শুরু করে ৷ মেয়েদের বাঁচাতে গেলে আমাদেরও মারধর করা হয় ৷ আমার মায়ের কান ছিড়ে নেয় ওরা ৷”

মালদা, 5 জুন : মোবাইলে কথা বলা নিয়ে কিশোর-কিশোরীর বিবাদের জেরে বিধবা মহিলার কান ছিড়ে নেওয়ার ও মেয়েদের মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মিলকির খাসখোল এলাকায় ৷ আহতদের নাম মন্দাধরি চৌধুরি, চুমকি চৌধুরি, সুমি চৌধুরি ও রূপা চৌধুরি ৷

জানা গিয়েছে, মোবাইলে কথা বলা নিয়ে চুমকিদেবীর মেয়ে সুমির সঙ্গে বিবাদ বাধে রাজকুমার চৌধুরির ছোটো মেয়ের ৷ অভিযোগ, বিষয়টি জানতে পেরে রাজকুমার প্রথমে নিজের মেয়েকে মারধর করে ৷ পরে পরিবারের লোকজন নিয়ে চুমকিদেবীর বাড়িতে চড়াও হন ৷ এরপর রাজকুমার সহ পরিবারের লোকজন সুমি ও রূপাকে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ ৷ দুই মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন চুমকিদেবী ও দিদা মন্দাধরি চৌধুরি ৷ মন্দাধরিদেবীর কান ছিড়ে নেওয়া হয় বলে অভিযোগ ৷ স্থানীয় বাসিন্দারা তাঁদের ইংরেজবাজারের মহিলা থানায় পাঠান ৷ পুলিশকর্মীরা তাঁদের প্রথমে চিকিৎসার পরামর্শ দেন ৷

প্রতিবেশীদের মধ্যে বিবাদ

আরও পডু়ন : আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্ক কর্মীর টাকা ছিনতাই, দু‘জনকে গণধোলাই

এবিষয়ে আক্রান্ত চুমকিদেবী বলেন, “বাচ্চাদের মোবাইলে কথা বলা নিয়ে বিবাদ ৷ রাজকুমারের স্ত্রী ঝুমা বিষয়টি জানতে পেরে প্রথমে নিজের মেয়েকে মারধর করে ৷ পরে স্বামী ও ছেলেকে ফোন করে ডেকে আমার মেয়েদের মাটিতে ফেলে মারধর শুরু করে ৷ মেয়েদের বাঁচাতে গেলে আমাদেরও মারধর করা হয় ৷ আমার মায়ের কান ছিড়ে নেয় ওরা ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.